dell gaming notebook

Posted On December 1, 2020 By In Uncategorized With 1196 Views

Dell G7 15-7590 8th Gen. Gaming Notebook

Dell G7 15-7590

8th Gen. Gaming Notebook

Product Id: 33.02.013.1150

বিশ্বখ্যাত টেক ব্র্যান্ড Dell এর গেমিং নোটবুক Dell G7 15-7590। অষ্টম প্রজন্মের এই গেমিং নোটবুকে বিশেষ ফিচার ও স্পেসিফিকেশন তুলে ধরা হয়েছে এই আর্টিকেলে।

কম্পোনেন্ট:

Dell এর কম্প্যাক্ট গেমিং নোটবুক Dell G7 15-7590 এ দেয়া হয়েছে Intel Core i7 8750H প্রসেসর, যা থেকে 2.20-4.10GHz ক্লকস্পিড পাওয়া যাবে। সাথে 9MB ক্যাশ মেমোরি পাওয়া যাবে। প্রাইমারি মেমোরি হিসেবে দেয়া আছে 16GB DDR4 র‌্যাম, যা 32GB বাড়িয়ে নেয়া যাবে। নোটবুকের স্টোরেজে দেয়া হয়েছে 512GB SSD। পাওয়ার বুস্টার হিসেবে 8GB Nvidia RTX 2070 GDDR6 ডেডিকেটেড গ্রাফিক্স থেকে শক্তিশালী জিপিইউ সাপোর্ট পাবেন ইউজার।

ডিসপ্লে:

Dell G7 15-7590 নোটবুকে রয়েছে 15.6-ইঞ্চি Full HD IPS ডিসপ্লে। ফুল এইচডি হওয়ায় গেমিংয়ে চমৎকার ভিজ্যুয়ালের পাশাপাশি IPS ডিসপ্লে থাকায় দীর্ঘক্ষণ ব্যবহারেও চোখে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে না।

বিশেষ ফিচার:

নোটবুকে Back-lit কিবোর্ড থাকায়, অন্ধকারেও গেমিং, টাইপিংসহ বিভিন্ন কাজ করা যায়। এর সাথে সিকিউরিটি অপশন হিসেবে রয়েছে Finger Print Sensor যার মাধ্যমে ইউজার ছাড়া অন্যরা চাইলেও পিসি চালু করতে পারবে না।

ডিপ স্পেস ব্ল্যাক কালার এই নোটবুকের ওজন 2.49 কিলোগ্রাম। একটি গেমিং নোটবুক হিসেবে যা আদর্শ। নোটবুকের 4 Cell ব্যাটারি থেকে যথেষ্ঠ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়।

পোর্ট এবং স্লট:

Dell G7 15-7590 নোটবুকের কানেক্টিং ইন্টারফেসেরেয়েছে একটি USB-C, তিনটি USB 3.1 Gen 1 Type-A। ভিডিও ইন্টারফেস হিসেবে HDMI এবং Mini DP পোর্ট রয়েছে। যা নোটবুকে ভার্সেটাইল কানেক্টিভিটি নিশ্চিত করে। অডিওর জন্য একটি Combo পোর্ট এবং 2 tuned speakers with Nahimic Sound Center স্পিকার দেয়া হয়েছে।

এছাড়া নেটওয়ার্কিং সুবিধার জন্য RJ-45 Killer Networks E2500V2 Gigabit Ethernet Port, Killer Wireless 1550 2×2 AC, Bluetooth 5.0 রয়েছে, যা পরবর্তী প্রজন্মের নেটওয়ার্কিং স্পিড প্রদান করে।

মাল্টি-মিডিয়া স্লট হিসেবে Card Reader এবং ভিডিও কনফারেন্সের জন্য WebCam এই নোটবুকে দেয়া হয়েছে।

অপারেটিং সফটওয়্যার:

নোটবুকের অপারেটিং সিস্টেমে দেয়া হয়েছে Windows 10 Home। ফলে, যেকোন আপডেট সফটওয়্যার এবং গেম খুব সহজেই আপডেট বা ইনস্টল করে ব্যবহার করা যাবে।

Dell G7 15-7590 8th Gen. Gaming Notebook Product Id: 33.02.013.1150 বিশ্বখ্যাত টেক ব্র্যান্ড Dell এর গেমিং নোটবুক Dell G7 15-7590। অষ্টম প্রজন্মের এই গেমিং নোটবুকে বিশেষ ফিচার ও স্পেসিফিকেশন তুলে ধরা হয়েছে এই আর্টিকেলে। কম্পোনেন্ট: Dell এর কম্প্যাক্ট গেমিং নোটবুক Dell G7 15-7590 এ দেয়া হয়েছে Intel Core i7 8750H প্রসেসর, যা থেকে 2.20-4.10GHz ক্লকস্পিড পাওয়া যাবে। সাথে 9MB ক্যাশ মেমোরি পাওয়া যাবে। প্রাইমারি মেমোরি হিসেবে দেয়া আছে 16GB DDR4 র‌্যাম, যা 32GB বাড়িয়ে নেয়া যাবে। নোটবুকের স্টোরেজে দেয়া হয়েছে 512GB SSD। পাওয়ার বুস্টার হিসেবে 8GB Nvidia RTX 2070 GDDR6 ডেডিকেটেড গ্রাফিক্স থেকে শক্তিশালী জিপিইউ সাপোর্ট পাবেন ইউজার। ডিসপ্লে: Dell G7 15-7590 নোটবুকে রয়েছে 15.6-ইঞ্চি Full HD IPS ডিসপ্লে। ফুল এইচডি হওয়ায় গেমিংয়ে চমৎকার ভিজ্যুয়ালের পাশাপাশি IPS ডিসপ্লে থাকায় দীর্ঘক্ষণ ব্যবহারেও চোখে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে না। বিশেষ ফিচার: নোটবুকে Back-lit কিবোর্ড থাকায়, অন্ধকারেও গেমিং, টাইপিংসহ বিভিন্ন কাজ করা যায়। এর সাথে সিকিউরিটি অপশন হিসেবে রয়েছে Finger Print Sensor যার মাধ্যমে ইউজার ছাড়া অন্যরা চাইলেও পিসি চালু করতে পারবে না। ডিপ স্পেস ব্ল্যাক কালার এই নোটবুকের ওজন 2.49 কিলোগ্রাম। একটি গেমিং নোটবুক হিসেবে যা আদর্শ। নোটবুকের 4 Cell ব্যাটারি থেকে যথেষ্ঠ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। পোর্ট এবং স্লট: Dell G7 15-7590 নোটবুকের কানেক্টিং ইন্টারফেসেরেয়েছে একটি USB-C, তিনটি USB 3.1 Gen 1 Type-A। ভিডিও ইন্টারফেস হিসেবে HDMI এবং Mini DP পোর্ট রয়েছে। যা নোটবুকে ভার্সেটাইল কানেক্টিভিটি নিশ্চিত করে। অডিওর জন্য একটি Combo পোর্ট এবং 2 tuned speakers with Nahimic Sound Center স্পিকার দেয়া হয়েছে। এছাড়া নেটওয়ার্কিং সুবিধার জন্য RJ-45 Killer Networks E2500V2 Gigabit Ethernet Port, Killer Wireless 1550 2x2 AC, Bluetooth 5.0 রয়েছে, যা পরবর্তী প্রজন্মের নেটওয়ার্কিং স্পিড প্রদান করে। মাল্টি-মিডিয়া স্লট হিসেবে Card Reader এবং ভিডিও কনফারেন্সের জন্য WebCam এই নোটবুকে দেয়া হয়েছে। অপারেটিং সফটওয়্যার: নোটবুকের অপারেটিং সিস্টেমে দেয়া হয়েছে Windows 10 Home। ফলে, যেকোন আপডেট সফটওয়্যার এবং গেম খুব সহজেই আপডেট বা ইনস্টল করে ব্যবহার করা যাবে।

0

About

Marketing & Communications Ryans Computers