Posted On November 11, 2020 By In Slider, Uncategorized With 780 Views

Dell PowerEdge R340 1U Rack Server

 

Dell PowerEdge Rack Servers
Product Id: 85.02.013.331

বিশ্বখ্যাত মার্কিন প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান Dell –এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান Dell EMC উদ্ভাবিত PowerEdge সিরিজটি নেটওয়ার্ক শেয়ারিং কম্পিউটার।

সাধারণভাবে সার্ভার পিসি নামে পরিচিত Rack ক্যাটাগরির ডিভাইস। ইন্ডাস্ট্রিয়াল লেভেল এই সার্ভার পিসি’র ধরণ, শক্তিমত্তা, বিশেষত্ব ও স্পেসিফিকেশন নিয়ে সাজানো হয়েছে এই আর্টিকেল।

র‌্যাক সার্ভার সাধারণত এতে থাকা সকেট সংখ্যা অনুযায়ী ১-সকেট, ২-সকেট, ৪-সকেট হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে।

এক প্রসেসর বিশিষ্ট ১-সকেট সার্ভার মাঝারি প্রতিষ্ঠানের জন্য আদর্শ একটি পারফরম্যান্স ও স্টোরেজ সল্যুশন হিসেবে কাজ করে। র‌্যাক ক্যাটাগরির জন্য এটি প্রাইমারি সার্ভার।

২-সকেট সার্ভারে দুইটি প্রসেসর যুক্ত থাকে। যা এর পারফরম্যান্স এবং ভার্চুয়াল ওয়ার্কলোড বাড়িয়ে নিতে সহায়তা করে।

৪-সকেট সার্ভারে সর্বোচ্চ ৪টি পর্যন্ত প্রসেসর সমর্থন করে। ডেটাবেজ-ভিত্তিক ওয়ার্কলোড এবং হাই-পারফর‌ম্যান্স কম্পিউটিংয়ের মাধ্যমে ডেটা এনালাইসিস, আর্টিফিশিয়েল ইন্টেলিজেন্স এবং জেপিইউ ডেটাবেইজ এক্সেলারেট করতে সহায়তা করে।

Dell PowerEdge R340 1U Rack Server স্পেফিসিকেশন এবং ফিচার এখানে তুলে ধরা হলো

এন্ট্রি-লেভেল র‌্যাক সার্ভার হিসেবে জনপ্রিয় Dell PowerEdge R340। এন্টারপ্রাইজ সিরিজের আপগ্রেডেবল এই র‌্যাক সার্ভার পারফরম্যান্স, ক্যাপাসিটি, মোবাইল এক্সেস এবং সিকিউরিটির দিক থেকেও কাস্টমার ফ্রেন্ডলি।

Boost your business productivity

ছোট থেকে মাঝারি বিজনেস পরিচালনার জন্য Dell PowerEdge R340 র‌্যাক সার্ভারে রয়েছে-

  • 71W একটি Intel Xeon E-2124 প্রসেসর, যার ক্লকস্পিড 3.3GHz, ক্যাশ মেমোরি 8M। চিপসেট হিসেবে রয়েছে Intel C246।
  • হিসাবের প্রয়োজন অনুসারে বাড়িয়ে নেয়া যাবে এর স্টোরেজ এবং মেমোরি।
  • এর মাল্টি-ভেক্টর কুলিং স্বয়ংক্রিয়ভাবে সার্ভারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।

Scale your IT on your own terms

Dell PowerEdge R340 র‌্যাক সার্ভারের বড় সুবিধা হচ্ছে-

  • চাহিদামত এর পারফরম্যান্স বাড়াতে 4, 6 বা 8 কোরের Intel Xeon E-2200 প্রসেসর আপগ্রেড করিয়ে নেয়া যাবে।
  • এতে মেমোরি আটটি 2.5″ এবং 3.5″ HDD হট প্লাগ থাকায় খুব সহজেই এর স্টোরেজ ক্যাপাসিটি বাড়িয়ে নেয়া যায়।
  • সর্বোচ্চ চারটি DDR4 DIMMs র‌্যাম স্লটে 64GB পর্যন্ত র‌্যাম ইনস্টল করার সুবিধা রয়েছে।

Simplify your IT infrastructure

বিস্তৃত পরিসরে আইটি নেটওয়ার্ক তৈরি করে কাজের ঝামেলা কমাতে সহায়তা করে Dell PowerEdge R340।

  • DRAC Group Manager –এর বিল্ট-ইন “one to many console” ফিচারের মাধ্যমে একাধিক সার্ভারের সাথে যোগসূত্র স্থাপন করে স্বয়ংক্রিয় নেটওয়ার্ক তৈরি করা যায়।
  • OpenManage Mobile এর মাধ্যমে মোবাইল ডিভাইসে দুর থেকে এক্সেস করার সুবিধা রয়েছে।
  • ProSupport Plus ও SupportAssist টেকনোলজির মাধ্যমে 72% আইটি ইফোর্ট কমানো সম্ভব।

Dell PowerEdge R340 এর স্পেসিফিকেশন:

Processor Model: Intel Xeon E-2124

Number of Processor: 1

Processor Clock Speed: 3.3GHz, 4C/4T, 8M Cache, Turbo, 71W Processor

Chipset: Intel C246

RAM: 16GB (1x16GB)

RAM Type: UDIMM, 2666MT/s DDR4 ECC

Max. RAM Support: 64GB

RAM Slots: 4

HDD: 2 x 1TB

Bays: 4

RAID Controller: PERC H330 RAID Controller

Power Supply: Dual (1+1) 550W Redundant Hotplug PSU

Networking: Dual-Port 1GbE On-Board LOM

Graphics: Matrox G200 Graphics

I/O Ports & Connectivity: 2 x 1GbE LOM Network Interface Controller (NIC) ports, Front ports: 1x USB 2.0, 1 x IDRAC micro USB 2.0 management port, Rear ports: 2 x USB 3.0, VGA, serial connector

Expansion Slots: PCIe Riser, 1x FH x8 PCIe Gen3 slot, 1x LP x4 PCIe Gen3 slot

Input Device: USB Keyboard & Mouse

Form Factor: 1U Rack Server

Dimensions: 434 x 595.6 mm

Weight: 13.6kg

Others: TPM: Trusted Platform Module 1.2, Remote Management: iDRAC9 Basic

Warranty: 3 year

 

Tags :

About

Marketing & Communications Ryans Computers