Acer Nitro 5 AN515-54 9th Gen. Gaming Notebook

Posted On December 2, 2020 By In Slider, Uncategorized With 1160 Views

Acer Nitro 5 AN515-54 9th Gen. Gaming Notebook

Acer Nitro 5 AN515-54 9th Gen. Gaming Notebook
33.02.002.833

তাইওয়ানিজ মাল্টিন্যাশনাল হার্ডওয়্যার এবং ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড Acer Inc. এর ডেডিকেটেড গেমিং নোটবুক সিরিজ Nitro। এই সিরিজের Acer Nitro 5 AN515-54 নোটবুকটি 15-ইঞ্চির Full HD ডিসপ্লের একটি পাওয়ারফুল ডিভাইস। Intel i5 প্রসেসর এবং অন্যান্য অন্তর্নিহিত হার্ডওয়্যার এবং নোটবুকের উল্লেখযোগ্য ফিচার এখানে তুলে ধরা হয়েছে।

হার্ডওয়্যার ও পারফরম্যান্স:
Acer Nitro 5 AN515-54 নোটবুকটি সাজানো হয়েছে 9th Gen. Intel Core i5 9300H প্রসেসর দিয়ে। 8MB ক্যাশ মেমোরির এই প্রসেসরে 4টি কোর এবং 8টি থ্রেড রয়েছে, যা 2.40GHz বেজ ফ্রিকোয়েন্সি থেকে 4.10GHz টার্বো ফ্রিকোয়েন্সি দিতে পারে। নোটবুকের প্রাইমারি মেমোরি হিসেবে দেয়া হয়েছে দুইটি 4GB ক্যাপাসিটি এবং 2666MHz বাস স্পিডের DDR4 র‌্যাম। 2টি স্লটে সর্বোচ্চ 32GB র‌্যাম সাপোর্ট করবে।

স্টোরেজ হিসেবে নোটবুকে দেয়া হয়েছে 7200 RPM গতির 1TB SATA3 HDD ড্রাইভ। তবে আরও গতিশীল পারফরম্যান্স পেতে, কেউ চাইলে এতে থাকা দুটি M.2 স্লটে SSD স্টোরেজ লাগিয়ে নিতে পারবেন।

গেমিং পারফরম্যান্স বুস্ট করতে Acer Nitro 5 AN515-54 তে দেয়া হয়েছে 4GB Nvidia GTX 1650 GDDR5 গ্রাফিক্স কার্ড। এর ফলে মাঝারি থেকে হাই এন্ড গেম অনায়াসে নোটবুকে খেলা যাবে।

ডিসপ্লে
Nitro 5 AN515-54 নোটবুকে Acer দিয়েছে 15.6-ইঞ্চির একটি Full HD ডিসপ্লে। 1920×1080 রেজুলেশনের In-plane Switching (IPS) প্যানেলের এই LED ডিসপ্লেতে ComfyView ফিচার থাকায় টানা গেমিংয়েও চোখে বিরূপ কোন প্রভাব ফেলবে না।

কিবোর্ড ও টাচপ্যাড
গেমিং নোটবুক হলেও Acer Nitro 5 AN515-54 নোটবুকে জুড়ের দেয়া হয়েছে একটি ফুল সাইজ কিবোর্ড। এর সাথে রয়েছে নাম্বার কি প্যাড। ব্যাকলিট ফিচার থাকায় অন্ধকারে গেমিং বা টাইপের জন্য ভাল সাপোর্ট দেয়।
নোটবুকের রেসপন্সিভ Multi-touch Gesture টাচপ্যাডটি কিছুটা বামদিকে থাকায় ডান হাতের পামরেস্টের জন্য প্রচুর স্পেস রয়েছে।

অডিও এবং ক্যামেরা
Acer Nitro 5 AN515-54 নোটবুকে বিল্ট-ইন দুইটি Stereo স্পিকার, দুইটি মাইক্রোফোন এবং একটি HD Webcam থাকায়, তা ভিডিও কনফারেন্স, রিয়েল-টাইম লাইভ গেমিংয়ে সাপোর্ট দেয়।

পাওয়ার সোর্স
নোটবুকে নিরবিচ্ছিন্ন পাওয়ার প্রদান করে একটি 3580 mAh ক্যাপাসিটির 4 Cell Li-Ion ব্যাটারি যা 55 Wh এনার্জি প্রদান করে। এই ব্যাটারি থেকে টানা 8 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া সম্ভব। নোটবুকে চার্জিং অপশন হিসেবে একটি 135 W AC power adapter দেয়া আছে।

আকার এবং ওজন
25.90 x 363.4 x 255 mm সাইজের ফুল ব্ল্যাক নোটবুকটির ওজন 2.50 কিলোগ্রাম, যা একটি গেমিং নোটবুকের জন্য আদর্শ।

পোর্ট ও স্লট
কানেক্টিং ইন্টারফেস হিসেবে Acer Nitro 5 AN515-54 নোটবুকে দুইটি USB 3.1 Gen 1 Type-A একটি করে USB 2.0 ও USB 3.1 Gen 1 Type-C, একটি HDMI এবং হেডফোন ও মাইক্রোফেনে জন্য Combo পোর্ট রয়েছে। নোটবুক সিকিউরিটির জন্য এতে দেয়া হয়েছে কেনসিংটন লক।

নেটওয়ার্ক ও কানেক্টিভিটি
নেটওয়ার্কিং সাপোর্টের জন্য Acer Nitro 5 AN515-54 নোটবুকে রয়েছে LAN, WiFi এবং Bluetooth। নোটবুকের Ethernet RJ-45 পোর্ট, IEEE 802.11a,b,g,n,ac ওয়াইফাই এবং Bluetooth 5.0, যা অনলাইন গেমিং এবং স্ট্রিমিংয়ে ভাল সাপোর্ট দেয়।

অপারেটিং সফটওয়্যার:
নোটবুকের অপারেটিং সিস্টেমে দেয়া হয়েছে Windows 10 Home। ফলে, যেকোন আপডেট সফটওয়্যার এবং গেম খুব সহজেই আপডেট বা ইনস্টল করে ব্যবহার করা যাবে।

About

Marketing & Communications Ryans Computers