Posted On June 12, 2019 By In Product Review, Sales Manual With 1000 Views

Beats Solo3 Wireless On-Ear Headphones

Product Id: 32.734.04

দীর্ঘ ব্যাটারি ও সুষম সাউন্ড উৎপাদনকারী বিটস সলো-৩ ওয়্যারলেস হেডফোন যেকোন বয়সী মিউজিক লাভারদের জন্য পারফেক্ট একটি সাউন্ড ডিভাইস। দ্রুত চার্জ ধারণে সক্ষম এই মিউজিক গ্যাজেটটি ঝামেলাহীনভাবে সর্বক্ষণের সঙ্গী হিসেবে সঙ্গীত পিপাসুদের মনোরঞ্জন করবে আরামদায়ক অনুভূতির সাথে।

তারের ঝামেলা থেকে মুক্ত

যেকোন সময়, যেকোন মূহুর্তে আপনাকে সঙ্গ দিতে প্রস্তুত বিটস সলো-৩ ওয়্যারলেস হেডফোন। সঙ্গীতের বিনোদন পেতে হাতে নিয়ে চালু করার অপেক্ষামাত্র। অ্যাপল ওয়াচ, আইপ্যাড এবং ম্যাক-এ সেরা মানের ক্লাস-১ ব্লুটুথ প্রযুক্তির সংযোগে জীবনের সাউন্ডট্র্যাক করতে পারেন, আরও রঙিন।

অনুভব করুন পছন্দের সঙ্গীত

সা্উন্ড উৎপাদনে পুরষ্কারপ্রাপ্ত বিটস সলো-৩ ওয়্যারলেস হেডফোন কেবল পছন্দের গান শোনায় না, অনুভবও করায়। ডিভাইসটি প্রিমিয়াম কোয়ালিটির অ্যাকুস্টিক প্লেব্যাকে সর্বোচ্চ মানের স্পষ্ট, জোরালো এবং নিয়ন্ত্রিত শব্দ প্রদান করে। এর আরামদায়ক কুশন-এয়ার কাপ বাইরের বিরক্তিকর শব্দ থেকে মুক্ত করে সত্যিকারের মিউজিক অনুভব করতে সহায়তা করে।

বিরতিহীন সঙ্গীত দিনভর

অ্যাপল ডব্লিউ-১ চিপ থাকায় বিটস সলো-৩ হেডফোন টানা ৪০ ঘন্টার দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। পাশাপাশি ফাস্ট-ফুয়েল প্রযুক্তি মাত্র ৫মিনিটের চার্জে ৩ ঘন্টা প্লে-ব্যাকে ফিরিয়ে দিতে পারে যেকোন পরিস্থিতিতে। ইন্টিগ্রেটেড অন-ইয়ার কন্ট্রোল, ডুয়াল বিম ফোমিং কাপল মাইক ফোনকল, মিউজিক, ভলিউম কম-বেশি করা এবং সিরি অ্যাক্টিভেট করতে পারে নিমিষেই।

আরামদায়ক অনুভূতি

আগের হেডসেটগুলোর মতই বিটস সলো-৩ হেডসেট আকর্ষণীয় ও স্ট্রিমলাইন ডিজাইনে তৈরি। এর অন-ইয়ার কুশন ইয়ার ক্যাপ এতটাই মানানসই যে দিনভর কানে লাগিয়ে রাখলেও বিন্দুমাত্র ব্যাথা অনুভূত হয় না, ফলে দীর্ঘক্ষণ কানে লাগিয়ে সঙ্গীত উপভোগ করা যায় কোন কায়-ক্লেশ ছাড়াই। হেডফোনের ফাস্ট-ফ্লোয়িং কার্ভ ও পিভট ইয়ার ক্যাপ প্রকৃতিগতভাবেই কানের সাথে মিলে যায় এবং আরামদায়কভাবে সাউন্ড ডেলিভারি দেয়ার মত করেই এটি ডিজাইন করা হয়েছে।

বক্সে যা যা রয়েছে

  • বিটস সলো-৩ ওয়্যারলেস হেডফোন
  • ক্যারিং কেস
  • ৩.৫ মিলিমিটার রিমোট-টক ক্যাবল
  • ইউনিভার্সাল ইউএসবি চার্জিং ক্যাবল (ইউএসবি-এ থেকে ইউএসবি মাইক্রো-বি)
  • কুইক স্টার্ট গাইড
  • ওয়্যারেন্টি কার্ড

এক নজরে বিটস সলো-৩ ওয়্যারলেস হেডফোন

ফর্ম ফ্যাক্টর: অন ইয়ার

কানেকশন: ব্লুটুথ, ওয়্যারলেস

ব্যাটারি: রিচার্জেবল লিথিয়াম আয়ন

উচ্চতা: ৭.৮ ইঞ্চি (১৯.৮ সেন্টিমিটার)

ওজন: ৭.৫৮ আউন্স (২১৫ গ্রাম)

*দ্রষ্টব্য: বিটস সলো-৩ ওয়্যারলেস হেডফোন মূলত অ্যাপল ডিভাইসের জন্য বিশেষভাবে তৈরি। তাই এটি চালাতে আই-ক্লাউড অ্যাকাউন্ট, ম্যাকওএস সিয়েরা, আইওএস-১০ কিংবা ওয়াচওএস-৩ প্রয়োজন।

About

Marketing & Communications Ryans Computers