tower server

Posted On March 28, 2021 By In Product Review, Sales Manual, Slider With 1316 Views

Dell Optiplex 5060 MT Micro Tower Brand PC

Dell Optiplex 5060 MT Micro Tower Brand PC
Price Tk 51,000
ID: 58.01.013.98

২৫ বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ Dell Optiplex সিরিজের ব্র্যান্ড পিসিগুলো নতুন নতুন উদ্ভাবন ও পরিবর্তনের মধ্য দিয়ে আজকের অবস্থানে এসেছে। ক্রেতা ও ব্যবহারকারীদের কথা মাথায় রেখে Dell তাদের এই সিরিজটিকে আরও সমৃদ্ধ করে তুলেছে।

স্থান সংকুলানের জন্য স্মার্ট ডিজাইন:

এটি এমন একটি ডেস্কটপ পিসি যা অল্প জায়গা নেবে কিন্তু পারফর্মেন্স-এর ক্ষেত্রে কোন ধরনের আপোস করে না। ফলে সরকারি-বেসরকারি ও ফিন্যনন্সিয়াল অফিসগুলোর জন্য বিশেষ উপযোগী যেখানে প্রচুর অফিস সরঞ্জাম গাদাগাদি করে থাকে।

ডাটা সংরক্ষণ নিরাপত্তা ব্যবস্থা:

অফিসের কাজের কথা মাথায় রেখে এই পিসির ডিজাইন করা হয়েছে বলে এর নিরাপত্তা ব্যবস্থা ভাল। এতে ব্যবহার করা হয়েছে Trusted Platform Module (TPM) যা একটি নিরাপত্তা চিপ। এই প্রযুক্তি এনক্রিপশনের মাধ্যমে স্টোরেজ-এর ডাটা সংরক্ষণ করতে পারে।

এ ছাড়াও এতে রয়েছে Kensington lock-এর স্লট। এটিও একটি নিরাপত্তা ব্যবস্থা যা আপনার ডিভাইসকে আটকে রাখতে সাহায্য করে। এর মাধ্যমে চুরির হাত থেকে বাঁচতে পারেন।

সাধারণ স্পেসিফিকেশন

প্রসেসর:

  • 8th Gen Intel Core i5
  • Base Frequency 3.00 GHz
  • Turbo Frequency 4.10 GHz
  • 6-Core & 6-Thread
  • 9MB Cache Memory

র‌্যাম বা মেমরি:

  • RAM: 4GB
  • RAM Type: DDR4
  • RAM Bus: 2666 MHz
  • Total RAM Slot: 2
  • Empty/Expansion RAM Slot: 1

স্টোরেজ:

  • Storage: 1TB HDD
  • Installed HDD Type: SATA
  • 2.5 Inch Bay/Slot: 1
  • Speed: 7200 RPM

গ্রাফিক্স:

  • Graphics Chipset: Intel UHD Graphics 630
  • Graphics Memory Accesibility: Integrated
  • Graphics Memory: Shared

পোর্ট ও স্লট:

  • LAN: Yes
  • USB Port: 1 x USB 3.1 Gen 2 Type-C, 5 x USB 3.1 Gen Type-A, 4 x USB 2.0
  • DisplayPort (DP): 2
  • Mini DisplayPort: No
  • VGA/D-Sub: No
  • Audio Port: Combo

উল্লেখ্য, মূল ডেস্কটপটির সাথে USB Keyboard ও Mouse অন্তর্ভুক্ত রয়েছে। তবে সাথে কোন মনিটর থাকছে না।

About

Marketing & Communications Ryans Computers