Posted On June 30, 2022 By In Slider, Uncategorized With 559 Views

Sales Manual For Gaming Steaming Device

Item Type: 17 TV & Video Streaming | Sub-Type: 04 Game Streaming

কম্পিউটার, ল্যাপটপ, বিভিন্ন গেমিং কনসোল (xbox, ps4), ক্যামেরা ইত্যাদি দিয়ে স্ট্রিমিং কিংবা রেকর্ড করার কাজ অনেকেই করে থাকেন। এইসব মাধ্যম দিয়ে কন্টেন্ট ক্যাপচার করার জন্য ব্যবহৃত হয় এই  স্ট্রিমিং কার্ড বা ক্যাপচার কার্ড।

মূলত Capture card এর কাজ হচ্ছে পিসি, ল্যাপটপ, টিভি, গেমিং কনসোল ইত্যাদি থেকে ভিডিও আউটপুট সিগন্যাল Capture করে নেওয়া। 

পিসি কিংবা ল্যাপটপে স্ট্রিমিং এর সময় স্ক্রিন ক্যাপচার বা স্ক্রিন রেকর্ডিং যে কাজটা থাকে তা খুবই heavy টাস্ক হয়। এটির ফলে যে Load তৈরি হয় তা আপনার প্রসেসরের উপর কিংবা আপনার গ্রাফিক্স কার্ডের উপর দিয়ে যায়। Capture card এই Load টা নিয়ে নেয় এবং আপনি সাবলীলভাবে আপনার গেমিং করতে পারেন। অর্থাৎ স্ট্রিমিং ভালোভাবে হয় আর গেমিং এর ব্যাপারেও আপনাকে কোন আপস করতে হয় না।

Capture card দিয়ে যা করা যায় – 

  • Streaming করতে পারবেন
  • Gameplay রেকর্ড করে পরবর্তীতে আপনার ইউটিউব কিংবা বিভিন্ন চ্যানেলে দিতে পারবেন 
  • পছন্দের টিভি শো থাকলে এই Capture card এর মাধ্যমে রেকর্ড করতে পারেবেন

Capture card ব্যবহারে সুবিধা –

  • আপনার গেমিং lag করবে না 
  • স্ট্রিমিং হবে smooth 
  • Streaming কোয়ালিটি হবে দারুন
  • Recording করা যাবে নির্বিঘ্নে 

Product Id: 17.04.008.09
Avermedia GC311 Live Gamer Mini Game Capture Card
বাজেট গেমারদের জন্য গেম স্ট্রিমিং -এ দারুন এক চয়েজ এই ক্যাপচার কার্ড। এছাড়া গেমপ্লে রেকর্ডিং ও কোন টিভি শো রেকর্ডিংও করতে পারবেন এটি দিয়ে।

যেভাবে কানেক্ট করবেনঃ
Avermedia GC311 Live Gamer Mini তে তিনটি পোর্ট থাকে। 

  • HDMI In
  • HDMI Out
  • USB 2.0 

প্রথমেই Capture card এর সাথে দেওয়া মাইক্রো USB ক্যাবলটি একপ্রান্ত ক্যাপচার কার্ডে আর আরেক প্রান্ত  পিসির USB পোর্টের সাথে কানেক্ট করে দিতে হবে। তারপর গ্রাফিক্স কার্ডের সাথে কানেক্ট করতে হবে HDMI In আর মনিটরের সাথে কানেক্ট হবে HDMI Out (Pass Through) পোর্ট।    

এরপর Live Gamer Mini  এর নিজস্ব সফটওয়্যার RECentral ব্যবহার করে আপনি সহজেই স্ট্রিমিং, গেমপ্লে রেকর্ডিং, কোন টিভি শো রেকর্ডিং ইত্যাদি করতে পারবেন। 

*Avermedia এর ওয়েবসাইট থেকে আপনি সহজেই RECentral সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন।

সাইজের তুলনায় এই Capture Card টি বেশ শক্তিশালী। H.264 hardware encode তৈরি করা আছে এর core এর সাথে। Compact form factor এর কারনে এটিকে সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায় এবং প্রয়োজন অনুসারে setup করা যায়। এই GC311 Live Gamer Mini দিচ্ছে 100% zero latency Full HD, ফলে গেমের অভিজ্ঞতা ভালো পাবেন।

Product Id: 17.04.008.09
 

  • USB 2.0, HDMI Out. HDMI In 
  • Capture Resolution (Pixel) 1080p
  • Windows 10, macOS supported 

Price: 12,800 TK 

Product Id: 17.04.008.10

Avermedia GC551 Live Gamer Extreme 2 Game Capture Card

এই ক্যাপচার কার্ড দিয়েও স্ট্রিমিং, গেমপ্লে রেকর্ডিং ও কোন টিভি শো রেকর্ডিংও করতে পারবেন।

যেভাবে কানেক্ট করবেনঃ 

Avermedia GC551 Live Gamer Extreme 2 তে তিনটি পোর্ট থাকে। 

  • HDMI In
  • HDMI Out
  • USB 3.0 

প্রথমেই Capture card এর সাথে দেওয়া মাইক্রো USB ক্যাবলটি একপ্রান্ত ক্যাপচার কার্ডে আর আরেক প্রান্ত  পিসির USB পোর্টের সাথে কানেক্ট করে দিতে হবে। তারপর গ্রাফিক্স কার্ডের সাথে অথবা গেমিং কনসোল ব্যবহার করলে কনসোলের সাথে কানেক্ট করতে হবে HDMI In আর মনিটরের সাথে কানেক্ট হবে HDMI Out (Pass Through) পোর্ট।

এরপর Live Gamer Extreme 2  এর নিজস্ব সফটওয়্যার RECentral ব্যবহার করে আপনি সহজেই স্ট্রিমিং, গেমপ্লে রেকর্ডিং, কোন টিভি শো রেকর্ডিং ইত্যাদি করতে পারবেন। এছাড়া আপনি OBS Software ব্যবহার করেও স্ট্রিমিং, গেমপ্লে রেকর্ডিং কিংবা টিভি শো রেকর্ড করতে পারবেন। 

*Avermedia এর ওয়েবসাইট থেকে আপনি সহজেই RECentral সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন।

Live Gamer Extreme 2 আপনাকে uncompressed data এবং  stream ক্যাপচার করে দিতে পারবে near-zero latency তে। এছাড়া এতে 2160p Capture Resolution (Pixel) পেয়ে যাচ্ছেন। কোন ধরনের lag ছাড়াই গেমাররা সিঙ্গেল পিসি দিয়ে যেকোন গেম খেলতে ও স্ট্রিমিং করতে পারবে। এছাড়া RECentral এর মত  Streaming software এর support তো থাকছেই।
Product Id: 17.04.008.10

  • USB, HDMI interface(s) 
  • Capture Resolution (Pixel) 2160p
  • Ultra-Low Latency
  • Price: 14,900 TK 

Product Id: 17.04.008.12

Avermedia GC553 Live Gamer Ultra Game Capture Card

এই ক্যাপচার কার্ড দিয়েও স্ট্রিমিং, গেমপ্লে রেকর্ডিং ও কোন টিভি শো রেকর্ডিংও করতে পারবেন। 

যেভাবে কানেক্ট করবেনঃ 

Avermedia GC553 Live Gamer Ultra তে তিনটি পোর্ট থাকে। 

  • HDMI 2.0 In Port
  • HDMI 2.0 Out Port 
  • USB 3.1 Type C Port  

প্রথমেই Capture card এর সাথে দেওয়া মাইক্রো USB ক্যাবলটি একপ্রান্ত ক্যাপচার কার্ডে আর আরেক প্রান্ত  পিসির USB পোর্টের সাথে কানেক্ট করে দিতে হবে। তারপর গ্রাফিক্স কার্ডের সাথে অথবা গেমিং কনসোল ব্যবহার করলে কনসোলের সাথে কানেক্ট করতে হবে HDMI 2.0 In আর মনিটর/টিভির সাথে কানেক্ট হবে HDMI 2.0 Out (Pass Through) পোর্ট।

এরপর Live Gamer Ultra  এর নিজস্ব সফটওয়্যার RECentral ব্যবহার করে আপনি সহজেই স্ট্রিমিং, গেমপ্লে রেকর্ডিং, কোন টিভি শো রেকর্ডিং ইত্যাদি করতে পারবেন। এছাড়া আপনি OBS Software ব্যবহার করেও স্ট্রিমিং, গেমপ্লে রেকর্ডিং কিংবা টিভি শো রেকর্ড করতে পারবেন।

*Avermedia এর ওয়েবসাইট থেকে আপনি সহজেই RECentral সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন।

নামের মতোই এটি আপনাকে new generation ক্যাপচার কার্ডের সাপোর্ট দিবে। এটিতে পেয়ে যাচ্ছেন 4K Capture সুবিধা, সাথে সাথে এই ডিভাইজ 240hz refresh rate পর্যন্ত ভিডিও  সিগন্যাল ক্যাপচার  করতে সক্ষম।

Product Id: 17.04.008.12

  • HDMI Ports 2 x HDMI IN, 1 x HDMI OUT
  • PCI-Express, HDMI interface(s) 
  • Supporting 4K HDR pass-through
  • High Frame Rate Capture Ability

Price: 19,990 TK 

Product Id: 17.04.008.13

Avermedia GC570 Live Gamer HD 2 Internal Game Capture Card

এটি একটি ইন্টারনাল ক্যাপচার কার্ড যা পিসির ভিতরে সেট করতে হয়। অর্থাৎ Avermedia এর অন্যান্য এক্সটারনাল বা বাইরে সেট করা ক্যাপচার কার্ডের মত না এটি। 

যা যা থাকছে – 

  • Capture Card 
  • HDMI Cable  
  • 3.5mm Audio Cable 

উল্লেখ্য এই ক্যাপচার কার্ডে কোন ড্রাইভার এর ঝামেলা নেই। PCIe slot থাকায়  Plug-and-Play এর মাধ্যমে কোন ড্রাইভ ছাড়াই গেম খেলতে পারবেন। এটিতে PCIe slot থাকায় সরাসরি এটি পিসিতে সেট করতে হবে।

 

যেভাবে কানেক্ট করবেনঃ
Avermedia GC570 Live Gamer HD 2 চারটি পোর্ট থাকছে। 

  • HDMI In Port
  • HDMI Out Port 
  • Audio Port In
  • Audio Port Out 

প্রথমেই গ্রাফিক্স কার্ডের HDMI Out পোর্টে একটা HDMI Cable লাগাতে হবে আর এই ক্যাবলের অন্য প্রান্তটা লাগবে  Capture card এর HDMI In  পোর্টে। আর  Capture card এর HDMI Out  পোর্ট যাবে মনিটরে।

উল্লেখ্য, যাদের কাছে গেমিং কনসোল (playstation, xbox) আছে, তাদের জন্য এই ক্যাপচার কার্ড বেশি কার্যকর। স্ট্রিমিং করতে হলে তাদের জন্য অন্য কোন অপশনও থাকে না। এক্ষেত্রে ব্যবহারকারীরা একটি সেকেন্ডারি পিসির সাহায্যে কনসোল থেকে HDMI Out নিয়ে এই ক্যাপচার কার্ডের সাহায্যে Twich, Youtube, Facebook ইত্যাদি প্ল্যাটফর্মে খুব সহজেই স্ট্রিমিং করতে পারে।

আর পিসি দিয়ে স্ট্রিমিং করার ক্ষেত্রে একটি সেকেন্ডারি পিসি থাকলে সবচেয়ে। সিঙ্গেল পিসির পার্ফরমেন্স এতে ভালো পাওয়া যায় না। এক্ষেত্রে প্রথম পিসিতে আপনি নরমালি গেম খেলবেন আর সেকেন্ডারি পিসি আপনার স্ট্রিমিং এর চাপটা নিবে।

এছাড়া মোবাইল দিয়েও কেউ যদি ভালো কোয়ালিটির স্ট্রিমিং করতে চায়, তারাও এই ক্যাপচার কার্ড ব্যবহার করতে পারে। 

এই প্রোডাক্ট -এ পেয়ে যাচ্ছেন 1080p 60fps Uncompressed Video ক্যাপচার করার সুবিধা। Speed এবং Quality বজায় রেখে এটি uncompressed videos ক্যাপচার করার মাধ্যমে আপনার পিসি অপারেশন্সকে আরও সহজ করে তোলে। Product Id: 17.04.008.13

  • HDMI Ports 2 x HDMI IN, 1 x HDMI OUT
  • PCI-Express, HDMI interface(s) 
  • Capture Resolution (Pixel) 2160p

Price: 16,450 TK
Product Id: 17.04.008.14

Avermedia GC570D Live Gamer Duo Internal Game Capture Card

এটিও Avermedia এর একটি ইন্টারনাল ক্যাপচার কার্ড যেখানে আপনি পাবেন ডুয়েল HDMI ইনপুট।


সাধারণত Capture Card গুলোতে একটি HDMI ইনপুট এবং একটি HDMI আউটপুট থাকে। কিন্তু এই Live Gamer Duo GC570D তে আপনি পাচ্ছেন ২টি HDMI ইনপুট এবং ১টি HDMI আউটপুট। অনেক গেমাররা এখন ওয়েবক্যামের বদলে DSLR ক্যামেরা ব্যবহার করে থাকেন ভালো পার্ফরমেন্স পাওয়ার জন্য। এক্ষেত্রে তাদের ২টি ইনপুট দরকার হয়।

যেভাবে কানেক্ট করবেনঃ
প্রথমেই আপনার ক্যাপচার কার্ডটি আপনার মাদারবোর্ডের PCIe slot এ বসিয়ে নিন। গেমিং কনসোল ও  ক্যামেরার সাথে কানেক্ট করার আগে কিছু বিষয় খেয়াল করতে হবে। এক, আপনার গেমিং কনসোলের ‘Enable HDCP’ প্রটেকশনটি যেন turn off  করা থাকে। দুই, ক্যামেরার  HDMI Output যেন off করা থাকে।

  • প্রথমেই গেমিং কনসোলের HDMI Out কে সংযুক্ত করুন   Live Gamer Duo এর HDMI In 1 এর সাথে 
  • এবার Live Gamer Duo এর  HDMI Out 1 কে যুক্ত করুন মনিটরের HDMI এর সাথে। 
  • ক্যামেরার HDMI Out কে যুক্ত করুন Live Gamer Duo এর HDMI In 2 এর সাথে

এই কানেকশনগুলো হয়ে যাওয়ার পর Avermedia এর ওয়েবসাইটে গিয়ে Support অপশন থেকে  ওদের নিজস্ব হাব Assist Central ডাউনলোড করে নিন। এই Assist Central থেকে আপনি ওদের সকল ধরনের ড্রাইভার, firmware কিংবা প্রয়োজনীয় আপডেট ডাউনলোড করতে পারবেন।  ড্রাইভার সাকসেসফুলি ইন্সটল হয়ে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে  Live Gamer Duo এর RGB light জ্বলে উঠবে।

এবার, RECentral কিংবা  OBS যেকোন পছন্দসই সফটওয়্যার ব্যবহার করে আনন্দে শুরু করে দিন  গেম স্ট্রিমিং।

Product Id: 17.04.008.14

  • HDMI Ports 2 x HDMI IN, 1 x HDMI OUT
  • PCI-Express, HDMI interface(s) 
  • Capture Resolution (Pixel) 2160p
    Price: 22,900 TK 

Product Id: 17.04.008.15

Avermedia BU110 ExtremeCap UVC Video Capture Card

মূলত DSLR Camera ও বিভিন্ন ধরনের ভিডিও ক্যামকর্ডার ব্যবহার করে আপনার স্ট্রিমিং এক্সপেরিয়েন্স আরও সুন্দর করতে  Avermedia এই Capture Card টি এনেছে। এছাড়া এই ক্যাপচার কার্ড দিয়ে আপনি mobile এর মাধ্যমেও streaming করতে পারবেন। এটির plug and play ডিজাইন আপনাকে দিবে flexible  streaming experience. এই ক্যাপচার কার্ডটি আপনি পরিচিত streaming software যেমন OBS, XSplit, RECentral ইত্যাদির সাথে ব্যবহার করতে পারবেন।

যেভাবে ক্যামেরার সাথে কানেক্ট করবেনঃ 

উল্লেখ্য অন্যায় ক্যাপচার কার্ডের মত এখানে HDMI Out এর পোর্ট নেই। এখানে আপনি ১টি USB পোর্ট এবং ১টি  HDMI পোর্ট পাচ্ছেন। এছাড়া সব ধরনের  Camera এর সাথে  Compatible এটি নাও হতে পারে। তাই কেনার আগে আপনার ক্যামেরার সাথে চেক করে নিন।

১) প্রথমেই Camera এর  HDMI Out  পোর্ট খুঁজে বের করুন


২) তারপর Camera এর  HDMI Out  পোর্ট যুক্ত করুন মনিটরের সাথে

৩) এক্ষেত্রে Camera এর No Display Info অপশনটি  Turn ON করতে হবে। এভাবে আপনার Camera এর কানেক্টিভিটিটা কমপ্লিট হবে।
এছাড়া পিসি/ল্যাপটপের পরিবর্তে যারা মোবাইল দিয়ে স্ট্রিমিং করতে চায় তারাও  একইভাবে কানেক্ট করতে পারবেন এই ক্যাপচার কার্ড। এক্ষেত্রে মোবাইলের সাথে যুক্ত করতে আপনার বাড়তি হিসেবে একটি OTG Cable লাগবে।

Product Id: 17.04.008.15

  • Interface(s) USB Type-C, HDMI
  • Capture Resolution (Pixel) 1080p
  • USB Type-C, HDMI interface(s) 

Price: 12,150 TK 

Product id: 17.04.470.03

Corsair Elgato Cam Link 4K 

Streaming experience সাবলীল করতে দারুণ এক প্রোডাক্ট এই Corsair Elgato Cam Link 4K. এই Cam Link 4K আপনার ক্যামেরা, ক্যামকর্ডার কিংবা ওয়েবক্যামকে খুব দারুনভাবে আপনার পিসি কিংবা ম্যাকের সাথে যুক্ত করে। এটি দিয়ে streaming করার সময় আপনি পেয়ে যাচ্ছেন 1080p এবং 4K তে capture করার সুবিধা। এছাড়া এতে capture resolution পেয়ে যাচ্ছেন 2160p এর।    

যেভাবে ক্যামেরার সাথে কানেক্ট করবেনঃ 

যা থাকবে – Cam Link 4K, USB Extender 

১)  Cam Link 4K USB Connector অংশটি সরাসরি আপনার ল্যাপটপ/পিসির মাদারবোর্ডের সাথে কানেক্ট করুন। অনেক সময় পিসি/ল্যাপটপে প্রয়োজনীয় USB Port না থাকলে আপনি USB Extender টি ব্যবহার করতে পারেন।
২) এবার আপনার ক্যামেরার HDMI ক্যাবলটি যুক্ত করুন এই  Cam Link 4K এর HDMI পোর্টের সাথে।

কোন আলাদা সফটওয়্যার, ড্রাইভার ইত্যাদির কোন ঝামেলা নেই এই Cam Link 4K এ। ক্যামেরার সাথে কানেক্ট করার পর OBS সফটওয়্যার ব্যবহার করে খুব সহজেই আপনি  Skype, Youtube, Zoom  ইত্যাদির জন্য স্ট্রিমিং করতে পারবেন। 

Product id: 17.04.470.03

  • Supports up to 4K 30p Resolution
  • 2160p Capture Resolution (pixel)  
  • USB, HDMI interface(s) 
  • Use for DSLR, camcorder, or action cam to PC or Mac
  • Price: 10,000 TK 

Product id: 17.04.470.04
Corsair Elgato Game Capture HD60 S+ 

Corsair Elgato HD60 S+ একটি এক্সটারনাল ক্যাপচার কার্ড যা আপনার পিসি/ল্যাপটপ, গেমিং কনসোল, ক্যামেরা ইত্যাদি দিয়ে স্ট্রিমিং কিংবা রেকর্ড করার কাজ করতে পারবেন। এতে 1080p ও 4K ক্যাপচারের সাথে সাথে পেয়ে যাচ্ছেন HDR10 ক্যাপচার সুবিধা যা আপনাকে দিবে হাই ডাইনামিক রেঞ্জ। ফলে আপনি অধিকতর ভালো brightness, contrast এবং color accuracy পেয়ে যাবেন।  

যা যা থাকছে – 

  • Capture Card 
  • HDMI Cable  
  • USB Type -C Cable 
  • Analog Audio In Port 

যেভাবে কানেক্ট করবেনঃ
Corsair Elgato HD60 S+ তে তিনটি পোর্ট থাকছে। এগুলো হলো –  

  • HDMI In Port
  • HDMI Out Port
  • USB Type-C Port 

প্রথমেই Capture card এর সাথে দেওয়া মাইক্রো USB ক্যাবলটি একপ্রান্ত ক্যাপচার কার্ডে আর আরেক প্রান্ত  পিসি/ল্যাপটপের USB পোর্টের সাথে কানেক্ট করে দিতে হবে। তারপর গ্রাফিক্স কার্ডের সাথে অথবা গেমিং কনসোল ব্যবহার করলে কনসোলের সাথে কানেক্ট করতে হবে HDMI In আর মনিটর/টিভির সাথে কানেক্ট হবে HDMI Out (Pass Through) পোর্ট।

Product id: 17.04.470.04

  • 1080p 60fps HDR Capture
  • 4K 60fps HDR10 High fidelity Game Recorder
  • 2160p Capture Resolution 
  • Instant Gameview 
  • Flashback Recording, Live Commentary 

Price: 15,500 TK 

Product id: 17.04.470.05

Corsair Elgato Stream Deck 
Stream Deck হচ্ছে মূলত একধরনের Stream Controller. এটি আপনার Stream প্রক্রিয়া সঞ্চালনের জন্য সকল ধরনের control unit কে কেন্দ্রীভূত করে এবং একটি টুলে পরিণত করে। এটিকে একধরনের USB Keypad ও বলা যায় যেখানে LCD Keys পেয়ে যাচ্ছেন যা দিয়ে আপনি আপনার assign করা  custom icons আপলোড করতে পারবেন। আর এতে বেশকিছু ফিচার পেয়ে যাবেন যা LCD Keys গুলোকে প্রতিনিয়ত আপডেট করে এবং আপনাকে রিয়েল টাইম ফিডব্যাক দিয়ে থাকে।  

Elgato Game Capture, OBS, Twitch, Twitter, TipeeeStream, XSplit, YouTube এবং আরও টুল এই Stream Deck দ্বারা নিয়ন্ত্রন করা যায়। যার ফলে Stream করার সময় আপনি scenes, media, audio sources ইত্যাদি আপনি সহজেই কন্ট্রোল করতে পারবেন এর LCD Keys দিয়ে।

  • USB interface
  • 15 Programmable LCD Keys
  • Switch Scenes and Launch Media
  • Adjust Audio
  • Visual Feedback Confirms Commands

Price: 13,500 TK 
বিশেষ দ্রষ্টব্যঃ কোন ধরনের ঘোষণা ছাড়াই আমাদের এই পণ্যগুলোর দাম পরিবর্তিত হতে পারে

About

Marketing & Communications Ryans Computers