Posted On January 7, 2021 By In Product Review, Sales Manual, Slider With 544 Views

RGB Power Supply

Thermaltake Smart BX1 RGB

Thermaltake ব্র্যান্ডের Smart BX1 RGB পাওয়ার সাপ্লাই এর কনফিগারেশন এবং এক্সক্লুসিভ ফিচার সম্পর্কে নিচে তুলে ধরা হল।

10 LED RGB fan

80 প্লাস সার্টিফাইড নন-মডুলার পাওয়ার সাপ্লাইটিতে 256 কালার 10 LED RGB fan সাপোর্ট করে।

Power

এই পাওয়ার সাপ্লাইটি 550W (55.01.269.92), 750W (55.01.269.94),  পর্যন্ত পাওয়ার ডেলিভার করতে পারে। এতে এয়ার ফ্লো এর জন্য রয়েছে উন্নত ব্যবস্থা। পাশাপাশি রয়েছে তিনটি lighting modes, 7 color options, একটি built-in memory function। এই পাওয়ার সাপ্লাইটির ইনপুট কারেন্ট 10A পর্যন্ত এবং এটি থেকে 50Hz ফ্রিকুয়েন্সি পাওয়া যায়।

10 RGB LEDs Preinstalled

120mm ফ্যানে 10 RGB LEDs আগে থেকেই ইন্সটাল করা থাকবে, যা 7 colors display দিতে সক্ষম। এছাড়া এতে তিনটি illumination mode সহ Pulse, Full-lighted, RGB Cycle, এবং একটি LED Off mode রয়েছে।

One Button to Your Desired Color

এর একটি RGB lighting button এর মাধ্যমে পছন্দমত কালার সিলেক্ট করা যাবে। এর বিলট-ইন-মেমোরি ফাংকশন সেই ব্যবহৃত কালার সেভ করে পিসিকে বুস্ট করে।

Ultra-Quite 120mm Hydraulic Bearing Fan

120mm Hydraulic Bearing ফ্যান RPM কন্ট্রোল করে কুলিং পারফরমেন্সকে আরও ভালো করে।

80 mV Low Ripple Noise

80 mV Low Ripple Noise ফিচার থাকায় এটি হাই কোয়ালিটির পাওয়ার সাপ্লাই করতে পারে।

Connectors and others

(55.01.269.92)

এই নন মডুলার পাওয়ার সাপ্লাই এ ছয়টি SATA Power,  দুইটি PCIe, একটি EPS, একটি Floppy, একটি ATX, এবং চারটি 4-Pin Peripheral Connectors রয়েছে।

(55.01.269.94)

এই নন মডুলার পাওয়ার সাপ্লাই এ আটটি SATA Power, চারটি PCIe, একটি EPS, একটি Floppy, একটি ATX, এবং চারটি 4-Pin Peripheral Connectors রয়েছে।

 

 

এতে High Quality Japanese Main Capacitor রয়েছে। এছাড়া এই পাওয়ার সাপ্লাই এর MTBF 100,000 ঘণ্টা।

 

Corsair CX-F RGB Series CX650F

55.01.470.76

CX-F RGB Series সিরিজের ফুল মডুলার পাওয়ার সাপ্লাইটির স্পেসিফিকেশন এবং কনফিগারেশন নিচে তুলে ধরা হল।

RGB fan

পাওয়ার সাপ্লাইটিতে আটটি RGB LED রয়েছে। এতে রয়েছে 120mm RGB fan যা সুন্দর আলো দেয়।

Current-Voltage

এই পাওয়ার সাপ্লাই 10 – 5 A কারেন্ট সাপ্লাই করে এবং এর ইনপুট ভোল্টেজ 12V। এটি থেকে 47 – 63 Hz ফ্রিকুয়েন্সি পাওয়া যায়। ওভার ভোল্টেজ প্রোটেকশন থাকায় ভোল্টেজ জনিত সমস্যা থেকে ডিভাইসকে রক্ষা করবে।

Power

80 Plus Bronze Certified এই পাওয়ার সাপ্লাই 650W পর্যন্ত পাওয়ার কঞ্জিউম করতে পারে। এর MTBF 100,000 ঘণ্টা।

Connector

এতে সাতটি SATA Power, চারটি PCIe, দুইটি EPS, এবং একটি ATX Main Connector রয়েছে।

 

 

 

 

About

Marketing & Communications Ryans Computers