Posted On January 6, 2021 By In Product Review, Sales Manual, Slider With 530 Views

Asus RS300

Asus RS300

85.02.006.05

Asus RS300 মডেলের সার্ভারটির স্পেসিফিকেশন নিচে তুলে ধরা হল।

প্রসেসর

সার্ভারটির Intel Xeon E-2236 Turbo প্রসেসরে 6C/12T, 12M Cache রয়েছে যা থেকে 3.4GHz-4.8GHz ক্লকস্পিড পাওয়া যাবে।

স্টোরেজ

এতে স্টোরেজ হিসেবে রয়েছে 16GB DDR4 2666MT/s UDIMM non ECC র‍্যাম যা 128GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।  এতে চারটি র‍্যাম স্লট এবং চারটি বে রয়েছে।  এছাড়া এতে দুইটি 1TB 7.2K RPM SATA 6Gbps 3.5in Hard Drive রয়েছে।

গ্রাফিক্স

জিপিইউ হিসেবে এতে রয়েছে 32MB VRAM Aspeed AST2500 Graphics।

কানেক্টিভিটি এবং অন্যান্য

এই 1U Rack সার্ভারে কানেক্টিভিটির অপশন হিসেবে রয়েছে দুইটি USB 3.0, দুইটি USB 3.1, একটি VGA Port, এবং চারটি RJ-45 ports। এছাড়া এতে একটি Slim-type Optical Drive Bay, দুইটি SSD Internal SSD Bays, এবং দুইটি M.2 রয়েছে।  পাশাপাশি রয়েছে x8 Gen3 Link এর একটি PCI-E x16, এবং একটি PCI-E x8।

নেটওয়ারকিং

এতে নেটওয়ার্ক এর জন্য Quad Port Intel I210AT LAN রয়েছে।

পাওয়ার সাপ্লাই

সার্ভারটিতে 1+1 Redundant 80 Gold PLUS Bronze Power Supply রয়েছে যা 300W পাওয়ার কনজিউম করতে পারে।

About

Marketing & Communications Ryans Computers