Posted On February 18, 2020 By In Product Review, Slider With 1320 Views

FAQ | POS Printer

POS Printer সম্পর্কিত কিছু সাধারণ প্রশ্নোত্তর

POS Printer –এ কি ধরণের পেপার ব্যবহার করা হয়? পেপার এবং প্রিন্ট সাইজ কত হয়?
উত্তর: POS Printer –এর প্রিন্টের জন্য স্ট্যান্ডার্ড পেপার সাইজ হচ্ছে 3 1/8″ x 230’।

POS Printer –এ inventory software –এর সাথে সাপোর্টেড কোন বিষয় আছে? নাকি যে কোন POS Printer সাপোর্ট করবে?
উত্তর: যেসব মডেলের POS Printer inventory software সমর্থন করে, সেগুলো দিয়ে সরাসরি প্রিন্ট করা সম্ভব।

POS Printer দিয়ে barcode & QR code প্রিন্ট হবে কি না?
উত্তর: হ্যাঁ, barcode & QR code প্রিন্ট হবে।

POS Printer –এ LAN port থাকলে একাধিক কম্পিউটার থেকে প্রিন্ট করা যাবে কিনা?
উত্তর: LAN সমর্থিত POS Printer-এ একই সাথে একাধিক কম্পিউটার থেকে কাজ করা যাবে।

POS Printer –এ স্মার্টফোন থেকে প্রিন্ট হবে কিনা?
উত্তর: কিছু নির্দিষ্ট মডেলের POS Printer স্মার্টফোন সমর্থন করে, যেগুলো থেকে সরাসরি স্মার্টফোন থেকেই প্রিন্ট করা সম্ভব।

POS Printer –এর প্রিন্ট পেপার/রোল রায়ান্সে পাওয়া যাবে কি না?
উত্তর: এই মুহুর্তে রায়ান্সের স্টকে POS Printer পেপার নেই।

POS Printer –এ ইন্টারনেট কানেকশন দিয়ে প্রিন্ট করা যাবে কি না?
উত্তর: Wi-Fi সমর্থিত POS Printer-এ ইন্টারনেট সংযোগ দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব।

POS Printer –এ কোন ড্রাইভার সিডি দিয়ে থাকে না কেন?
উত্তর: কিছু কিছু POS Printer –এর সাথে ড্রাইভার সিডি থাকলে অনেক মডেলের সাথে এটি থাকে না। সেক্ষেত্রে প্রতিষ্ঠানটির সুনির্দিষ্ট মডেলের POS Printer ড্রাইভারের সফট কপি থেকে সাপোর্ট নেয়া যায়।

POS Printer –এ কি ধরনের পেপার ব্যবহার করা হয়?
উত্তর: POS Printer মূরত দুই ধরণের পেপার ব্যবহার করা হয়। 1) Direct Thermal, 2) Thermal Transfer।

পেপার এর সাইজ কত?
উত্তর: POS Printer –এর প্রিন্টের জন্য স্ট্যান্ডার্ড পেপার সাইজ হচ্ছে 3 1/8 inches (80mm)।

প্রিন্ট সাইজ এবং রেঞ্জ কত?
উত্তর: ক্লায়েন্ট তার প্রয়োজন অনুসারে প্রিন্ট সাইজ ঠিক করেন। তবে 3 1/8 inches (80mm) সাইজের পেপারের জন্য স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 2.85 inches (72mm)।

POS Printer –এ থেকে কি Barcode এবং QR code প্রিন্ট হবে?
উত্তর: POS Printer দিয়ে Barcode এবং QR code উভয়ই প্রিন্ট হয়।

POS Printer –এ লিনাক্স OS -এ কাজ করবে? যদি কাজ করে তাহলে প্রিন্টারের Driver কি একই থাকবে নাকি আলাদা Driver or software  এর প্রয়োজন হবে?
উত্তর: Linux সমর্থিত POS Printer –এ লিনাক্স OS-এ কাজ করবে। সেক্ষেত্রে Driver -এ ও সেই সেটিংস থাকবে।

A4 Size এর PDF 80MM এ convert করে প্রিন্ট করা যাবে? যদি যায় তাহলে কোন software এর প্রয়োজন হবে?
উত্তর: গুগল বা বিভিন্ন কনভার্টিং সফটওয়্যার দিয়ে A4 পেইজের টেক্সট 80MM সাইজে কনভার্ট করে POS Printer-এ প্রিন্ট করা যায়।

কানেক্টিভিটির দিক থেকে POS Printer কত রকম?
উত্তর: কানেক্টিভিটির দিক থেকে POS printer- USB, LAN, Parallel, Serial হয়ে থাকে।

বিভিন্ন অপারেটিং সফটওয়্যার যেমন- Windows, MAC, Linux –এ POS Printer সাপোর্ট করে কিনা?
উত্তর: মডেলভেদে বিভিন্ন POS printer Windows, MAC, Linux অপারেটিং সফটওয়্যারের উপযোগী হিসেবে তৈরি হয়

About

Marketing & Communications Ryans Computers