Posted On February 18, 2020 By In Product Review, Slider With 975 Views

FAQ | CARD Printer

Card printer সম্পর্কিত কিছু সাধারণ প্রশ্নোত্তর

Card printer- এর হেডগুলোর দাম কত এবং হেড এর ডিউটি সার্কেল কত?
উত্তর: মডেল ও কোয়ালিটিভেদে বিভিন্ন দামের কার্ড প্রিন্টার হেড পাওয়া যায়। এন্ট্রি লেভেল হেড ২২ হাজার থেকে শুরু হয়। একটি হেড দিয়ে সাধারণত এক লক্ষের মত কার্ড প্রিন্ট করা যায়। তবে প্রতি ১ হাজার প্রিন্ট করার পর Head Cleaner দিয়ে হেড পরিষ্কার করে নিতে হয়। Head Cleaner এর দাম মোটামুটি ১২০০ টাকার মত।

Card printer-এ কত সাইজের কার্ড সাপোর্ট করবে?
উত্তর: Card printer–এর স্ট্যান্ডার্ড সাইজ 85.60 × 53.98 mm।

এমন কোন Card printer- আছে কি না, যাতে Amboss & Lamination করা যায়?
উত্তর: একই সাথে Amboss & Lamination করার মেশিন নেই। তবে কিছু Card printer-এ ল্যামিনেশন অপশন রয়েছে। Amboss করার জন্য আলাদা মেশির প্রয়োজন।

Card printer-এর ট্রে’তে কতগুলো কার্ড ধরে?
উত্তর: সাধারণ Card printer-ট্রে’তে প্রায় ১০০টি’র মত কার্ড ধরে। তবে এই সংখ্যা নির্ভর করে কার্ডের পুরত্বের উপর। হাই-এন্ড Card printer-এর সাথে বাড়তি একটি ট্রে থাকে যাতে প্রায় ৫০০ কার্ড ধরে।

প্রতিটি কার্ড প্রিন্ট হতে কত সময় লাগে?
উত্তর: কার্ড প্রিন্ট হবার বিষয়টি মেশিনের প্রিন্ট ক্যাপাসিটির উপর নির্ভর করে। সাধারণ মানের একটি কার্ড প্রিন্টারে একপাশে ঘন্টায় ৫০০ সাদাকালো কার্ড প্রিন্ট করা সম্ভব। যেখানে রঙিন এবং উভয় পাশে প্রিন্ট হতে পারে ১৫০টির মত।

ডুপ্লেক্স প্রিন্ট (উভয় পিঠ) প্রিন্ট করা যায় কি?
উত্তর: হ্যাঁ কার্ডের উভয় পাশেই প্রিন্ট করা সম্ভব।

কালার কার্ড প্রিন্টের ক্ষেত্রে কয়টি Ribbon লাগে?
উত্তর: Card printer-সাদাকালো ও রঙিন এ দুই ধরণের Ribbon থাকে। যেকোন ধরণের প্রিন্টের ক্ষেত্রে একটি Ribbon ব্যবহার করতে হয়।

একটি Ribbon দিয়ে সর্বোচ্চ কতটি কার্ড প্রিন্ট করা সম্ভব?
উত্তর: Ribbon ক্যাপাসিটি অনুযায়ী এর প্রিন্টসংখ্যা কমবেশি হয়। সাধারণত ৫০০ থেকে শুরু করে বিভিন্ন সংখ্যায় প্রিন্ট হয়ে থাকে।

একই সাথে কয়েকটা PC থেকে  প্রিন্ট করা যাবে? যদি যায় তাহলে সেটা কি Normal প্রিন্টারের মত IP Sharing System এ নাকি আলাদা System আছে?
উত্তর: Wi-Fi অথবা LAN সমর্থিত Card printer দিয়ে একাধিক কম্পিউটারের সাথে কানেক্ট করে Card printer-এ কাজ করা যায়।

Barcode/QR code/Software সহ প্রিন্ট সম্ভব কি না?
উত্তর: যেহেতু Card printer একটি প্রিন্টার, সুতরাং যেকোন ডিজাইন এর দ্বারা প্রিন্ট করা সম্ভব।

About

Marketing & Communications Ryans Computers