Posted On February 18, 2020 By In Product Review, Slider With 1226 Views

FAQ | Barcode Scanner

Processor বডিতে থাকা QR code স্ক্যান করার Barcode Scanner কি রায়ান্সে আছে? থাকলে ডিভাইসটির মডেল কত?
উত্তর: কম্পিউটারের Processor –এ উপরে থাকা সূক্ষ্ম একটি QR code থাকে, তাতে প্রসেসর ও ব্র্যান্ড ইনফরমেশন দেয়া থাকে। এ ধরণের QR code স্ক্যানার রায়ান্সে আপাতত নেই।

Barcode Scanner -এর জন্য আলাদা করে হ্যান্ডেল কি পাওয়া যায়?
উত্তর: Barcode Scanner আলাদাভাবেও পাওয়া যায়। আপাতত রায়ান্সের স্টকে এটি নেই।

কোন কোন Barcode Scanner -এ QR কোড রিড করা যায়?
উত্তর: সাধারণত 2D Scanner -এ Barcode এবং QR code উভয়ই স্ক্যান করা যায়।

Barcode Scanner -এ সর্বোচ্চ কত ডিজিট Read করতে সক্ষম?
উত্তর: Single Barcode Scanner -এ সর্বোচ্চ 80টি ক্যারেক্টার রিড করা সম্ভব। অন্যদিকে 2D Scanner-এ 7079টি পর্যন্ত ক্যারেক্টার রিড করা সম্ভব।

Inventory Software কাজ করবে এমন কোন Barcode Scanner আছে কি?
উত্তর: মোবাইল ঘরানার যেসব স্ক্যানারে Wi-Fi রয়েছে, সেগুলো Inventory System –এ কাজ করে।

একটি বক্সের মধ্যে থাকা প্রোডাক্ট বের না করে সবগুলো কোড গুলো স্ক্যান করা যাবে, এমন স্ক্যানার কি আছে?
উত্তর: RFID scanner দিয়ে এ ধরণের স্ক্যানিং করা সম্ভব। এই স্ক্যানার বক্সের মধ্যে থাকা প্রত্যেকটি code এর ডেটা এন্ট্রি করতে সক্ষম। তবে সেসব কোড অবশ্যই RFID ফরম্যাটে তৈরি হতে হবে।

কোন কোন Barcode scanner অটো কাজ করবে?
উত্তর: কিছু Barcode scanner –এ অটো ফাংশন রয়েছে যা দিয়ে একই সাথে পাশাপাশি রাখা একাধিক কোড স্ক্যান করা সম্ভব।

একটি Barcode scanner সর্বোচ্চ কত দুরত্ব থেকে কাজ করতে পারে?
উত্তর: Barcode scanner লেজারের ধরণভেদে কাজের দুরত্ব নির্ভর করে। মোটা লেজারের গান scanner –এর স্ক্যানিং রেঞ্জ সবচেয়ে কম হয়ে থাকে। লেজার যত সূক্ষ্ম হয়, তার স্ক্যানিং রেঞ্জও তত বেশি হয়। বাংলাদেশের বাজারে Box scanner এর স্ক্যানিং রেঞ্জ 8-10 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে।

Barcode scanner কোন ধরণের মেমোরিতে ডেটা সংরক্ষণ করে?
উত্তর: Scanner –এর বিল্ট-ইন স্টোরেজ অথবা মডেলভেদে ডিভাইসের সাপোর্টেড সিস্টেমে ডেটা সংরক্ষণ করে থাকে।

Barcode scanner দিয়ে কি সরাসরি ক্লাউড সার্ভিসে ডেটা সংরক্ষণ করা সম্ভব?
উত্তর: মোবাইল ঘরানার যেসব স্ক্যানারে Wi-Fi রয়েছে, সেগুলো দিয়ে ক্লাউড সার্ভিস ও নিজস্ব স্টোরেজে ডেটা সংরক্ষণ করে।

Barcode scanner দিয়ে কি একটি সাধারণ মেমোরিতে ডেটা রাখা সম্ভব, যেখান থেকে পরবর্তীতে কম্পিউটারে সেই ডেটা ট্রান্সফার করা যাবে?
উত্তর: কিছু scanner –এ বিল্ট-ইন মেমোরি রয়েছে, যাতে স্ক্যানকৃত ডেটা সংরক্ষিত থাকে এবং পরবর্তীতে প্রয়োজনমত বের করে নেয়া চলে।

About

Marketing & Communications Ryans Computers