Posted On January 12, 2021 By In Product Review, Sales Manual, Slider With 607 Views

Acer Nitro 5 & 7 Gaming Laptop

তাইওয়ানিজ টেক ব্র্যান্ড Acer এর Nitro 5, এবং 7 সিরিজের গেমিং নোটবুকের স্পেসিফিকেশন এবং কনফিগারেশন নিচে তুলে ধরা হল।

Acer Nitro 7 Series Gaming Laptop

Acer Nitro 7 সিরিজের গেমিং এই নোটবুকের মধ্যে রয়েছে দুইটি মডেল Acer Nitro 7 AN715-51, এবং Acer Nitro 7 AN715-51-71Y6।

Acer Nitro 7 AN715-51

Product Id: 33.02.002.835

প্রসেসর

Nitro সিরিজের নোটবুকটির ৯ম প্রজন্মের 4 কোর এবং 8 থ্রেড বিশিষ্ট ইন্টেল Core i5 9300H প্রসেসর 2.40 – 4.10 GHz ক্লকস্পিড দেয়।

স্টোরেজ

এতে দেয়া আছে 8 GB DDR4 র‍্যাম যা 32GB পর্যন্ত বাড়ানো যাবে। স্টোরেজ হিসেবে নোটবুকে দেয়া হয়েছে 7200 RPM গতির 1TB SATA HDD পাশাপাশি 256GB NVMe PCIe M.2 SSD রয়েছে।

গ্রাফিক্স

জিপিইউ হিসেবে এতে রয়েছে ডেডিকেটেড 6GB GDDR6 Nvidia GeForce GTX 1660Ti Graphics যা গেমিং এ ভালো পারফরমেন্স দেয়।

ডিসপ্লে

2.50Kg Black কালার নোটবুকটির ComfyView টেকনোলোজিতে তৈরি 15.6 ইঞ্চির Full HD IPS LED ডিসপ্লের রেজুলশন 1920 x 1080।

কানেক্টিভিটি

এই নোটবুকের কানেক্টিভিটি অপশন হিসেবে তিনটি USB C, একটি Audio Combo পোর্ট এবং সিকিউরিটির জন্য Kensington lock রয়েছে।

এছাড়াও ওয়ারলেস কানেক্টিভিটির জন্য রয়েছে ল্যান Ethernet RJ-45, ওয়াই-ফাই, এবং ব্লুটুথ।

ওয়েবক্যাম, স্পিকার, মাইক্রোফোন, অন্যান্য 

নোটবুকটিতে এইচডি ওয়েবক্যাম, দুইটি Stereo স্পিকার এবং মাইক্রোফোন থাকায় যে কোনো জায়গা থেকে ভিডিও কনফেরেন্সিংএর সুযোগ রয়েছে। এর Stereo speaker এর জন্য গেমিং এ স্মুথ অডিও পাওয়া যায়।

এতে রয়েছে Back-lit RGB Keyboard, এবং Num Key pad। এছাড়া এর পয়েন্টিং ডিভাইস হিসেবে রয়েছে touchpad।

ব্যাটারি

4 সেলের লিথিয়াম-আয়ন ব্যাটারি ঘণ্টায় 3580 mA পাওয়ার কনজিউম করে । এর সাথে রয়েছে 180 W এর একটি AC power adapter।

অপারেটিং সিস্টেম

এটি উইন্ডোজ ১০ (হোম) অপারেটিং সিস্টেমে চলে।

 

Acer Nitro 7 AN715-51-71Y6

Acer Nitro 7 AN715-51-71Y6 মডেল এর নোটবুকটির স্পেসিফিকেশনে কম বেশি পার্থক্য রয়েছে। যা একত্রে নিচে তুলে ধরা হল।

Product Id: 33.02.002.900

Product Id: 33.02.002.857

Product Id: 33.02.002.901

প্রসেসর

নোটবুকটির ৯ম প্রজন্মের 6 কোর এবং 12 থ্রেড বিশিষ্ট Intel Core i7 9750H প্রসেসর 2.60 – 4.50 GHz ক্লকস্পিড দেয়।

স্টোরেজ

এতে দেয়া আছে 8GB (33.02.002.857), 16GB (33.02.002.901, 33.02.002.900) DDR4 র‍্যাম যা 32GB পর্যন্ত বাড়ানো যাবে। স্টোরেজ হিসেবে নোটবুকে দেয়া হয়েছে 7200 RPM গতির 1TB SATA HDD পাশাপাশি 256GB PCIe SSD রয়েছে।

গ্রাফিক্স

জিপিইউ হিসেবে এতে রয়েছে ডেডিকেটেড 6GB GDDR6 Nvidia GTX 1660 Ti।

কানেক্টিভিটি

এই নোটবুকের কানেক্টিভিটি অপশন হিসেবে তিনটি USB C, একটি HDMI, একটি Audio Combo পোর্ট এবং সিকিউরিটির জন্য Kensington lock রয়েছে।

এছাড়াও ওয়ারলেস কানেক্টিভিটির জন্য রয়েছে ল্যান Ethernet RJ-45, ওয়াই-ফাই, এবং ব্লুটুথ।

ব্যাটারি

4 সেলের লিথিয়াম-আয়ন ব্যাটারি ঘণ্টায় 3580 mA পাওয়ার কনজিউম করে । এর সাথে রয়েছে 180 W এর একটি AC power adapter।

 

Acer Nitro 5 Series Gaming Laptop

Acer Nitro 5 সিরিজের নোটবুকের মধ্যে Acer Nitro 5 AN515-54-52JS, Acer Nitro 5 AN515-54, Acer Nitro 5 AN515-44-R0XX, Acer Nitro 5 AN515-44-R00E, Acer Nitro 5 AN515-55-53NH, এবং Acer Nitro 5 AN515-55-7315 ছয়টি মডেল রয়েছে।

Acer Nitro 5 AN515-54-52JS এবং Acer Nitro 5 AN515-54 মডেলের স্পেসিফিকেশনে সাদৃশ্য থাকায় এই দুই মডেলের স্পেসিফিকেশন একত্রে তুলে ধরা হল।

Acer Nitro 5 AN515-54-52JS

Product Id: 33.02.002.856

Acer Nitro 5 AN515-54

Product Id: 33.02.002.833

Product Id: 33.02.002.834

গেমিং এই নোটবুকের এক্সক্লুসিভ ফিচার এবং কনফিগারেশন নিচে তুলে ধরা হল।

প্রসেসর

Nitro সিরিজের নোটবুকটির ৯ম প্রজন্মের 4 কোর এবং 8 থ্রেড বিশিষ্ট ইন্টেল Core i5 9300H প্রসেসর 2.40 – 4.10 GHz ক্লকস্পিড দেয়।

স্টোরেজ

এতে দেয়া আছে 8 GB DDR4 র‍্যাম যা 32GB পর্যন্ত বাড়ানো যাবে। স্টোরেজ হিসেবে নোটবুকে দেয়া হয়েছে 7200 RPM গতির 1TB SATA HDD পাশাপাশি 256GB PCIe SSD রয়েছে।

গ্রাফিক্স

জিপিইউ হিসেবে এতে রয়েছে ডেডিকেটেড 4GB GDDR5 Nvidia GTX 1650 Graphics যা গেমিং এ ভালো পারফরমেন্স দেয়।

ডিসপ্লে

2.50Kg Black কালার নোটবুকটির 15.6 ইঞ্চির Full HD IPS LED ডিসপ্লের রেজুলশন 1920 x 1080।

কানেক্টিভিটি

এই নোটবুকের কানেক্টিভিটি অপশন হিসেবে একটি USB2.0, দুইটি USB3.1 Gen 1 Type-A, একটি USB C, একটি HDMI, একটি Audio Combo পোর্ট এবং সিকিউরিটির জন্য Kensington lock রয়েছে।

এছাড়াও ওয়ারলেস কানেক্টিভিটির জন্য রয়েছে ল্যান Ethernet RJ-45, ওয়াই-ফাই IEEE 802.11ax, এবং ব্লুটুথ।

ওয়েবক্যাম, স্পিকার, মাইক্রোফোন, অন্যান্য 

নোটবুকটিতে এইচডি ওয়েবক্যাম, দুইটি Stereo স্পিকার এবং মাইক্রোফোন থাকায় যে কোনো জায়গা থেকে ভিডিও কনফেরেন্সিংএর সুযোগ রয়েছে। এর Stereo speaker এর জন্য গেমিং এ স্মুথ অডিও পাওয়া যায়।

এতে রয়েছে Back-lit RGB Keyboard, এবং Num Key pad। এছাড়া এর পয়েন্টিং ডিভাইস হিসেবে রয়েছে Multi-touch Gesture touchpad।

ব্যাটারি

4 সেলের লিথিয়াম-আয়ন ব্যাটারি ঘণ্টায় 3580 mA পাওয়ার কনজিউম করে যা 8 ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে । এর সাথে রয়েছে 135 W এর একটি AC power adapter।

অপারেটিং সিস্টেম

এটি উইন্ডোজ ১০ (হোম) অপারেটিং সিস্টেমে চলে।

 

 

Acer Nitro 5 AN515-44-R0XX

Product Id: 33.02.002.890

প্রসেসর

Nitro সিরিজের নোটবুকটির 6 কোর এবং 12 থ্রেড বিশিষ্ট AMD Ryzen R5 4600H প্রসেসর 3.00 – 4.00 GHz ক্লকস্পিড দেয়।

স্টোরেজ

এতে দেয়া আছে 8 GB DDR4 র‍্যাম যা 32GB পর্যন্ত বাড়ানো যাবে। স্টোরেজ হিসেবে নোটবুকে দেয়া হয়েছে 7200 RPM গতির 1TB SATA3 HDD পাশাপাশি 256GB PCIe SSD রয়েছে।

গ্রাফিক্স

জিপিইউ হিসেবে এতে রয়েছে ডেডিকেটেড 4GB GDDR6 Nvidia GTX 1650Ti Graphics যা গেমিং এ ভালো পারফরমেন্স দেয়।

ডিসপ্লে

নোটবুকটির 15.6 ইঞ্চির Full HD IPS LED ডিসপ্লের রেজুলশন 1920 x 1080। এর রিফ্রেশ রেট 60 Hz।

কানেক্টিভিটি

এই নোটবুকের কানেক্টিভিটি অপশন হিসেবে দুইটি USB3.2 Gen 1, একটি SB3.2 Gen 2 Type-C,  একটি HDMI, একটি Audio Combo পোর্ট এবং সিকিউরিটির জন্য Kensington lock রয়েছে।

এছাড়াও ওয়ারলেস কানেক্টিভিটির জন্য রয়েছে ল্যান Ethernet RJ-45, ওয়াই-ফাই IEEE 802.11ax, এবং ব্লুটুথ।

ব্যাটারি

Obsidian Black কালারের 2.40Kg ওজনের নোটবুকটিতে 4 সেল লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে, যা ঘণ্টায় 57.50 W পাওয়ার ডেলিভার করে। এর সাথে রয়েছে 135 W এর একটি AC power adapter।

 

Acer Nitro 5 AN515-44-R00E

Product Id: 33.02.002.886

প্রসেসর

Nitro সিরিজের নোটবুকটির 6 কোর এবং 16 থ্রেড বিশিষ্ট AMD Ryzen R7 4800H প্রসেসর 2.90- 4.20 GHz ক্লকস্পিড দেয়।

স্টোরেজ

এতে দেয়া আছে 16GB DDR4 র‍্যাম যা 32GB পর্যন্ত বাড়ানো যাবে। স্টোরেজ হিসেবে নোটবুকে দেয়া হয়েছে 7200 RPM গতির 1TB SATA3 HDD পাশাপাশি 256GB PCIe SSD রয়েছে।

গ্রাফিক্স

জিপিইউ হিসেবে এতে রয়েছে ডেডিকেটেড 4GB GDDR6 Nvidia GTX 1650Ti Graphics যা গেমিং এ ভালো পারফরমেন্স দেয়।

ডিসপ্লে

2.40Kg Obsidian Black কালার নোটবুকটির 15.6 ইঞ্চির Full HD IPS LED ডিসপ্লের রেজুলশন 1920 x 1080। এর রিফ্রেশ রেট 144 Hz।

কানেক্টিভিটি

এই নোটবুকের কানেক্টিভিটি অপশন হিসেবে দুইটি USB3.2 Gen 1, একটি USB3.2 Gen 2 Type-C, একটি HDMI, একটি Audio Combo পোর্ট এবং সিকিউরিটির জন্য Kensington lock রয়েছে।

এছাড়াও ওয়ারলেস কানেক্টিভিটির জন্য রয়েছে ল্যান Ethernet RJ-45, Intel Wi-Fi 6 AX200 802.11ax, এবং ব্লুটুথ।

ব্যাটারি

নোটবুকটিতে 4 সেল লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে, যা ঘণ্টায় 57.50 W পাওয়ার ডেলিভার করে। এর সাথে রয়েছে 135 W এর একটি AC power adapter।

 

Acer Nitro 5 AN515-55-53NH

Product Id: 33.02.002.892

প্রসেসর

Nitro সিরিজের নোটবুকটির ১০ম প্রজন্মের 4 কোর এবং 8 থ্রেড বিশিষ্ট ইন্টেল Core i5 10300H প্রসেসর 2.50- 4.50GHz ক্লকস্পিড দেয়।

স্টোরেজ

এতে দেয়া আছে 16GB DDR4 র‍্যাম যা 32GB পর্যন্ত বাড়ানো যাবে। স্টোরেজ হিসেবে নোটবুকে দেয়া হয়েছে 7200 RPM গতির 1TB SATA HDD পাশাপাশি 256GB PCIe SSD রয়েছে।

গ্রাফিক্স

জিপিইউ হিসেবে এতে রয়েছে ডেডিকেটেড 6GB GDDR6 Nvidia RTX 2060 Graphics যা গেমিং এ ভালো পারফরমেন্স দেয়।

কানেক্টিভিটি

এই নোটবুকের কানেক্টিভিটি অপশন হিসেবে দুইটি USB3.2 Gen 1 Type-A, একটি USB3.2 Gen 2 Type- A, একটি USB 3.2 Gen 2 Type-C, একটি HDMI, একটি Audio Combo পোর্ট এবং সিকিউরিটির জন্য Kensington lock রয়েছে।

এছাড়াও ওয়ারলেস কানেক্টিভিটির জন্য রয়েছে ল্যান Ethernet RJ-45, Intel Wi-Fi 6 AX200 802.11ax, এবং ব্লুটুথ।

ব্যাটারি

Obsidian Black কালারের 2.30 Kg ওজনের নোটবুকটিতে 4 সেল লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে, যা ঘণ্টায় 57.50 W পাওয়ার ডেলিভার করে। এর সাথে রয়েছে 135 W এর একটি AC power adapter।

 

Acer Nitro 5 AN515-55-7315

Product Id: 33.02.002.884

প্রসেসর

Nitro 5 সিরিজের নোটবুকটির ১০ম প্রজন্মের 6কোর এবং 12 থ্রেড বিশিষ্ট ইন্টেল Core i7 10750H প্রসেসর 2.60 – 5.00 GHz ক্লকস্পিড দেয়।

স্টোরেজ

এতে দেয়া আছে 16GB DDR4 র‍্যাম যা 32GB পর্যন্ত বাড়ানো যাবে। স্টোরেজ হিসেবে নোটবুকে দেয়া হয়েছে 7200 RPM গতির 1TB SATA3 HDD পাশাপাশি 256GB PCIe SSD রয়েছে।

গ্রাফিক্স

জিপিইউ হিসেবে এতে রয়েছে ডেডিকেটেড 4GB GDDR6 Nvidia GTX 1650 Graphics যা গেমিং এ ভালো পারফরমেন্স দেয়।

কানেক্টিভিটি

এই নোটবুকের কানেক্টিভিটি অপশন হিসেবে দুইটি USB3.2 Gen 1 Type-A, একটি USB3.2 Gen 2 Type- A, একটি USB 3.2 Gen 2 Type-C, একটি HDMI, একটি Audio Combo পোর্ট এবং সিকিউরিটির জন্য Kensington lock রয়েছে।

এছাড়াও ওয়ারলেস কানেক্টিভিটির জন্য রয়েছে ল্যান, Intel Wi-Fi, এবং ব্লুটুথ।

ব্যাটারি

Obsidian Black কালারের 2.30 Kg ওজনের নোটবুকটিতে 4 সেল লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে, যা ঘণ্টায় 3560 mA পাওয়ার কনজিউম করে। এর সাথে রয়েছে 135 W এর একটি AC power adapter।

 

রায়ান্স থেকে Acer Nitro 5 কিংবা Acer Nitro 7 ল্যাপটপ কিনলে সাথে পাচ্ছেন ভাউচার উপহার। অফারটি সীমিত সময়ের জন্য রায়ান্সের সকল শাখা ও অনলাইন কেনাকাটার জন্য প্রযোজ্য হবে।

Acer Nitro 5 মডেলগুলো দেখতে ভিজিট করুন:
Acer Nitro 7 মডেলগুলো দেখতে ভিজিট করুন:

About

Marketing & Communications Ryans Computers