Posted On January 9, 2021 By In Product Review, Sales Manual, Slider With 557 Views

Lenovo Legion Series Gaming Notebook

চীনভিত্তিক টেক ব্র্যান্ড লেনোভোর Legion সিরিজের গেমিং নোটবুক Lenovo Legion Y540 এবং Lenovo Legion 5P 15IMH05H ।

Lenovo Legion 5P 15IMH05H

Product Id: 33.02.200.833

Lenovo Legion 5P 15IMH05H নোটবুকের এক্সক্লুসিভ ফিচার এবং কনফিগারেশন নিচে তুলে ধরা হল।

প্রসেসর

Legion সিরিজের নোটবুকটির ১০ম প্রজন্মের 6 কোর এবং 12 থ্রেড বিশিষ্ট ইন্টেল Core i7 10750H প্রসেসর 2.60- 5.00 GHz ক্লকস্পিড দেয়।

স্টোরেজ

এতে দেয়া আছে 16GB DDR4 র‍্যাম যা 32GB পর্যন্ত বাড়ানো যাবে এবং এর RAM Bus 2933 MHz। স্টোরেজ হিসেবে নোটবুকে দেয়া হয়েছে 7200 RPM গতির 1TB NVMe PCIe SSD রয়েছে।

গ্রাফিক্স

জিপিইউ হিসেবে এতে রয়েছে ডেডিকেটেড 6GB GDDR6 Nvidia RTX 2060 Graphics।

ডিসপ্লে

2.3Kg Raven Black কালার নোটবুকটির 15.6 ইঞ্চির এন্টি-গ্লেয়ার Full HD IPS LED Monitor এর ডিসপ্লে রেজুলশন 1920 x 1080।

কানেক্টিভিটি

এই নোটবুকের কানেক্টিভিটি অপশন হিসেবে চারটি USB 3.2 Gen 1, একটি USB3.1 Type-C Gen 1, একটি HDMI, এবং Audio Combo পোর্ট রয়েছে।

এছাড়াও ওয়ারলেস কানেক্টিভিটির জন্য রয়েছে ল্যান, ওয়াই-ফাই 802.11ax 2×2, এবং ব্লুটুথ 5.0।

ওয়েবক্যাম, স্পিকার, মাইক্রোফোন, অন্যান্য 

নোটবুকটিতে এইচডি ওয়েবক্যাম, স্পিকার এবং dual array মাইক্রোফোন থাকায় যে কোনো জায়গা থেকে ভিডিও কনফেরেন্সিংএর সুযোগ রয়েছে। এতে দুইটি 2W stereo speaker থাকায় ভালো অডিও পারফরমেন্স দেয়।

এতে রয়েছে Back-lit RGB Keyboard যার Keyboard Layout এ রয়েছে 6 row এর Multimedia Fn key। এছাড়া এর পয়েন্টিং ডিভাইস হিসেবে রয়েছে 2-button Mylar surface multi-touch touchpad।

ব্যাটারি

লিথিয়াম-পলিমার ব্যাটারি ঘণ্টায় 60W পাওয়ার ডেলিভারি করে এবং 5 ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। এর সাথে রয়েছে 230W এর একটি External AC adapter।

অপারেটিং সিস্টেম

এটি উইন্ডোজ ১০ (হোম) অপারেটিং সিস্টেমে চলে।

 

Lenovo Legion Y540

Product Id: 33.02.200.824

Lenovo Legion Y540 নোটবুকের এক্সক্লুসিভ ফিচার এবং কনফিগারেশন নিচে তুলে ধরা হল।

প্রসেসর

Legion সিরিজের নোটবুকটির ৯ম প্রজন্মের ৪ কোর এবং ৮ থ্রেড বিশিষ্ট ইন্টেল Core i5 9300H প্রসেসর 2.40- 4.10 GHz ক্লকস্পিড দেয়।

স্টোরেজ

এতে দেয়া আছে 8GB DDR4 র‍্যাম যা 32GB পর্যন্ত বাড়ানো যাবে। স্টোরেজ হিসেবে নোটবুকে দেয়া হয়েছে 7200 RPM গতির 1TB SATA3 HDD ড্রাইভ পাশাপাশি 256GB PCIe SSD রয়েছে।

গ্রাফিক্স

জিপিইউ হিসেবে এতে রয়েছে ডেডিকেটেড 4GB GDDR5 Nvidia GTX 1650 Graphics।

ডিসপ্লে

2.3Kg Raven Black কালার নোটবুকটির 15.6 ইঞ্চির এন্টি-গ্লেয়ার Full HD IPS LED Monitor এর ডিসপ্লে রেজুলশন 1920 x 1080. এর ডিসপ্লে Display Refresh Rate 60 Hz।

কানেক্টিভিটি

এই নোটবুকের কানেক্টিভিটি অপশন হিসেবে তিনটি USB3.1 Gen 1, একটি USB3.1 Type-C Gen 1, একটি HDMI, একটি ডিসপ্লে পোর্ট এবং Audio Combo পোর্ট রয়েছে।

এছাড়াও ওয়ারলেস কানেক্টিভিটির জন্য রয়েছে ল্যান, ওয়াই-ফাই Intel 802.11ac, এবং ব্লুটুথ 4.2।

ওয়েবক্যাম, স্পিকার, মাইক্রোফোন, অন্যান্য 

নোটবুকটিতে এইচডি ওয়েবক্যাম, স্পিকার এবং dual array মাইক্রোফোন থাকায় যে কোনো জায়গা থেকে ভিডিও কনফেরেন্সিংএর সুযোগ রয়েছে। এতে দুইটি 2W Dolby Audio থাকায় ভালো অডিও পারফরমেন্স দেয়।

এতে রয়েছে Back-lit Keyboard যার Keyboard Layout এ রয়েছে 6 row এর Multimedia Fn key।  এছাড়া এর পয়েন্টিং ডিভাইস হিসেবে রয়েছে 2-button Mylar surface multi-touch touchpad।

ব্যাটারি

লিথিয়াম-পলিমার ব্যাটারি ঘণ্টায় 52.5W পাওয়ার ডেলিভারি করে এবং 4.5 ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে।

অপারেটিং সিস্টেম

এটি উইন্ডোজ ১০ (হোম) অপারেটিং সিস্টেমে চলে।

 

 

 

 

About

Marketing & Communications Ryans Computers