Posted On December 6, 2020 By In Product Review, Sales Manual, Slider With 558 Views

Microsoft Surface Pro 7

Microsoft Surface Pro 7
33.03.191.175

মার্কিন টেক ব্র্যান্ড মাইক্রোসফট এর টু-ইন-ওয়ান নোটবুক Microsoft Surface Pro 7। আলট্রা-স্লিম এবং লাইটওয়েট নোটবুক কাম ট্যাবলেটের এক্সক্লুসিভ ফিচার এবং স্পেসিফিকেশন গুলো তুলে ধরা হল।

প্রসেসর

Microsoft Surface Pro 7- এ দেয়া হয়েছে 10th gen. বিশিষ্ট Intel Core i5 প্রসেসর। 4 কোর এবং 8 থ্রেড বিশিষ্ট এই প্রসেসর থেকে 1.10 GHz-3.70 GHz ক্লকস্পিড পাওয়া যায়। এর ক্যাশ মেমোরি 6MB।

মেমোরি ও স্টোরেজ

টু-ইন-ওয়ান এই নোটবুকের প্রাইমারি মেমোরি হিসেবে রয়েছে 8GB LPDDR4x র‌্যাম। পাশাপাশি স্টোরেজ হিসেবে দেয়া হয়েছে 256GB SSD, যার ফলে এই ডিভাইস থেকে স্মুথ পারফরম্যান্স পাওয়া যাবে।

গ্রাফিক্স

নোটবুকের জিপিইউ সাপোর্ট দেয় প্রসেসরের integrated Intel Iris Plus Graphics।

ডিসপ্লে

12.3 ইঞ্চির 2736 x 1824 রেজুলশনের PixelSense Multi-Touch ডিসপ্লে তে Full HD ছবি এবং ভিডিও উপভোগ করা যায়। এর 10 point multi-touch স্ক্রিনটি প্রিমিয়াম কোয়ালিটির ট্যাবলেট ব্যবহারের অনুভূতি দেবে। Surface Pro 7 এর Multi-Touch স্ক্রিনে সারফেস পেন দিয়ে খুব সহজেই ক্রিয়েটিভ কাজ করা যাবে।

কানেক্টিভিটি

এই নোটবুকের কানেক্টিভিটি অপশন হিসেবে একটি USB-A, একটি USB-C, একটি Multimedia Card Slot, একটি card reader, এবং একটি Audio Combo পোর্ট রয়েছে। এর Surface Type Cover port এর সাথে সারফেস কিবোর্ড কানেক্ট করে নোটবুক হিসেবে ব্যবহার করা যায়।

এছাড়া ওয়ারলেস কানেক্টিভিটির জন্য রয়েছে 802.11ax Wi-Fi, এবং Bluetooth 5.0।

ওয়েবক্যাম, স্পিকার, মাইক্রোফোন, অন্যান্য 

নোটবুকটিতে 1.6Watt এর Dolby Audio Premium স্টেরিও স্পিকার রয়েছে। পাশাপাশি 5.0MP front-facing, এবং 8.0MP rear-facing autofocus Full HD camera রয়েছে। সঙ্গে array digital microphone থাকায় যে কোনো জায়গা থেকে Full HD কোয়ালিটির ভিডিও কনফারেন্সিংয়ের  সুযোগ রয়েছে।

অলডে ব্যাটারি লাইফ

উন্নত ব্যাটারি থাকায় Microsoft Surface Pro 7 প্রায় 10 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। ফলে, ঘরের বাইরে বা ভ্রমণে অনায়াসে ব্যবহার করা যাবে এই টু-ইন-ওয়ান নোটবুক।

মাল্টিটাস্কিং স্পিড

নোটবুকটিকে ল্যাপটপ, ট্যাবলেট, ক্রিয়েটিভ স্টুডিও হিসেবে ব্যবহার করা যাবে। এছাড়াও চাইলে surface dock 2 দিয়ে একাধিক মনিটর কানেক্ট করে একে ডেস্কটপ মোডে ব্যবহার করা যাবে।

স্পেশাল ফিচার

এর স্পেশাল ফিচার হিসেবে রয়েছে Ambient light sensor, Accelerometer, Gyroscope, Magnetometer, ইত্যাদি।

আকার এবং ওজন

292 x 201 x 8.5mm আকারের Ice Blue কালার টাচ স্ক্রিনড নোটবুকটির টু-ইন-ওয়ান ওজন 775 গ্রাম। ফলে, কাজ বা বিনোদনের সঙ্গী হিসেবে যে কোন স্থানে বহন করা যাবে Microsoft Surface Pro 7।

Facebook
https://www.facebook.com/ryanscomputers/photos/a.331515686911678/3764589600270919/
Youtube

Website
https://ryans.id/surfacepro-7

Tags :

About

Marketing & Communications Ryans Computers