Posted On January 28, 2020 By In Product Review, Slider With 925 Views

Asus ROG Strix XG49VQ 49 Inch Super Ultra-Wide HDR 4K Gaming Monitor

Product Id: 08.02.006.105

গেমিং মনিটরের জগতে বৈপ্লবিক উদ্ভাবন ROG Strix XG49VQ। 49 ইঞ্চির এই কার্ভ্ড মনিটরে ব্যবহার করা হয়েছে Freesync™ Premium Pro, DisplayHDR™ এবং Shadow Boost এর মত প্রযুক্তি। Super Ultra-Wide HDR এই গেমিং মনিটরের উল্লেখযোগ্য ফিচার ও স্পেসিফিকেশন তুলে ধরা হয়েছে এই আর্টিকেলে।

GO BEYOND ULTRA-WIDE

ASUS –এর 49 ইঞ্চি সুপার আল্ট্রা-ওয়াইড মনিটর ROG Strix XG49VQ। 32:9 অ্যাসপেক্ট রেশিও’র এই কার্ভড মনিটরের রিফ্রেশ রেট 144Hz, যা থেকে সেরা মানের গেমিং অভিজ্ঞতা পাবেন গ্রাহক।

মনিটরটির Freesync™ Premium Pro, DisplayHDR™, DCI-P3 90% প্রফেশনাল কালার গামুট কাভারেজ এবং DisplayHDR™ 400 certification দেয় প্রিমিয়াম কোয়ালিটির কালার, ব্রাইটন্সে ও স্মুথনেস।

EXPERIENCE THE SUPER ULTRA-WIDE

1800R curvature–এর ROG Strix XG49VQ মাল্টি-টাস্কিং ও গেমিংয়ের ক্ষেত্রে দেয় বাড়তি ফ্লেক্সিবিলিটি। 32:9 অ্যাসপেক্ট রেশিও’র সুপার আল্ট্রা-ওয়াইড ডিসপ্লে 27” সমান দুই ভাগে বিভক্ত হিসেবে মনিটরটি ব্যবহার করা যায় কোন ফাঁক ছাড়াই। উপরন্তু এর সরু বেজেল, মনিটরকে প্রায় ফুল ডিসপ্লে ভিউ প্রদান করে।

FAST 144HZ REFRESH RATE

ROG Strix XG49VQ প্রদান করে আল্ট্রাফাস্ট 144Hz রিফ্রেশ রেট, যা দ্রুত গতির গেমিংয়ের ক্ষেত্রে দেয় সর্বোচ্চ ভিজ্যুয়াল সেটিংস এবং ল্যাগ-ফ্রি স্মুথ ডিসেপ্ল’র অভিজ্ঞতা।

AMD FREESYNC™ PRO PREMIUM FOR SMOOTH GAMEPLAY

Freesync™ Premium Pro টেকনোলজি ROG Strix XG49VQ মনিটরে দেয় বাড়তি ব্রাইটনেস এবং কনট্রাস্ট, যা স্বল্প এবং অধিক আলোর ব্যালান্স ঘটিয়ে চমৎকার দর্শনানুভূতি তৈরি করে।

Freesync™ Premium Pro স্ট্যান্ডার্ড ও HDR, উভয় কন্টেন্টের ক্ষেত্রে low-latency প্রদান করে যা, যেকোন ল্যাগিংমুক্ত ডিসপ্লে দেয় যেকোন ক্ষেত্রে।

 

 

HIGH DYNAMIC RANGE (HDR) WITH DCI-P3 90% AND DISPLAYHDR™ 400

DisplayHDR™ 400 সার্টিফিকেশন ROG Strix XG49VQ -এ দেয় সেরা মানের HDR অভিজ্ঞতা। এর 450 cd/m2 peak luminance সাধারণ HDR মনিটরের চেয়ে 50% উন্নত পারফরম্যান্স প্রদান করে। এছাড়া এর DCI-P3 দেয় 90% কালার গামুট ও কন্ট্রাস্ট পারফরম্যান্স দেয়।

PICTURE-BY-PICTURE

ROG Strix XG49VQ –এর চমকপ্রদ একটি ফিচার হচ্ছে এর মাল্টিপল ইনপুট। সুপার-আল্ট্রা-ওয়াইড স্ক্রিনের এই মনিটর একই সাথে তিনটি কন্টেন্ট সোর্স যেমন ল্যাপটপ, প্লে-স্টেশন বা এক্সবক্স কনসোল পিসি স্ট্রিমিংয়ের মত ভারী কাজে সাপোর্ট প্রদানে সক্ষম।

PICTURE BY PICTURE HOTKEYS

বিল্ট-ইন কি দ্বারা ROG Strix XG49VQ মনিটরের ডিসপ্লেকে ভিডিও সোর্স অনুযায়ী সাইড-বাই-সাইড লে-আউটে ম্যানুয়ালি সেট করে নেয়া যায়। অনস্ক্রিন ফিট এর জন্য এই ডিসপ্লেটি অনন্য।

SHADOW BOOST TECHNOLOGY

ASUS Shadow Boost technology গেমিংয়ের ক্ষেত্রে ওভারএক্সপোজিং ছাড়াই ডার্ক এরিয়াগুলো স্পষ্টভাবে দেখায়। ফলে অন্ধকার প্রকোষ্ঠে লুকিয়ে থাকা প্রতিপক্ষকে সহজেই চিহ্নিত করা সম্ভব।

MULTIPLE HDR MODES

ভাল HDR performance পেতে মনিটরের HDR mode পরিবর্তন করে সেরা HDR অভিজ্ঞতা পাওয়া যায়। ফলে সিনেমা, গেম বা প্রফেশনাল কাজের জন্য প্রয়োজনীয় ডেপ্থ অনায়াসে পাওয়া যায়।

GAMEPLUS TECHNOLOGY

ASUS-এর এক্সক্লুসিভ ইন্টিগ্রেটেড GamePlus হট কি গেমিংয়ের মেজাজ বুঝে এর পারফরম্যান্স কাস্টমাইজ করতে সক্ষম। প্রো-লেভেল গেমারদের চাহিদার ভিত্তিতে তৈরি এই বিশেষ ফিচারগুলো গেমিং ও অনুশীলনে স্কিল বৃদ্ধি করে। ফিচারগুলো হচ্ছে-

Crosshair:  ROG Strix XG49VQ মনিটরের প্রতিটি Crosshair ভিন্ন চারটি Crosshair-কে ছাড়িয়ে যেতে সক্ষম, ফলে শুটিংয়ের ক্ষেত্রে বাড়তি সুবিধা প্রদান করে।

Timer: ডিসপ্লে’র বামপাশে থাকা অনস্ক্রিন টাইমার গেমিংয়ের সময় ও বাকি সময় নির্দেশ করে, ফলে গেমারকে টাইমিংয়ের ব্যাপার নিয়ে বাড়তি চিন্তা করতে হয় না।

FPS Counter: FreeSync™ চালু থাকা অবস্থায় FPS counter গেমের ফ্রেম রেট সম্পর্কে তথ্য প্রদান করে, যার ফলে গেমার তার গেমিংয়ে মনিটর স্ট্যাটাস সম্পর্কে জানতে পারেন।

Display Alignment: Display Alignment ফাংশনটি স্ক্রিনের চর্তুদিকে তিনটি লাল অ্যালাইনমেন্ট লাইন প্রদর্শন করে, যা মাল্টি-ডিসপ্লে সেটআপ হিসেবে বিভিন্ন কাজের ক্ষেত্রে পজিশনিংয়ের সুবিধা দেয়।

ASUS-EXCLUSIVE DISPLAYWIDGET SOFTWARE

ASUS-Exclusive GameVisual: গেমিংয়ের রকমফের অনুযায়ী সাতটি ভিন্ন প্রিসেট ডিসপ্লে মোড রয়েছে ROG Strix XG49VQ মনিটরে যা ভিন্ন ঘরানার গেমের জন্য প্রয়োজনীয় ভিজ্যুয়াল প্রদান করে। সাতটি আলাদা মোড হচ্ছে- MOBA mode, RTS/RPG, FPS. sRGB, Scenery, Racing, Cinema এবং User mode।

APP Sync™: ভিন্ন অ্যাপলিকেশনের ক্ষেত্রে নির্ধারিত ASUS GameVisual মোড সিলেক্ট করতে সহায়তা করে APP Sync™। এছাড়া চাইলে এই অপশনের মাধ্যমে অনস্ক্রিন মোড পরিবর্তনও করে নেয়া চলে।

Ultra-Low Blue Light technology: বিভিন্ন ব্লু-লাইট ফিল্টার সেটিংয়ের ক্ষেত্রে গ্রাহককে সুবিধা দেয় DisplayWidget। অনস্ক্রিন সেটিংয়ের মাধ্যমে ASUS Ultra-Low Blue Light technology চারটি ভিন্ন ব্লু লাইট ফিল্টার করে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী ডিসপ্লে প্রদান করে।

Sharable display setting parameter: প্রতিটি কাস্টমাইজড GameVisual সেটিংস AXML ফাইল ফরম্যাটে সেভ থাকে যা ASUS –এর অন্য মনিটরে শেয়ার করার সুযোগ রয়েছে।

Shadow Boost: গেমিংয়ে ডার্ক এরিয়ায় স্পষ্ট ভিউ প্রদান করে ASUS Shadow Boost technology। যা, অন্ধকার প্রকোষ্ঠে লুকিয়ে থাকা প্রতিপক্ষকে সহজেই চিহ্নিত করতে সহায়তা করে।

ROBUST CONNECTIVITY

ROG Strix XG49VQ মনিটরে থাকা একটি DisplayPort 1.2, দুটি HDMI এবং দুইটি USB 3.0 ports ইউনিভার্সাল কানেক্টিভিটি প্রদান করে।

ULTRA-LOW BLUE LIGHT TECHNOLOGY

TÜV Rheinland-certified ROG Strix XG49VQ মনিটরে থাকা ASUS Ultra-Low ব্লু-লাইট ফিল্টার ক্ষতিকর উজ্জ্বল নীল আলোর প্রভাব থেকে চোখের সুরক্ষা দেয়। OSD মেনু বা five-way joystick এর সাহায্যে চারটি ভিন্ন ফিল্টার সেটিং থেকে প্রয়োজনমত মোড বেছে নেয়া যায়। LOW BLUE LIGHT LEVEL মোডগুলো হচ্ছে- Standard, Web browsing, Viewing photos and videos, Reading or word processing, With dim ambient light।

FLICKER-FREE TECHNOLOGY

চোখের পীড়ন যথাসম্ভব কমাতে এবং আরামদায়ক গেমিং অভিজ্ঞতা দিতে ROG Strix XG49VQ মনিটরের অনস্ক্রিন ফ্লিকার কমানোর জন্য এতে ব্যবহৃত হয়েছে Flicker-free technology।

ERGONOMIC DESIGN

ROG Strix XG49VQ মনিটরে ব্যবহৃত হয়েছে বিশেষষ আর্গনমিক ডিজাইনের স্ট্যান্ড। এর সুইভেল, টিল্ট ও হাইট এডজাস্টমেন্ট ফিচার থাকায় যেকোন ভিউ অ্যাঙ্গেল পাওয়া সম্ভব।

Technical Specification

Model: Asus ROG Strix XG49VQ

Series: Gaming

Display Size (Inch): 49

Shape: Widescreen

Display Type: 4K Super Ultra-Wide HDR Display

Display Resolution: 3840 x 1080

Response Time (ms): 4ms (Gray to Gray)

Refresh Rate (Hz): 144Hz

Viewing Angle: 178 degree (H & V)

HDMI Port: 2

Display Port: 1

USB Port: 2 x USB3.0, 1 x USB3.0 Type B (upstream)

Brightness (cd/m2): 450cd/m2

Contrast Ratio (TCR/DCR): 3000:1 (Typical)

Aspect Ratio: 32:9

Speaker (Built-in): 5W x 2 Stereo RMS

Other Features: Panel Type: VA, Display Viewing Area(HxV): 1195.8 x 336.3 mm, Display Surface: Non-glare, Pixel Pitch: 0.311mm, Display Colors: 1.07 Billion, Flicker free: Yes, Curved Panel: 1800R, HDR (High Dynamic Range) Support: Yes, GamePlus(modes): Yes, Picture-by-Picture: Yes, Low Blue Light: Yes, HDCP support: Yes, GameVisual: 8 Modes, Convenient Hotkey: GamePlus, 5-way OSD Navigation Joystick, GameVisual, Earphone jack: 3.5mm Mini-Jack, Voltage: 100-240V, 50 / 60Hz, Security: Kensington lock, Weight: 13.3Kg

Color: Black

Dimensions (WxHxD): 1193.33 x 529.10 x 344.74mm (with Stand), 1193.33 x 369.7 x 344.74mm (without Stand)

Warranty: 3 year

About

Marketing & Communications Ryans Computers