Posted On January 26, 2020 By In Product Review, Slider With 877 Views

Dell Inspiron AIO 22 3280 All-in-One PC

Product Id: 58.02.013.02

শিক্ষা-প্রতিষ্ঠান, অফিস কিংবা ঘরোয়া কাজে কম্পিউটিংয়ের চমৎকার সল্যুশন অল-ইন-ওয়ান পিসি। অফিসিয়াল কাজের পাশাপাশি বিনোদনসহ নানা প্রয়োজনের দারুণ অনুষঙ্গ কম্প্যাক্ট ঘরানার এই ডেস্কটপ কম্পিউটার। মার্কিন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান Dell বাংলাদেশের বাজারে এনেছে Inspiron সিরিজের AIO 22 3280 অল—ইন-ওয়ান পিসি। এই আর্টিকেলে ডিভাইসটির উল্লেখযোগ্য ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে।

Operating system

ভার্সেটাইল ডেস্কটপ এক্সপেরিয়েন্স এবং স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করতে Dell Inspiron AIO 22 3280 অল-ইন-ওয়ান পিসি’র অপারেটিং সিস্টেমে দেয়া হয়েছে 64-bit, Windows 10 Home অপারেটিং সফটওয়্যার।

CinemaColor

Inspiron AIO 22 3280 -এর প্রতিটি বিটের ভিজ্যুয়ালে রয়েছে পরিপার্শ্বের বাস্তব অনুভূতি। Dell Color Profiles –এর ভাইব্রেন্ট কালার ও ডিটেইল দেয় অভাবনীয় ছবি। HDR কন্টেন্ট এর ডায়ানামিক রেঞ্জ এবং Dolby Vision এর অসীম ডিপ ব্ল্যাক ও ড্যাজলিং ব্রাইটস ছবিকে আরও প্রাণবন্ত করে তোলে।

CinemaSound

বিশেষ এই নোটবুকে থাকা MaxxAudio® Pro ভলিউমের প্রতিটি টোন পরিষ্কারভাবে উপস্থাপন করে, ফলে দর্শক-শ্রোতা পান অভাবনীয় অডিও অনুভূতি।

CinemaStream

Inspiron AIO 22 3280 -এর সিনেম্যাটিক স্ট্রিমিং দেয় SmartByte চ্যানেল। চমকপ্রদ এই ফিচারটি ভিডিও ও মিউজিকের ক্ষেত্রে নিরবিচ্ছিন্নভাবে যোগান দেয় সর্বোচ্চ পরিমাণ ব্যান্ডউইথ, যা গ্রাহককে দেয় শাটার-ফ্রি অডিও-ভিজ্যুয়াল অভিজ্ঞতা।

Family-friendly, front row

Take it all in: Inspiron AIO 22 3280 –এর 22” ন্যারো-বেজেল ডিজাইনের ফুল-এইচডি মনিটর দেয় অনন্য ডিসপ্লে অভিজ্ঞতা। এছাড়া এর HDR কন্টেন্টের dynamic range উজ্জ্বল আলোর কার্টুন কিংবা অন্ধকারাচ্ছন্ন নাটক বা সিনেমার ক্ষেত্রে দেয় স্বচ্ছ দর্শনের অভিজ্ঞতা।

Gather the family: IPS প্যানেলের ওয়াইড-অ্যাঙ্গেল ডিসপ্লে মুভি, টিভি শো ইত্যাদি বিনোদনের পরিপূর্ণ অভিজ্ঞতা দেয়।

All-in-one

মনিটর, সিপিইউ, স্পিকার বিল্ট-ইন হিসেবে থাকায় ডেস্কের উপর আলাদা ডিভাইসের প্রয়োজন নেই। ফলে একের মধ্যে কম্পিউটারের সব উপাদান হিসেবে কাজ করে।

Plug and play

অল-ইন-ওয়ান পিসির আরেকটি বড় সুবিধা হচ্ছে এর সহজ ইনস্টলেশন। বাক্স থেকে বের করে কেবল প্লাগ লাগিয়ে নিন। নিশ্চিন্তে ব্যবহার করুন। এছাড়া ব্যবহারের সুবিধা বা বহনের ক্ষেত্রে প্রথাগত ফিক্সড স্ট্যান্ডের সেটআপের পরিবর্তে ইজেল স্ট্যান্ড ব্যবহার করতে পারেন গ্রাহক।

Protect your privacy

Inspiron AIO 22 3280 অনন্য একটি সুবিধা রয়েছে এর বিল্ট-ইন ওয়েব ক্যামেরায়। পপ-আপ সুবিধার বিশেষ এই ওয়েবক্যাম ডিসপ্লে বেজেলের ভেতরে ‍হিডেন রাখা হয়। এর ফলে হ্যাকারদের আক্রমণ বা অসাবধানতা বশত ভিডিও চ্যাট চালু হবার সমস্যা থাকে না।

Made for the day-to-day

Master your tasks: Inspiron AIO 22 পিসিতে থাকা 8th Gen Intel Core i5 8265U সিপিইউ দেয় বাড়তি প্রসেসিং গতি। এতে থাকা 8GB DDR4 র‌্যাম DDR3 র‌্যামের চেয়ে দ্বিগুণ গতি ও ব্যান্ডউইথ প্রদান করে।

Hi-fi WiFi: 802.11 AC ওয়্যারলেস টেকনোলজি বাই-ডিফল্ট থাকায় বিনা তারে হাই-স্পিড ইন্টারনেট কানেকশন উপভোগ করা যায় অনায়াসে।

Unite your devices with Dell Mobile Connect

Seamless PC/smartphone integration: মাল্টিপল ডিভাইস কানেক্টিভিটির ক্ষেত্রে Inspiron AIO 22 3280 –এ ব্যবহৃত হয়েছে Dell Mobile Connect, যা অ্যান্ড্রয়েড বা অ্যাপলের আইওএস ডিভাইসের সাথে খুব সহজেই নোটবুকের পেয়ার তৈরি করে।

Limit disruptions: Dell Mobile Connect এর মাধ্যমে মোবাইল ফোনে আসা বিভিন্ন মেসেজ ও নোটিফিকেশন, ফোনকল বা এসএমএস Inspiron AIO 22 3280 –এ দেখতে এবং তার প্রতিউত্তর দেয়ার সুযোগ রয়েছে।

Maintain your privacy: মোবাইল ডিভাইসের সাথে যুক্ত থাকায় বেশ কিছু সমস্যার উদ্ভব হবার সম্ভাবনা থাকে। বিশেষত অনলাইন স্প্যামিং, অনিরাপদ ইন্টারনেট সংযোগ, ম্যালওয়ার হুমকি কিংবা তথ্য বিনষ্ট বা চুরির মত ব্যাপার। এমন সব সমস্যার ক্ষেত্রে Dell Mobile Connect এর পয়েন্ট-টু-পয়েন্ট সিকিউরিটি প্রদান করে।

Ports & Slots

  1. 3:1 Card Reader
  2. DC power
  3. HDMI-out
  4. RJ-45 Ethernet (10/100/1000)
  5. USB 2.0
  6. USB 3.1 Gen 1
  7. USB 3.1 Gen 1
  8. USB 3.1 Gen 1
  9. Universal Audio Jack

 

Technical Specifications

Processor: 8th Gen Intel Core i5 8265U

Processor Clock Speed: 1.60-3.90GHz

CPU Cache: 6MB

Display: 21.5” FHD LED Touch Display

Display Resolution: 1920 x 1080

Ram: 8GB, DDR4

Expansion Ram Slot: 1

Max. Ram Support: 32GB

HDD: 1TB HDD

SSD: 1 x M.2 Slot

Graphics: Intel UHD Graphics 620, Shared memory

Display Port: HDMI

Networking: LAN, WiFi, Bluetooth, Card Reader, WebCam

USB Port: 3 x USB3.1 Gen 1, 1 x USB2.0

Audio Port: Combo

Operating System: Win-10 Home

Keyboard: USB Keyboard

Mouse: USB Mouse

Color: Black

Warranty: 2 year

About

Marketing & Communications Ryans Computers