Product Id: 58.03.024.19
প্রযুক্তির কল্যাণে ছোট হয়ে আসছে কম্পিউটারের আকার। কিন্তু তাই বলে সেটি যে একেবারে পকেটে নিয়ে ঘোরা যাবে, এতটা অন্তত আশা করেননি প্রযুক্তি প্রেমিরা। সেই অভাবনীয় চমকই উপহার দিয়েছে বিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল।
ক্রেডিট কার্ড আকৃতির কম্পিউট কার্ড নামের ছোট্ট এই ডিভাইসে রয়েছে পূর্ণাঙ্গ একটি কম্পিউটিারের সমস্ত অনুষঙ্গ, যার মাধ্যমে একটি ফুল ফিচার কম্পিউটারের কাজ করা সম্ভব।
কার্ড স্লটের সাহায্যে এটি ডিজিটাল সাইনেজ, কিয়স্ক, স্মার্ট টিভিসহ বেশ কিছু হোম অ্যাপ্লায়েন্সেও ব্যবহার করা যায়।
কম্পিউট কার্ডের এক্সক্লুসিভ সব ফিচার জানার আগে দেখে নেয়া যাক কী কী কম্পোনেন্ট আছে এর ছোট্ট পরিসরে।
Intel Compute Card CD1P64GK কনফিগারেশন:
Brand: Intel
Model: Intel Compute Card CD1P64GK
Processor: Intel Pentium Quad Core N4200
Processor clock speed: 1.10-2.50GHz
CPU cache: 2MB
RAM: 4GB
RAM type: LPDDR3 1866MHz
HDD: 64GB EMMC
HDD type: Embedded MultiMedia Card (eMMC)
Graphics chipset: Integrated Graphics
Graphics memory: Shared
Networking: WiFi, Bluetooth
Display port: HDMI, Displayport
Others Socket: Compute Card, DC Input Voltage Supported: 12V +/- 5%, Max of Memory Channels: 2, Displays Supported: 2, Audio (back channel + front channel): Digital Display Interface, Integrated Wifi: Intel Dual Band Wireless-AC 7265
Country of Origin: USA
Made in/ Assemble: China
Warranty: 3 year
অগুণিত সুবিধা
প্রশ্ন জাগতে পারে, প্রথমেই কেন সুবিধার কথা বলা হচ্ছে? এর প্রথম ও প্রধান কারণ হচ্ছে ডিভাইসটির সর্বব্যাপিতা। বহনযোগ্য কম্পিউটারের ধারণায় নতুন ধারার যোগ করা Intel Compute Card ঘরোয়া ব্যবহার, বাণিজ্যিক ও শিল্পক্ষেত্রের কাজে ব্যবহৃত বিভিন্ন অ্যাপলিকেশন চালাতে সক্ষম। ওয়ালেটে রাখার মত ছোট্ট এই ডিভাইসটি যেকোন প্রতিষ্ঠান কার্ড স্লটের মাধ্যমে ডিজিটাল সাইনেজ, কিয়স্ক, অল-ইন-ওয়ান, স্মার্ট টিভিসহ বেশ কিছু অ্যাপ্লায়েন্সে ব্যবহার করতে পারবেন।
ফলে এই মডিউলার কম্পিউটিং সাধারণ কাজের পাশাপাশি বাণিজ্যিক বা শিল্পভিত্তিক কাজে সহায়ক। একই সাথে উৎপাদনশীল ও ব্যবস্থাপনামূলক কাজে সমানতালে কার্যকর। সুতরাং এর সুবিধার কথা বলে শেষ করা সম্ভব নয়।
প্রতিটি ডিভাইস হবে স্মার্ট
পাওয়ার কম্পিউটিং ও ভার্চুয়াল দুনিয়ায় কানেক্টিভিটি নিয়ে বিভিন্ন রূপান্তরযোগ্য পণ্য তৈরি করেছে ইন্টেল। Intel Compute Card এর অন্যতম একটি। সমর্থনযোগ্য যেকোন স্মার্ট ডিভাইসের সাথে কার্ডটি লাগিয়ে কম্পিউটারের কাজ করা যায় খুব সহজেই। এমনভাবে এর ডিজাইন করা হয়েছে যাতে এটি সহজেই ইনস্টল, মেইনটেন ও আপগ্রেড করিয়ে নেয়া যায়।
কানেক্ট করা যায় নিজের মত করে
Intel Compute Card এর বিল্ট-ইন Dual Band Wireless-AC 7265 ওয়াই-ফাই এবং ইন্টিগ্রেটেড ব্লুটুথ ওয়্যারলেস কানেক্টিভিটিতে দেয় বাড়তি সুবিধা। ফলে ভার্চুয়াল কানেক্টিভিটি ও ডেটা ট্রান্সফারিংয়ে আনে গতি।
আদর্শ প্রসেসর
কম্পিউট কার্ড সম্পর্কে সবচেয়ে কমন প্রশ্ন মাত্র ১ দশমিক ৬ আউন্স ওজনের 1 x 1 x 1 আয়তনের এই ডিভাইসের প্রসেসর কেমন হতে পারে?
ইন্টেলের দাবি Intel Compute Card এর তারা সপ্তম প্রজন্মের Intel Core vPro প্রসেসর ব্যবহার করেছে যা, শক্তিশালী কম্পিউটিংয়ের কাজ অনায়াসে করতে সক্ষম।
নিরাপদ ডকিং
অন্য ডিভাইসে সাথে এমবেড করে কাজ করার উপযোগী হিসেবে Intel Compute Card বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। পাশাপাশি গুরুত্ব দেয়া হয়েছে নিরাপদ ডকিংয়ের। এর হার্ডওয়্যার ও সফটওয়্যারে ব্যবহার করা হয়েছে লকিং মেকানিজম, যা কম্পিউট কার্ডকে সুরক্ষিত রাখে ম্যালওয়্যারের যেকোন বহিঃআক্রমণ ও ডিসপ্লেসজনিত ফেইলিওর থেকে।
নিখুঁত হিসাব
ডিভাইসের পারফরম্যান্স বজায় রাখতে পরিমিত যন্ত্রাংশের ব্যবহার এবং সর্বোচ্চ সংখ্যক বাড়তি হার্ডওয়্যার কমিয়ে রাখা হয়ছে। এতে প্রয়োজনীয় ক্ষেত্রে খুব সহজেই রেসপন্স করতে পারে Compute Card টি।
অনিন্দ্য ডিজাইন
যেহেতু পুরো একটি কম্পিউটারের প্রোগ্রাম পকেট সাইজ এই ডিভাইসে করা আছে, তাই ডিজাইনে বাহুল্যতা থাকবে না, স্বাভাবিক। তবে সাদামাটা আকারেও রয়েছে সৃষ্টিশীলতার ছাপ। স্লিম ও স্লিক ডিজাইনের এই ডিভাইস জুড়ে দেয়া হয়েছে সিলভার কালারের প্রলেপ। উপরের দিকে থাকা ডার্ক গ্রে স্ট্রিপ এবং নিচের ডান দিকে ইন্টেলের ট্রেডমার্ক লোগো ডিভাইসটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণে।
বিদ্যুৎ সাশ্রয়ী ও নিম্ন তাপমাত্রা
Intel Compute Card এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে দীর্ঘক্ষণ চলার পরও এর তাপমাত্রা খুব বেশি বাড়ে না। এর প্রধান কারণ হচ্ছে এতে ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ। মাত্র 12V বিদ্যুতে চলে ডিভাইসটি, তাই উৎপাদিত তাপমাত্রাও অনেক কম।
সহজ আপগ্রেডেশন
সময় ও চাহিদার সাথে তাল মিলিয়ে খুব সহজেই আপগ্রেড করা যায় Intel Compute Card। ফলে নতুন কোন সংস্করণ আসলে তার আকর্ষণীয় ফিচারগুলো উপভোগ করা যাবে আগের কার্ডে। এর ফলে ডিভাইসের লাইফ টাইম নিয়েও ভাবনার অবকাশ থাকে না।
ঝামেলামুক্ত মেইনটেন্যান্স
ডিভাইসের হার্ডওয়্যর রিপ্লেস খুবই সহজ। পুরনো Intel Compute Card টি খুলে নতুন একটি বসিয়ে দিলেই হলো। ব্যস!