Posted On January 21, 2020 By In Product Review, Slider With 953 Views

Dell Inspiron 13 7000 2-in-1 Black Edition Laptop

Product Id: 33.013.1237

গ্রাহকদের জন্য নতুন চমক নিয়ে এসেছে ডেল। মার্কিন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি তাদের নোটবুক বহরে যোগ করেছে নতুন ফিচারযুক্ত আকর্ষণীয়, স্টাইলিস্ট ও পাওয়ারফুল ডিভাইস। Inspiron সিরিজের 13 7000 মডেলের এই টু-ইন-ওয়ান নোটবুকের অভাবনীয় ফিচার নিয়েই সাজানো হয়েছে এই আর্টিকেল।

Design hinging on innovation

13.3 ইঞ্চির এই টু-ইন-ওয়ান নোটবুকে দেয়া হয়েছে ইনোভেটিভ হিঞ্জ। এতে রয়েছে ফুল সাইজ পেন স্টোরেজ, যা যে কেউ ‍খুব সহজেই ব্যবহার করতে পারেন। ফ্লেক্সিবল ফিচার্সের 4k UHD ডিসপ্লে রেজুলেশনের স্ক্রিন দেয় ক্রিস্টাল ক্লিয়ার লাইভ ইমেজ ও ভিডিও। 10th Gen Intel® Core i5 প্রসেসরের এ্ নোটবুক দেয় স্মুথ পারফর‌ম্যান্স।

The ultimate personal theater experience.

অবিশ্বাস্য কালার পারফরম্যান্স, স্মুথ স্ট্রিমিং এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড দেয় ছোট পর্দায় হোম থিয়েটারের অনুভূতি। Inspiron 13 7000-এর সিনেম্যাটিক ফিচারে রয়েছে-

Cinema Color: Inspiron 13 7000 এর প্রতিটি বিটের ভিজ্যুয়ালে রয়েছে পরিপার্শ্বের বাস্তব অনুভূতি। Dell Color Profiles –এর ভাইব্রেন্ট কালার ও ডিটেইল দেয় অভাবনীয় ছবি। HDR কন্টেন্ট এর ডায়ানামিক রেঞ্জ এবং Dolby Vision এর অসীম ডিপ ব্ল্যাক ও ড্যাজলিং ব্রাইটস ছবিকে আরও প্রাণবন্ত করে তোলে।

Cinema Sound: বিশেষ এই নোটবুকে থাকা MaxxAudio® Pro ভলিউমের প্রতিটি টোন পরিষ্কারভাবে উপস্থাপন করে, ফলে দর্শক-শ্রোতা পান অভাবনীয় অডিও অনুভূতি।

Cinema Stream: Inspiron 13 7000-এর সিনেম্যাটিক স্ট্রিমিং দেয় Smart Byte চ্যানেল। চমকপ্রদ এই ফিচারটি ভিডিও ও মিউজিকের ক্ষেত্রে নিরবিচ্ছিন্নভাবে যোগান দেয় সর্বোচ্চ পরিমাণ ব্যান্ডউইথ, যা গ্রাহককে দেয় শাটার-ফ্রি অডিও-ভিজ্যুয়াল অভিজ্ঞতা।

Innovation made convenient

Built-in storage:  Inspiron 13 7000 -এর ডিজাইনে রয়েছে অভিনবত্ব। নোটবুকটির ইনোভেটিভ হিঞ্জে দেয়া হয়েছে ফুল-সাইজ Dell Active Pen গ্যারেজ। এর ফলে চালু বা বন্ধ, যে কোন অবস্থায় পেন নেয়া বা রাখা সম্ভব।

Convenience at hand: নোটবুকে থাকা Dell Active Pen ব্যবহার করে স্কেচ, নোট তৈরি, লিখা কিংবা যেকোন ডিজাইন করা যায়।

Stay cool: তাপ অপসারণ করে নোটবুকের তাপমাত্রার ভারসাম্য রক্ষার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে Inspiron 13 7000 –এর হিঞ্জ।

Productivity comes in four modes

Four modes: ইনোভেটিভ ও ভার্সেটাইল ডিজাইনের লাইট-ওয়েট Inspiron 13 7000 টু-ইন-ওয়ান নোটবুক খুব সহজেই এর মোড বদলে ব্যবহার করা যায়। চারটি মোডের এই নোটবুক বিমান বা যেকোন যাত্রাপথে বিনোদনের জন্য স্ট্যান্ড মোড, লেখালিখির জন্য ল্যাপটপ মোড, যেকোন ক্রিয়েটিভ কাজের জন্য ট্যাবলেট মোড।

Thunderbolt™ 3: দ্রুতগতির কানেক্টিভিটির জন্য Thunderbolt™ 3 সমর্থিত USB Type-C™ পোর্ট চার্জিং বা মাল্টিপল ডিভাইস কানেকটিংয়ের ক্ষেত্রে কাজ করে। এর মাধ্যমে USB 3.1 Gen 1 এর চেয়ে আটগুণ গতিতে অর্থাৎ 40Gbps লাইটনিং স্পিডে ডেটা ট্রান্সফার সম্ভব।

Adaptive Thermals: Inspiron 13 7000 এর থার্মাল সিস্টেমে ব্যবহার করা হয়েছে আর্টিফিসিয়েল ইন্টেলিজেন্সি, যা ইউজারের ব্যবহারের ধরণ বুঝে তাপমাত্রা নিঃসরণ করে। হাতে, কোলের উপরে কিংবা টেবিলের মত জায়গার প্রতিটি ক্ষেত্রে আলাদা তাপ উৎপন্ন করে। এর ফলে গ্রাহক কখনোই বিরক্ত হবেন না।

All the little extras: কর্টানার অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে ভয়েস কমান্ড দিয়ে দৈনন্দিন কাজ চালানো কিংবা Windows Hello এর মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট লগ-ইন থেকে শুরু করে কাজের ক্ষেত্রে প্রতিটি টাচ দেয় অনন্য অনুভূতি।

Express Charge Boost™: Dell Inspiron 13 7000 নোটবুকের আরেকটি চমকপ্রদ ফিচার এর ফাস্ট চার্জিং সুবিধা। এতে থাকা Express Charge Boost™ মাত্র 20 মিনিটেই 0 থেকে 35% চার্জ তুলতে সক্ষম। এক ঘন্টায় এটি 80% চার্জ ভরাতে পারে, যা দিয়ে গ্রাহক সারাদিন ব্যাকআপ পাবেন কাজের ক্ষেত্রে।

Sleek design. Seamless experience

Narrow border: ডিসপ্লে’র তিন দিকে থাকা ন্যারো বর্ডায় নোটবুককে কিছুটা ছোট আকার দান করে। এর 4k UHD টাচ সেন্সর সমৃদ্ধ ওয়াইড-অ্যাঙ্গেল ডিসপ্লে দর্শনানুভূতি বাড়ায়।

Hinge like no other: Dell Inspiron 13 7000 নোটবুকের অনন্য বিষয় এর ব্যতিক্রমধর্মী হিঞ্জ। এটি ভাঁজ করা অবস্থায় সমান্তরাল থাকায় ব্যাক ডিজাইনে এনেছে অভিনবত্ব। তাছাড়া ল্যাপটপ, ট্যাবলেট বা অন্য কোন মোডে ব্যবহারের ক্ষেত্রে এটি একেবারে মানানসই হিসেবে তৈরি।

Perfecting metals: নোটবুকের উভয় সারফেসে ব্যবহার করা হয়েছে অ্যানোডাইড্জ হেয়ারলাইন্ড এবং ডায়মন্ড কাট হারমোনাইজ্ড অ্যালুমিনিয়াম, যা হাতে খুব সহজেই গ্রিপ হয় এবং পাম রেস্ট বা ট্র্যাক প্যাড ব্যবহারের জন্য বাড়তি কমফোর্ট দেয়।

Premium keyboard: স্লিক ডিজাইনের ফিঙ্গারপ্রিন্ট রিডার পিসির পাওয়ার বাটন হিসেবে কাজ করে। এটি একবার স্পর্শ করার মাধ্যমেই খুব সহজেই পিসি স্টার্ট ও লক থাকলে লগ-ইন করা সম্ভব।

Perfection inside and out

More memory: 8GB LPDDR3 মেমোরির Inspiron 13 7000 নোটবুকে মেমোরি 16GB পর্যন্ত বাড়ানো সম্ভব। যা এর পারফরম্যান্সেরসাথে ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে প্রভাব রাখে। একাধিক প্রোগ্রাম চালানোর ক্ষেত্রে কোন ধরণের ল্যাগিংয়ের বাজে অনুভূতি থাকবে না এতে।

Processor power: 10th Gen Intel® Core i5 প্রসেসর থাকায় পর্যাপ্ত প্রসেসিং পাওয়ার প্রদান করে Inspiron 13 7000। 1.60 থেকে 4.20GHz ক্লকস্পিডের এই জিপিইউ সিনেমা স্ট্রিমিংসহ বিনোদনের সমস্ত প্রোগ্রাম স্মুথলি চালানতে সহায়ক।

Solid-state drive: 512GB স্টোরেজের PCIe NVMe SSD দেয় ফাস্টার রেসপন্স টাইম ও ডেটা ট্রান্সফারের অভিজ্ঞতা। পাশাপাশি প্রথাগত HDD বা SATA SSD –এর তুলনায় শক রেজিস্ট্যান্ট কমেয় দেয় চার ভাগ।

Capture it all

একটি টিপিক্যাল নোটবুক হিসেবে Inspiron 13 7000 কে ভাবলে ভুল হবে। কারণ এতে রয়েছে অটোফোকাস সমৃদ্ধ হাই-এন্ড ক্যামেরা, যা দেয় নিঁখুত ছবি ও HD মানের ভিডিও।

4-element lens: Dell এর বিশেষ এই নোটবুকে ব্যবহার করা হয়েছে 4-element ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, যা সাধারণ মানের ওয়েবক্যামের চেয়ে কয়েকগুণ শার্প ছবি দেয়।

Active alignment: Inspiron 13 7000 -এর ওয়েবক্যাম সেটআপের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে ক্যামেরা প্রস্তুতের উন্নত মেশিনারি, যা এর লেন্সের নিখুঁত গঠন নিশ্চিত করার পাশাপাশি পয়েণ্ট-টু-ফোকাসে আনে অভিনবত্ব।

Temporal noise reduction: ছবি ও ভিডিও কোয়ালিটিতে কোন রকম ছাড় দেয় নি Dell। এর জন্য Inspiron 13 7000 এর বিল্ট-ইন ক্যামেরায় দিয়েছে Advanced Noise Reduction ফিচার, যা যে কোন মুভমেন্টে ব্যবহারের ক্ষেত্রেও ভাল ভিডিও প্রদান করে এবং স্বল্প আলোয় কোন ব্লার সৃষ্টি করে না।

Miniaturization: Inspiron 13 7000 –এর সরু বেজেলে প্রতিস্থাপিত তুলনামূলক ক্ষুদ্রাকৃতির হলেও ওয়াইড অ্যাঙ্গেল ও নিঁখুত ডিটেইলের এই ক্যামেরায় দারুণ রেসপন্সিভ ছবি বা ভিডিও করা যায়।

Unite your devices with Dell Mobile Connect

Seamless PC/smartphone integration: মাল্টিপল ডিভাইস কানেক্টিভিটির ক্ষেত্রে Inspiron 13 7000 –এ ব্যবহৃত হয়েছে Dell Mobile Connect, যা অ্যান্ড্রয়েড বা অ্যাপলের আইওএস ডিভাইসের সাথে খুব সহজেই নোটবুকের পেয়ার তৈরি করে।

Limit disruptions: Dell Mobile Connect এর মাধ্যমে মোবাইল ফোনে আসা বিভিন্ন মেসেজ ও নোটিফিকেশন, ফোনকল বা এসএমএস Inspiron 13 7000 –এ দেখতে এবং তার প্রতিউত্তর দেয়ার সুযোগ রয়েছে।

Maintain your privacy: মোবাইল ডিভাইসের সাথে যুক্ত থাকায় বেশ কিছু সমস্যার উদ্ভব হবার সম্ভাবনা থাকে। বিশেষত অনলাইন স্প্যামিং, অনিরাপদ ইন্টারনেট সংযোগ, ম্যালওয়ার হুমকি কিংবা তথ্য বিনষ্ট বা চুরির মত ব্যাপার। এমন সব সমস্যার ক্ষেত্রে Dell Mobile Connect এর পয়েন্ট-টু-পয়েণ্ট সিকিউরিটি প্রদান করে।

Ports & Slots

Dell Inspiron 13 7000 তে পোর্ট ও স্লট হিসেবে রয়েছে-

  1. 3:1 Micro SD Card Reader
  2. Universal audio jack
  3. USB 3.1 Gen 1
  4. Power
  5. HDMI 2.0
  6. Thunderbolt™ 3 with Power Delivery & Display Port

Dimensions & Weight

  1. Height: 13.66mm – 15.90mm (0.54″ – 0.63″)
  2. Width: 306.76mm (12.08″)
  3. Depth: 215.92mm (8.5″)

Weight: 1.4kg (3.09lbs)2

 

Tech Specs

Processor: 10th Intel Intel Core i5 10210U

Processor Clock Speed: 1.60-4.20GHz

CPU Cache: 6MB

Ram: 8GB

Built-In Ram: 8GB

Ram Type: LPDDR3

RAM Bus: 2133 MHz

Storage: 512GB PCIe SSD

Display Size (Inch): 13.3

Display Type: FHD LED

Display Resolution: 1920×1080 (WxH) FHD

Optical Device: No

Graphics Chipset: Intel UHD Graphics

Graphics Memory: Shared

Networking: WiFi, Bluetooth, Card Reader, Webcam

USB Port: 1 x Thunderbolt 3, 1 x USB3.1 Gen 1

Video Port: HDMI, Thunderbolt 3

Audio Port: Combo

Finger Print: Yes

Keyboard Back-lit: Yes

Operating System: Win-10 Home

Battery: 4 Cell

Body Material: Stamped Aluminum

Color: Black

Weight: 1.4Kg

Specialty: Dell Active Pen, Finger Print Sensor, Backlit KeyBoard, 2 in 1 Notebook, FHD Truelife Touch Narrow Border WVA Display with Active Pen support, HD Camera (720p), Stereo Speakers with Waves MaxxAudio Pro tuning, Integrated Dual Array Microphones, Precision Touchpad

Other Features: SSD Type: M.2 PCIe NVMe, 1 x Power (4.5mm barrel), Slots: 3:1 Micro SD Card Reader, Wireless: 802.11ac 2×2 WiFi and Bluetooth

Part No: JEDI13CML2005020-2Y

Warranty: 2 year (2 year for Battery and Adapter)

Made in/ Assemble: China

Country Of Origin: USA

About

Marketing & Communications Ryans Computers