Posted On January 20, 2020 By In Product Review, Slider With 1649 Views

পাওয়ারফুল পকেট সাইজ ডেস্কটপ Gigabyte BRIX PC GB-BKi3HA-7100

Product Id: 58.03.018.06

ডেস্কটপ মানেই টেবিলেজুড়ে দশাসই বাক্স আকৃতির কম্পিউটার মেশিন, এমন ধারণা বদলাতে শুরু করেছে। প্রযুক্তির অভূতপূর্ব উন্নয়নে ‘ডেস্কটপ’ শব্দটি কেবল নামেই থেকে যাচ্ছে, বাস্তবে শক্তিশালী কম্পিউটার এঁটে যাচ্ছে পকেটে।

এই ধারাবাহিকতার অনন্য উদ্ভাবন Gigabyte BRIX PC GB-BKi3HA-7100। ক্ষুদ্রাকৃতির অথচ শক্তিশালী এই ডেস্কটপ মেশিনের উল্লেখযোগ্য ফিচার ও স্পেসিফিকেশন উপস্থাপন করা হয়েছে এই আর্টিকেলে।

The Perfect Fit for Any Space

বিশ্বখ্যাত আইটি ব্র্যান্ড গিগাবাইট এর এই আল্ট্রা-কম্প্যাক্ট পিসি ডিজাইন করা হয়েছে সুদৃশ্য ব্রাশ্ড অ্যালুমিনিয়াম চ্যাসিসে। ফলে ঘরে, অফিসে বা বিভিন্ন প্রতিষ্ঠান ও বাণিজ্যিক কেন্দ্রে সহজে ব্যবহার যোগ্য এই কম্পিউটার সৌন্দর্য বাড়িয়ে দেয়। জায়গার অভাব বা তারের জঞ্জাল থেকে মুক্ত করে চমৎকার কম্পিউটিং অভিজ্ঞতা দিতেই BRIX ডিজাইন করেছে Gigabyte।

The Perfect Compact Home PC

বাসাবাড়িতে ব্যবহারের ক্ষেত্রে যেসব স্থানে রেখে উপভোগ করা যাবে ‘ডেস্কটপ কম্পিউটিং’

  • বসার ঘর
  • শোবার ঘর
  • রান্নাঘর
  • পড়ার ঘর

Vertical Markets

বিভিন্ন যেসব প্রতিষ্ঠানের জন্য BRIX উপযোগী-

  • স্কুল/কলেজ
  • শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাব
  • পাঠাগার
  • হাসপাতাল/মেডিক্যাল পণ্য সনাক্তকরণে
  • সরকারি অফিস

An Ultimate Graphics Powerhouse

BRIX কেবল হালকা কাজের জন্যই নয়, বরং এর দ্বারা হাই-এন্ড কাজও সম্ভব, যেমন-

  • থ্রিডি গেমস
  • মাল্টি-মিডিয়া প্রোডাকশন
  • ভিডিও এডিটিং
  • থ্রিডি ডিজাইন

Powerful Commercial Applications

বাণিজ্যিক বিভিন্ন কারখানার কাজ, যেমন-

  • ফ্যাক্টরি টেস্টিং মেশিন
  • ব্যাংকের এটিএম বুথ
  • গার্মেন্ট ইকুয়িপমেন্ট
  • ভেন্ডিং মেশিন
  • সিকিউরিটি সিস্টেম

At the Office

  • অফিসের ভিন্ন কাজ যেমন-
  • মিটিংরুম ডিভাইস
  • ওয়ার্কস্টেশন
  • স্টুডিও
  • ফ্রিল্যান্স অফিস স্পেস হিসেবে ব্যবহার করা যায়।

Simpler and Smarter Digital Life

  • এছাড়া দৈনন্দিন নানা প্রয়োজনীয় ক্ষেত্রে যেমন-
  • শপিংমল সাইনবোর্ড, স্পিল্ট-ফ্ল্যাপ ডিসপ্লে
  • স্কোরবোর্ড সিস্টেম
  • ইনডোর/আউটডোর এলইডি ডিসপ্লে অপারেটিংয়ের কাজ ইত্যাদি।


Intel® 7th Generation Core™ Processors

গিগাবাইটের BRIX –এর ব্যবহার করা হয়েছে 7th Gen Intel Core i3 7100U প্রসেসর। 7th Gen মাইক্রোচিপের পাওয়ার ইফিশিয়েন্ট মাইক্রো-আর্কিটেকচার, অ্যাডভান্সড প্রসেস টেকনোলজি এবং সিলিকন অপ্টিমাইজেশন দ্রুততম পারফরম্যান্স প্রদান করে।

Graphics that Captivate

Intel HD Graphics 620 আগের ভার্সনের BRIX –এর চেয়ে 10% বেশি পারফরম্যান্স প্রদান করে। এর ফলে এই মেশিন দিয়ে হাই-রেজুলেশন ভিডিও এডিট, ক্রিয়েট, শেয়ার ও বেশকিছু গেমও খেলা যায়। এর মিডিয়া ইঞ্জিনে 10-bit HEVC থাকায় হার্ডওয়্যার এক্সেলারেশন বৃদ্ধি পায়। এর ফলে BRIX এর মাধ্যমে 4K UHD মানের ভিডিও উপভোগ করা যায় কোন ল্যাগিং ছাড়াই।

Fast USB 3.1 Solution

কানেক্টিভিটির ক্ষেত্রে BRIX –এ ব্যবহার করা হয়েছে সর্বশেষ সংস্করণের USB 3.1। 10Gb/s ট্রান্সফার গতির এই কানেক্টর USB 3.0 এর চেয়ে দ্বিগুণ দ্রুততর।

 

Connecting the Future – USB Type-C™: The World’s Next Universal Connector

Reversible USB Type-C™ with USB 3.1

10Gb/s ট্রান্সফার গতির USB 3.1 কে পূর্ণ সমর্থন দেয় BRIX –এর USB Type-C™ কানেক্টর।

USB 3.0 and Network Connectivity

দ্রুততম নেটওয়ার্ক কানেক্টিভিটির ক্ষেত্রে GIGABYTE BRIX™ -তে রয়েছে M.2 মডিউল। এতে রয়েছে IEEE 802.11ac Wi-Fi এবং সর্বশেষ সংস্করণের Bluetooth 4.2 যা স্বল্প পাওয়ার ব্লুটুথ ডিভাইস ও পেরিফেরালের ক্ষেত্রেও খুবই সাবলীলভাবে কাজ করে।

SuperSpeed 4K HD Entertainment

মাল্টি-মিডিয়া কানেক্টিভিটি অপশন হিসেবে ডিভাইসটিতে রয়েছে HDMI 2.0। পাশাপাশি এটি HDCP 2.2 সমর্থন করে। BRIX™ 60Hz –এ 4K রেজুলেশনের ভিডিও সমর্থন করে যা, যেকোন UHD মনিটরে দেয় প্রাণবন্ত ডিসপ্লে।

Multi-display productivity with HDMI 2.0 & DisplayPort++

বাড়তি গ্রাফিক্স কার্ড ছাড়াই BRIX -এর HDMI 2.0 এবং একটি DisplayPort ++ এর মাধ্যমে তিনটি আলাদা ডিসপ্লে কানেক্ট করা যায়। DisplayPort ++ এর ডেইজি-চেইন কানেরকশনের মাধ্যেমে সমান রেজুলেশনে একই সাথে তিনটি ডিসপ্লে চালানো সম্ভব।

 

Enjoy Always Available Responsiveness With Intel® Ready Mode Technology

Intel® Ready Mode Technology থাকার কারণে GIGABYTE BRIX চালু বা বন্ধ করতে বাড়তি সময়ের প্রয়োজন হয় না। প্রথাগত Sleep মোড এর পরিবর্তে সরাসরি বন্ধ হয় বলে মোবাইল ফোন বা ট্যাবলেটের মত এর চার্জ শোষণও কম।

এছাড়া Intel® Ready Mode Technology থাকায় আরও যেসব সুবিধা মিলবে-

Access Your Digital Files – From Anywhere, Anytime

রিমোট অ্যাক্সেসের মাধ্যমে যেকোন অবস্থান থকে পিসি’র অ্যাপলিকেশন চালানো যায় স্মার্টফোন কিংবা ট্যাবলেটের মতই।

Get Help From Your Digital Assistant Just by Asking

Microsoft Windows® 10 অপারেটিং সিস্টেম চালিত হবার কারণে BRIX –এ কর্টানায় ভয়েস কমান্ড দিয়ে যেকোন কাজ অনায়াসে করা যায়।

Keep Everything Up-to-Date With Automatic Syncing

Intel® Ready Mode Technology থাকায় পিসিতে ছবি বা যেকোন ফাইল স্বয়ংক্রিয়ভাবে অনায়াসে সিঙ্ক করা সম্ভব। ফলে বাসা কিংবা অফিস, যেকোন অবস্থান থেকে প্রয়োজনীয় কাজটি করে নেয়া যায়।

VESA Support

GIGABYTE BRIX এর সাথে VESA ব্রাকেট থাকায় মনিটর কিংবা HDTV এর সাথে অনায়াসেই মাউন্ট করা যায়। ফলে প্লেসিং নিয়েও কোন সমস্যায় পড়তে হয় না। BRIX এর এই VESA-compliant ডিসপ্লে, টিভি কিংবা ডিজিটাল সাইন ইউনিটে যুক্ত থাকা সত্ত্বেও ফুল ফিচার পিসির মতই ব্যবহার করা যায়।

2.5″ Hard Drive Support

6 Gb/s গতির SATA III হাই-স্পিড ডেটা ট্রান্সফার টেকনোলজি ব্যবহার করায় GIGABYTE BRIX এ 2.5” SATA 6Gbps HDD বা SSD এর পাশাপাশি একটি M.2 2280 SSD মডিউলও রয়েছে। যা ডেটা ট্রান্সফারে দেবে উচ্চত গতি।

Join The Optane Revolution

সবশেষ Intel® Optane™ Memory –এর ব্যবহার GIGABYTE BRIX -এ যুগান্তকারী পরিবর্তন এনেছে। ইন্টেল উদ্ভাবিত নন-ভোলাটাইল ঘরানার বিশেষ এই মেমোরি প্রথাগত স্টোরেজের চেয়ে কয়েকগুণ দ্রুত কাজ করে। ফলে, কম্পিউটার চালু-বন্ধসহ সামগ্রিক পারফরম্যান্সে দেয় গতিশীল অভিজ্ঞতা।

Tech Spec

Model: Gigabyte BRIX PC GB-BKi3HA-7100

Processor Brand: Intel

Processor Type: 7th Gen. Intel Core i3

Processor Model: 7th Gen Intel Core i3 7100U

Processor Clock Speed: 2.4GHz

Ram Type: DDR4 2133MHz

Max. Ram Support: 32GB

Expansion Ram Slot: 2

HDD Type: SATA + SSD

Graphics Chipset: Intel HD Graphics 620

Graphics Memory: Shared

Display Port: HDMI, Mini DP

Networking: LAN, WiFi, Bluetooth

USB Port: 1 x USB3.1 type C, 1 x USB3.1, 2 x USB3.0

Audio Chipset: Realtek ALC255

Audio Port: 1 x Headphone jack with MIC

Operating System: Free-Dos

Others: 1 x M2

Warranty: 3 year

About

Marketing & Communications Ryans Computers