Posted On November 18, 2019 By In Product Review, Slider With 1514 Views

Samsung ও Lexar ব্র্যান্ডের মাইক্রো-এসডি কার্ডের তুলনা

Non-volatile ঘরানার স্টোরেজ ডিভাইসের মধ্যে বর্তমানে সবচেয়ে প্রচলিত ও বহুমাত্রিক কাজে ব্যবহৃত মেমোরি চিপ হচ্ছে মাইক্রো-এসডি। 15mm X 11mm X 0.7mm আকারের ক্ষুদ্র এই মেমোরি চিপ SD কার্ডের একচতুর্থাংশ হলেও SD, Mini SD কার্ড স্লটের মাধ্যমে মাইক্রো SD কার্ড যেকোন আকারের কার্ডের অ্যাডাপ্টারে চলতে সক্ষম।
ফলে বিভিন্ন বহনযোগ্য বিভিন্ন ডিভাইস যেমন- ডিজিটাল ভিডিও ক্যামকোর্ডার, ডিজিটাল ক্যামেরা, অডিও প্লেয়ার, মোবাইল ফোন ইত্যাদির মত ডিভাইসে ব্যবহার করা যায় অনায়াসে।
দ্রুততর ডেটা ট্রান্সফারের জন্য পরিচিত microSDHC™ ও microSDXC™ ফরম্যাটের স্যামসাং ও লেক্সার ব্র্যান্ডের মাইক্রো-এসডি কার্ডের তুলনা উপস্থাপন করা হয়েছে এই আর্টিকেলে।

মেমোরি সল্যুশন হিসেবে টেক জায়ান্ট স্যামসাংয়ের EVO চমৎকার একটি প্যাকেজ। হাই-এন্ড কাজের জন্য দারুণ উপযোগী এই non-volatile memory ডিভাইস। এর মাইক্রো-এসডি কার্ডগুলোর বিশেষত্ব হিসেবে যেসব ফিচার রয়েছে-
গ্রেড ৩, ক্লাস ১০ এর গতি:
মেমোরি কার্ডের Speed Class রেটিং এর minimum speed সম্পর্কে ধারণা দেয়। পাশাপাশি এটি HD ভিডিও ও হাই রেজুলেশন ছবি উপযোগী কি না, বা হলেও কতটা পারফরম্যান্স কেমন সেটি জানা যায়। ক্লাস রেটিং ঠিক কত পরিমাণে ডেটা স্ট্রিম করে, তা জানতে সহায়তা করে।
মেমোরির ক্লাস ১০ নির্দেশ করে এর সর্বনিম্ন ডেটা ট্রান্সফার রেট 10MB/s এবং এর গ্রেড ৩ জানান দেয় ফুলএইচডি রেজুলেশনের ভিডিও ফুটেজ ট্রান্সফার রেট 30MB/s।
৪ প্রুফ:
যেকোন পরিস্থিতিতে ব্যবহার উপযোগী Samsung EVO microSD Card গ্রাহককে দেবে ডেটা সুরক্ষার নিশ্চয়তা।
ওয়াটার প্রুফ এই মেমোরি কার্ড অন্তত ২৪ ঘন্টা পর্যন্ত সমুদ্রের পানিতে অক্ষত থাকতে পারে।
টেম্পারেচার প্রুফ মেমেরি চিপটি মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ ৮৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পার্থক্যেও সচল থাকতে সক্ষম।
এক্স-রে প্রুফ হওয়ায় এক্স-রে মেশিনের মধ্যেও কোন রকম সমস্যা ঘটবে না এই মেমোরির।
ম্যাগনেটিভ প্রুফ এই মেমোরি চিপ হোম থিয়েটার স্পিকারের ম্যাগনেটিভ ফিল্ড থেকেও ১৩ গুণ শক্তিশালী চৌম্বকীয় বিকিরণে অক্ষত থাকতে সক্ষম।
ক্যাপাসিটি:
গ্রাহকের চাহিদা বুঝে পাঁচটি আলাদা ক্যাপাসিটির মেমোরি কার্ড তৈরি করেছে স্যামসাং। এগুলো হচ্ছে ‎8 GB‎, 16 GB‎, 32 GB, 64 GB এবং 128 GB। ক্যাপাসিটির পার্থক্য থাকলেও EVO microSD Card-এ স্পেসিফিকেশনের কোন তারতম্য নেই।
স্পিড:
EVO microSD এর ডেটা ট্রান্সফার স্পিড 48 MB/s। এর রাইট স্পিড ট্রান্সফার স্পিডের তুলনায় কিছুটা স্লথ।
টেম্পারেচার:
মেমোরিটির অপারেটিং টেম্পারেচার -25° থেকে 85° C এবং স্টোরেজ টেম্পারেচার -40° থেকে 85° C।
ওয়ারেন্টি:
EVO microSD Card-এ স্যামসাং রেখেছে ১০ বছরের দীর্ঘ ওয়ারেন্টি। তবে এসডি অ্যাডাপ্টারের ক্ষেত্রে তা ১ বছরের।

মেমোরির জগতে বড় নাম লেক্সার। হাই-পারফরমার সব মেমোরির জন্য বিশেষ খ্যাতি রয়েছে প্রতিষ্ঠানটির। এর মাইক্রো-এসডি কার্ড সম্পর্কে দেখে নেয়া যাক।
ক্যাপাসিটি:
Lexar® সর্বনিম্ন 32 GB থেকে শুরু করে 215 GB পর্যন্ত পাঁচটি ক্যাপাসিটির মাইক্রোএসডি কার্ড তৈরি করে। অবশ্য ক্যাপাসিটিভেদে এর স্পেসিফিকেশনেও তারতম্য রয়েছে। যেমন-
32 GB মেমোরি A1 প্রযুক্তির গ্রেড 3 এর SDHC ঘরানার একটি কার্ড। ক্লাস 10 এর এই Video Speed Class (V10) মেমোরির গতি 10MB/s। এর ডেটা রিড স্পিড 95MB/s।
64 GB -এ A1 প্রযুক্তির গ্রেড 3 এর SDXC ঘরানার কার্ডেও ক্লাস 10 স্পিড দেয়া হয়েছে। এর Video Speed Class (V30) মেমোরির গতি 30MB/s। ডেটা রিড স্পিড 95MB/s এবং রাইট স্পিড 45MB/s।
128 GB মেমোরির কার্ডটি A1 প্রযুক্তির গ্রেড 3 এর SDXC ঘরানার, যাতে ক্লাস 10 স্পিড, V30 দেয়া হয়েছে। এর ডেটা রিড স্পিড 95MB/s এবং রাইট স্পিড 45MB/s।
256 GB কার্ডটির কনফিগারেশন 128GB এর অনূরূপ, কেবল স্টোরেজ ক্যাপাসিটি দ্বিগুণ।
512 GB স্টোরেজটিতে A2 প্রযুক্তির গ্রেড 3 ব্যবহার করা হয়েছে। SDXC ঘরানার কার্ডটিরে ক্লাস 10, Video Speed Class (V30) মেমোরির গতি 30MB/s। ডেটা রিড স্পিড 100MB/s এবং রাইট স্পিড 70MB/s।
টেম্পারেচার:
Lexar® High-Performance মেমোরির অপারেটিং টেম্পারেচার 0° থেকে 70° C এবং স্টোরেজ টেম্পারেচার -25° থেকে 85° C।
ওয়ারেন্টি:
বাংলাদেশের বাজারে লেক্সারের মাইক্রো-এসডির জন্য ৫ বছর এবং অ্যাডাপ্টারের জন্য ১ বছরের ওয়ারেন্টি থাকলেও মধ্য ইউরোপে তা ১০ বছরের।

About

Marketing & Communications Ryans Computers