Posted On September 3, 2019 By In Product Review, Slider With 1007 Views

Sales Manual on Nintendo Switch Gaming Console with Audio

Nintendo Switch Gaming Console

With Neon Blue and Neon Red Joy-Con

Product Id 143.768.02

প্লেস্টেশন, এক্সবক্সের মত বিশ্বব্যাপী জনপ্রিয় গেমিং কনসোল নিন্তেন্দো সুইচ। জাপানভিত্তিক প্রতিষ্ঠান নিন্তেন্দো প্ল্যাটফর্ম টেকনোলজি ডেভেলপমেন্ট এর এই অনন্য ভিডিও গেম সার্ভিস সর্বপ্রথম রিলিজ হয় ৩ মার্চ ২০১৭ তারিখে।

হাই পারফর্মার এই হাইব্রিড কনসোলটির সাথে অন্য গেমিং কনসোলের পার্থক্য হচ্ছে এটি মোবাইল ফোনের মত পকেটে বহন করা যায়। এতে রয়েছে ওয়্যারলেস জয়-কন কন্ট্রোলার। অনন্য ডিজাইনের এই কনসোলটির জয়-কন মডেলভেদে তিনটি রঙের হয়ে থাকে। নিওন-রেড, গ্রে, এবং ইয়োলো।

দেশের গেমার ও গেম লাভারদের অনন্য গেমিং অভিজ্ঞতা দিতে নিওন-রেড জয়-কন বিশিষ্ট কনসোলটি রায়ান্স কম্পিউটার্সই একমাত্র বাজারজাত করছে।

চমকপ্রদ এই গেমিং কনসোলটির উল্লেখযোগ্য কিছু ফিচার ও কনফিগারেশন জেনে নেয়া যাবে এই ম্যানুয়াল থেকে।

Nintendo Switch Gaming Console স্পেসিফিকেশন:

Brand:   Nintendo

Model:  Nintendo Switch

Color:     Neon-Red

Others:  Gaming Console With Neon Blue and Neon Red Joy-Con, This bundle includes the Nintendo Switch console and Nintendo Switch dock in black, with contrasting left and right Joy-Con controllers-one red, one blue, It also includes all the extras need to get star

Accessories:        Nintendo Switch Console, Joy-Con (L) Neon Blue, Joy-Con Wrist Straps, High Speed HDMI Cable, Nintendo Switch Dock, Joy-Con (R) Neon Red, Joy-Con Grip, Nintendo Switch AC Adapter

Warranty:            No warranty

থ্রি-ইন-ওয়ান মোড

পাইওনিয়ার এই গেমিং কনসোলটি ডিজাইন করা হয়েছে গ্রাহকের সুবিধার করা বিবেচনা করে। ফলে একই ডিভাইস তিনটি ভিন্ন আঙ্গিকে ব্যবহার করা যাবে।

১. টিভি মোড: নিন্তেন্দো সুইচ ডকের সাথে লাগিয়ে বড় ডিসপ্লে’র টিভির সাথে সংযোগ করা যায়। ফলে ফুল এইচডি গেমগুলোর রিয়েল ফিল পেতে টিভি মোড ব্যবহার করতে পারবেন গেমার রা।

২. টেবিলটপ মোড: ট্যাবলেটের মত ডেস্ক বা টেবিলের উপর ডিভাইসটির বিল্ট-ইন সাপোর্ট ব্যবহার করে হেলানো অবস্থায় রেখে জয়-কন হাতে নিয়ে খুব সহজেই উপভোগ করা যায় এক্সক্লুসিভ সব ভিডিও গেম।

৩. হ্যান্ডহেল্ড মোড: সুইচটির দুই পাশে হ্যান্ড্স-ফ্রি জয়-কন লাগিয়ে স্মার্টফোনের মত করে অনায়াসে দারুণ সব গেম উপভোগ করা যায় নিন্তেন্দো সুইচে।

এক্সক্লুসিভ গেম কন্ট্রোলার: জয়-কন

গেমিং কনসোলের কন্ট্রোলার ধারণায় অভিনব এক আবিষ্কার নিন্তেন্দো সুইচের জয়-কন। গেমিংকে আরও উপভোগ্য, জীবনমুখী ও প্রাণবন্ত করতে ডিজাইন করা হয়েছে বিশেষ ধরণের হ্যান্ড্স-ফ্রি কন্ট্রোলার, যার নাম দেয়া হয়েছে জয়-কন। সুইচের সাথে লাগিয়ে বা স্বতন্ত্র ও দুই হাতে আলাদাভাবে দুই অংশ ধরে গেম খেলার একমাত্র ডিভাইস এটি। ফ্লেক্সিবল বাটনের সাথে জয়-কনে রয়েছে সুপার রেসপন্সিভ জয়স্টিক। এছাড়া মডেলভেদে এর আকর্ষণীয় রঙ, গেমারদের দেয় বাড়তি মানসিক প্রশান্তি।

এছাড়া জয়-কন এর উল্লেখযোগ্য কয়েকটি বিশেষত্ব হচ্ছে-

  • ইচ্ছেমত স্টাইলে কন্ট্রোলার ব্যবহার: একটি কিংবা দুটি কন্ট্রোলর একই সাথে অনুভূমিক বা সাইডওয়ে হিসেবে, কনসোলের সাথে লাগোয় অথবা বিচ্ছিন্ন রেখে আরামদায়ক পদ্ধতিতে গেম উপভোগ করতে পারা যায়।
  • বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করার সুবিধা: মাল্টি-প্লেয়ার গেমিংয়ের ক্ষেত্রে জয়-কন এর দুই অংশ দুইজন বন্ধু একই সাথে ব্যবহার করে গেম খেলতে পারে।
  • অভিজ্ঞতা নিন নতুন কিছুর: কনসোলের এইচডি র‌্যাম্বলের অভিনব সাউন্ড ইফেক্ট গেমিংয়ের ক্ষেত্রে সুইচে দেয় ফিজিক্যাল ফিডব্যাক। এছাড়া আইআর মোশন ক্যামেরা দেয় নিন্তেন্দো ল্যাবো এর অনন্য অভিজ্ঞতা।

মাল্টি-প্লেয়ার গেমিংয়ের অনন্য অভিজ্ঞতা

মাল্টি-প্লেয়ার গেমিংয়ের ক্ষেত্রে নিন্তেন্দো সুইচের রয়েছে বিশেষ কিছু ফিচার। এর লোকাল কো-অপ ফিচারটি ঘরে বসে বড় স্ক্রিনে একই সাথে কয়েকজন মিলে খেলার উপভোগ্য অভিজ্ঞতা প্রদান করে।

আটটি লোকাল ওয়্যারেলেসে নিন্তেন্দো সুইচ ও নিন্তেন্দো সুইচ লাইট সিস্টেমে একসাথে অনেক গেমারদের সংযুক্ত করে গেম খেলা যায় যে কোন জায়গা থেকে।

অনলাইন প্লে ফিচারের মাধ্যমে অনলাইনে প্রতিযোগীতামূলক গেম খেলতে নিন্তেন্দো সুইচ অনলাইন মেম্বারশিপের সক্রিয় সদস্যরা দলগত বা এককভাবে গেম খেলতে পারেন।

সিস্টেমের অন্যান্য ফিচার

নিন্তেন্দো ই-শপ: নিন্তেন্দো ই-শপ থেকে যেকোন গ্রাহক চাইলে গেমের ডিজিটাল ভার্সর ও ডিএলসি কিনে নিতে পারেন।

নিউজ: গেম ও গেমিং সম্পর্কে হালনাগাদ যেকোন তথ্য ও আপকামিং গেম সম্পর্কে জানা যায় এর নিউজ সেকশন থেকে।

অ্যালবাম: কনসোলের ক্যাপচার বাটন ব্যবহার করে স্ক্রিনশট তুলে নিজের গেম রেকর্ড ও স্কোর ধারণ, পরে তা সংরক্ষণ, টেক্সট জুড়ে দেয়া বা সোশ্যাল নেটওযার্কে শেয়ার করার মত সুবিধা পাওয়া যায় অ্যালবাম থেকে।

২ হাজারেরও বেশি গেমের বিশাল প্ল্যাটফর্ম

নিন্তেন্দো সুইচ পরিবারের সুপার স্ম্যাশ ব্রাদার্স, দ্যা লিজেন্ড অব জেল্ডা, মারিও কার্ট, সুপার মারিও ইত্যাদির মত বিশ্বব্যাপী জনপ্রিয় সব গেমসহ ২ হাজারেরও বেশি গেম উপভোগ করা যাবে এই প্ল্যাটফর্ম থেকে।


শুনে নিন অডিও

About

Marketing & Communications Ryans Computers