Posted On January 26, 2021 By In Product Review, Sales Manual, Slider With 910 Views

Microsoft Surface Laptop 3

Product Id: 33.03.191.191

Microsoft ব্র্যান্ডের Surface Laptop সিরিজের নোটবুকটির স্পেসিফিকেশন নিচে তুলে ধরা হল।

প্রসেসর

১০ম প্রজন্মের নোটবুকটিতে প্রসেসর হিসেবে আছে 4 Core এবং 8 Thread বিশিষ্ট

Intel Core i7 1065G7 যার ক্লকস্পিড 1.30- 3.90 GHz.

স্টোরেজ

এতে দেয়া আছে 16GB LPDDR4x RAM এবং স্টোরেজ হিসেবে দেয়া আছে 512GB PCIe SSD।

গ্রাফিক্স

এই নোটবুকে জিপিইউ হিসেবে আছে Integrated Intel Iris Plus Graphics যার মাধ্যমে যে কোনও প্রফেশনাল কাজ করা যায়।

ডিসপ্লে

1.288Kg নোটবুকটির 13.5 ইঞ্চি 10 point multi-touch Screen Pixel Sense Display থেকে 2256×1504 রেজুলোশন পাওয়া যাবে।

কানেক্টিভিটি

এতে ওয়্যারলেস কানেক্টিভিটি অপশন হিসেবে WiFi 802.11ax, Bluetooth 5.0 রয়েছে।

এছাড়া রয়েছে একটি USB-A, একটি USB-C এবং একটি অডিও কম্বো পোর্ট।

স্পিকার, এবং মাইক্রোফোন

এতে রয়েছে বিলট-ইন Dolby Audio Premium কোয়ালিটির Omnisonic Speakers এবংমাইক্রোফোন এর জন্য Dual far-field Studio Mics । এতে HD Webcam হিসেবে Windows Hello face authentication camera 720p HD f2.0 front-facing camera থাকায় যে কোনও জায়গা থেকে ভিডিও কল করা যাবে।

সিকিউরিটি

সিকিউরিটির জন্য এতে রয়েছে Firmware TPM।

ব্যাটারি

Matt Black কালারের 308 x 223 x 14.5mm আকারের এই নোটবুকটি প্রায় 11.5 ঘণ্টা পর্যন্ত চলবে।

অপারেটিং সিস্টেম

এই নোটবুকটির অপারেটিং সিস্টেম  Windows 10 Home।

 

 

About

Marketing & Communications Ryans Computers