Posted On January 22, 2020 By In Product Review, Slider With 955 Views

Deepcool MACUBE 550 BK, Full Tower Black ATX Gaming Case

Product Id: 07.02.427.17

প্রযুক্তি ব্র্যান্ড Deepcool দেশের বাজারে এনেছে ফুল-টাওয়ার গেমিং কেস MACUBE 550 BK। ডেস্কটপ, ল্যাপটপ এবং সার্ভারের জন্য কুলিং সল্যুশন হিসেবে চীনা থার্মাল প্রোডাক্ট নির্মাতা প্রতিষ্ঠান ডিপকুল বিশ্ববাজারে সমাদৃত।
মিডরেঞ্জ গেমিং কেস হিসেবে MACUBE 550 BK এর উল্লেখযোগ্য ফিচার ও স্পেসিফিকেশন তুলে ধরা হয়েছে এই আর্টিকেলে।
MYSTERIOUS MINIMALIST
খুবই সরল অথচ চমকপ্রদ ফিচারে ভরপুর হিসেবে ডিজাইন করা হয়েছে MACUBE 550 BK কেসটি। বাজারের অন্য গেমিং কেসগুলোর বাহারি সাজের বিপরীতে ফুল ব্ল্যাক সাইড টেম্পার্ড গ্লাসের এই কেসটি সম্পূর্ণ আলাদা।
MODERN & CONCISE
খুবই সাধারণ অথচ সময়োপযোগী গেমিং কেস হিসেবে MACUBE 550 ডিজাইন করা হয়েছে আধুনিক ধাঁচে। এর এয়ার ইনলেটগুলো গোপন রাখা হয়েছে ডিজাইনের স্বার্থে। সঙ্গে ম্যাগনেটিক গ্লাস প্যানেল সমস্ত অযাচিত ফিগারগুলো ঢেকে রাখায় কেসটি হয়েছে বাহুল্যবর্জিত।

UNCONVENTIONAL SIDE PANELS
Anodized Aluminum Bar: সাইড প্যানেলের উপরের দিকে টেম্পার্ড গ্লাস প্যানেলের মাথায় বসানো ডায়মন্ড-মেশিন এজ, অ্যানোডাইজ্ড অ্যালুমিনিয়াম বার দেয় প্রিমিয়াম লুক।
Magnetic TG Panel: কেসিংয়ের লেফ্ট সাইড প্যানেলে তৈরি করা হয়েছে গ্রে-ট্রান্সপার্ড গ্লাস দিয়ে যা, পারমানেন্ট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালে 24.5N attraction force দ্বারা মাউন্ট করা রয়েছে।
Scale Ventilation Holes: কেসিংয়ের রাইট সাইড প্যানেলে সুবিন্যস্ত অসংখ্য ক্ষুদ্র ছিদ্রের সমন্বয়ে তৈরি করা হয়েছে ইউনিক ভেন্টিলেশন ব্যবস্থা। এর ড্রাগন-স্কেল ডিজাইন যোগ করে নান্দনিক সৌন্দর্য।
DEFORMATION & CORROSION RESISTANT
MACUBE 550 এর পুরো কাঠামো তৈরি করা হয়েছে 0.8mm SGCC ম্যাটেরিয়ালে। SGCC হলো হট-ডিপ গ্যালভানাইজিং স্টিল। এটি সাধারণ SPCC বা স্টিল প্লেট কোল্ড রোল্ডের চেয়ে কয়েকগুণ বেশি দৃঢ়, শক্তিশালী ও ক্ষয়রোধী।
PREMIUM TEXTURE
MACUBE 550 কেসের মেটাল প্লেট ইলেক্ট্রোস্ট্যাটিক স্প্রে পদ্ধতিতে ম্যাট কোটিং করা। এছাড়া এর সম্মুখ প্যানেল এবং হ্যান্ডবারে ‘গেমারস্ট্রম’ লোগো বিশেষ উপায়ে বসানো যা শুধু ইলুমিনেশনেই দেখা যায়। বিশেষ এই ফিচার দুটি কেসটিকে প্রদান করে প্রিমিয়াম লুক।
FLEXIBLE AIR PATH
MACUBE 550 কেসের ডুয়াল এয়ার ইনটেক চ্যানেল সম্মুখ প্যানেলের উভয় পাশেই হিডেন অবস্থায় রাখা হয়েছে। 6mm চওড়া, লো ড্যাম্পিং ডিজাইনের ইনটেক চ্যানেল দুটি প্রচুর বায়ু সঞ্চালন করে।
CASE DIMENTIONS
526mmx241mmx520mm (LxWxH)
Fan/Radiator Support
লিকুইড কুলার এক্সজস্ট হিসেবে কাজ করার ক্ষেত্রে কেসের সুবিন্যস্ত ভেন্টিলেশনগুলো বায়ু চলাচলের সবচেয়ে স্বল্প দুরত্বের পথ হিসেবে কাজ করে। অন্যদিকে ইনটেক হিসেবে কাজের ক্ষেত্রে সুবিন্যস্ত ভেন্টিলেশনগুলো সম্মুখ ইনটেকের সাথে একযোগে প্রচুর বায়ুর চাপ তৈরি করে যা, কেসের কুলিং পারফরম্যান্স বাড়িয়ে দেয়।
Motherborad
কেসের মেইনবোর্ডে অবস্থিত ATX, Micro-ATX, Mini ATX এবং GPU length এর জন্য বরাদ্দকৃত জায়গার পরিমাপ হচ্ছে-
Mini-ITX/Micro-ATX/ATX (305mm x 276 mm)
GPU Length: 310mm horizontal, 420mm verticle
OTHER HIGHLIGHTS
• উলম্বভাবেও GPU ইনস্টলেশন সমর্থন করে।
• সাইড প্যানেলের গ্লাসে PSU লেয়ার থাকায় পাওয়ার সাপ্লাই দেখা যায়।
• 25mm ক্যাবল ম্যানেজমেন্ট রুম, কেসিংয়ের ভেতরের পরিচ্ছন্নভাব বজায় রাখ।
• দুইটি পৃথক HDD হোল্ডার একই সাথে 3.5 ইঞ্চির দুটি HDD ধারণে সক্ষম। উভয় হোল্ডারে 120mm ফ্যান স্লট রয়েছে যাতে পৃথ ফ্যান কানেকশনও লাগানো সম্ভব।
• কেসের সম্মুখ এবং নিচের অংশে থাকা ডাস্ট ফিল্টার খুব সহজেই ময়লা থেকে হার্ডওয়্যারের সুরক্ষা দেয়। নিচের অংশে থাকা দুটি ফিল্টার সহজেই বের করে পরিষ্কার করে আবার যথাস্থানে বসানো যায়।
• কেসের পেছনের অংশে একটি 120mm কালো ফ্যান পুরো কেসের থার্মাল ইউনিট নিয়ন্ত্রণ করে।

Specifications:
Case Type: Full Tower
Power Supply: ATX PS2
Supported Mainboard Type: Mini-ITX, Micro-ATX, ATX
VGA Card Compatibility: 310mm Horizontal/420mm Vertical
Radiator Support Front/Top/Rear: Front: 120/240/360mm, Side: 120/140/240/280/360mm, Rear: 120/140mm
Front Audio Port: 1 x Audio jack, 1 x Mic jack
Cooling Fan (Built-In): 1
Cooling Fan (Optional): 6
CPU cooler height: 186mm
Front USB port: 2 x USB3.0
2.5″ Driver Bay: 3
3.5″ Drive Bay: 4
Expansion Slots: 10 (8+2)
Transparent Side Window: Yes
Material: ABS+SGCC+Tempered Glass+Aluminum Plate
Color: Black
Specialty: Full Tower (Tempered Glass Side Window) ATX Gaming Casing, The tempered glass panel with aluminum bar is aesthetic and convenient, The unique dragon scale ventilation holes on the backside panel add on the lingering charm of mysticism, The scale ventilation holes can serve as either intake or exhaust, thereby making the air path of the case flexible and efficient, Structure built with 0.8mm SGCC steel, sturdy, tenacious and corrosion resistant, The combination of the matte coating and concealed logos brings premium feeling
Other Features: PSU length: 170mm
Dimensions (WxHxD): 520 x 241 x 526mm
Weight: 12.2Kg

About

Marketing & Communications Ryans Computers