Posted On December 28, 2019 By In Product Review, Slider With 1014 Views

Apple MacBook Air (2019) Intel Core i5

Apple MacBook Air (2019) Intel Core i5

Product Id: 33.005.171

সেলস ম্যানুয়ালে আজকে আমরা জানবো বিষয় বিশ্বখ্যাত Apple ব্র্যান্ডের MacBook Air এর অভিনব কিছু ফিচার সম্পর্কে।

গ্রাহক সন্তুষ্টির কথা চিন্তা করে হালকা ওজনের পাতলা নোটবুক দিয়ে আবারও বাজার মাত করতে এসেছে Apple MacBook Air।

Silver, Space-gray এবং Golden তিনটি নজরকাড়া রঙের MacBook Air এর Ratina Display, Touch ID, Force touch track-pad এবং সর্বশেষ-Latest Generation কিবোর্ড ডিভাইসটিতে যোগ করেছে বাড়তি মাত্রা।

Apple MacBook Air এর Specialty হলো এটি 100% re-useable ও পরিবেশবান্ধব অ্যালুমিনিয়াম দিয়ে দূষণমুক্ত উপায়ে তৈরি।

দিনভর ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম MacBook Air নোটবুকের ভূবনে arrogant একটি ডিভাইস।

তাহলে চলুন জেনে নিই কি কি ফিচার এতে আছে-

রেটিনা ডিসপ্লে MacBook Air: 13.3 ইঞ্চি মাপের High-Resulation Ratina Display আগের জেনারেশনের Macbook থেকে 48 ভাগ বেশি নিখুঁত কালারের নিশ্চয়তা দেয়। 16:10 Ratio’র 2560X1600 resolution এর display তে 4 মিলিয়নের বেশি pixel রয়েছে। এর Razor-Sharp Technology Display প্রতিটি ডকুমেন্ট, ফাইল, ইমেইল কিংবা ওয়েবসাইটে লেখা অক্ষরকে নিখুঁতভাবে দেখায়।

আগের Macbook এর চেয়ে প্রায় 50 ভাগ পাতলা Bezel পুরো Display কে এমনভাবে সাজিয়েছে, যেন এর মাঝে কোন Noise থাকবে না। ‍ৃ

Advanced technology Security: Mackbook Air এ ব্যবহার করা হয়েছে touch ID technology। পাসওয়ার্ডের জটিলতায় না গিয়ে খুব সহজেই আঙুলের ছাপ দিয়ে দ্রুত আনলক করা সম্ভব।

Apple T-2 সিকিউরিটি চিপ: দ্বিতীয় প্রজন্মের Mac Silicon- এর এই Custom Technology ডিভাইসটিকে আরও সুরক্ষিত রাখবে।

On-the-fly Data encryption এর মাধ্যমে PC তে রাখা সমস্ত Data স্বয়ংক্রিয়ভাবে SSD Drive এ পুরোপুরি Encrypted অবস্থায় থাকবে। ফলে গোপন ও মূল্যবান Document, File, data নির্ভাবনায় রাখা যাবে পিসিতেই।

Butterfly Mechanism এর Latest Technology তে তৈরি Mackbook Air এর কিবোর্ডে এসেছে আমূল পরিবর্তন। এর প্রতিটি বাটন সাধারণ Seizer Mechanism এর চেয়ে চার গুণ বেশি স্থিতিশীল, আরও আরামদায়ক ও ‍super responsive।

প্রতিটি Key’র নিচে থাকা LED বাতি Low light বা Dark Environment এ টাইপের কাজ করা যাবে, খুব সহজেই।

কম্পিউটিংয়ে অনন্য অনুভূতি দেয় Force touch trackpad: খুব সূক্ষ্ম স্পর্শেও কাজ করতে সক্ষম এই প্যাডটি Multi-touch Gesture অর্থাৎ Touch-pad ধরে রাখা অবস্থায় Zoom করে দেখার কাজ করতে সক্ষম। মোটকথা এই touchpad আঙুলের কাজ কমানোর জন্য দারুণ এক সংযোজন।

সব কাজের কাজি MacBook Air: এতে দেয়া হয়েছে Intel Core i5 প্রসেসর। পাওয়ারফল এই কম্পিউটারে আছে 16 GB RAM এবং 1.5 Terabyte SSD storage। এর ফলে সাধারণ কাজকর্মের পাশাপাশি Web surfing, email, i-movies, Keynote presentation, movies এডিটিংয়েও পারদর্শী।

Mackbook Air এর Build-in 50.3 Wh Lithium-polymar Battery টানা ১২ ঘন্টা Wi-fi Connection এ ব্যাকআপ দিতে সক্ষম। আর সিনেমা দেখার ক্ষেত্রে টানা ১৩ ঘন্টা পর্যন্ত Backup দেয়ার দাবি অ্যাপলের। এছাড়া ৩০ দিন স্ট্যান্ডবাই থাকার নিশ্চয়তা দেয় Mackbook Air।

হালকা পাতলা Mackbook Air এর

Height:  0.16“-0.61” (0.41cm-1.56cm)

Width: 11.97” (30.41 cm)

Length: 8.36” (21.24)

Weight: 2.75lbs (1.25kg)

 

Mackbook Air রয়েছে: Intel UHD-617 GFX

সঙ্গে Thunderbolt 3 সমর্থিত External graphics Processor বা eGPU হিসেবে এতে রয়েছে Intel UHD Graphics 617।

 

চার্জিং পোর্ট হিসেবে রয়েছে:

দুটি Thunderbolt 3 বা USB C-type

একটি Thunderbolt যা 40 গিগাবাইট পার সেকেন্ডে পর্যন্ত ডেটা transfer করে

এবং একটি USB C 3.1 Gen 2 যা 10Gbps পর্যন্ত Data transfer করতে সক্ষম।

 

Mackbook Air এর ওয়্যারলেস কানেক্টিভিটিতে রয়েছে:

802.11 AC Wi-Fi wareless networking; IEEEE 802.11 A/B/G/N সমর্থিত

Bluetooth 4.2 wareless Technology

 

এর Electrical সিস্টেমে রয়েছে:

100-240 V AC current এর Line Voltage:

50-60 Hz Frequency

Operating Temp এ 50° থেকে 95° ফারেনহাইট বা 10° থেকে 35° সেলসিয়াস) ‍এবং

Storage Temp: -13° থেকে 113° ফারেনহাইট বা -25° থেকে 45° সেলসিয়াস) পর্যন্ত Heat produce করতে পারে।

ডিভাইসটি ১০ হাজার ফুট উচ্চতা পর্যন্ত উচ্চতায় পরীক্ষামূলকভাবে চালানোয় কোন সমস্যা পাওয়া যায় নি।

Apple তাদের MacBook Air এর জন্য-

Maximum Storage height: ১৫ হাজার ফুট এবং Maximum Carrying ৩৫ হাজার ফুট recommend করে থাকে।

অ্যাপলের Latest Operating Software, macOS Catalina বিল্ট-ইন হিসেবে MacBook Air দেয়া হয়েছে।

 

বিল্টইন অ্যাপ হিসেবে MacBook Air রয়েছে:

Photos, i-Movies, Garage Band, Pages, Numbers, Keynote, Safari, Mail, Facetime, Messages, Maps, Stocks, Home, Voice, Memos, Notes, Calendar, Contacts, Reminders,  Photo Booth, Preview, i-Tunes, Books, App store, Time machine ইত্যাদি।

বক্সে যা যা রয়েছে:

  • MacBook Air
  • 30 W USB-C Power Adapter
  • 2 মিটার USB-C Charger Cable

পরিবেশবান্ধব নোটবুক ম্যাকবুক এয়ার:

পরিবেশের ভারসাম্য রক্ষায় Reusable হিসেবে অ্যালুমিনিয়াম ও অন্যান্য উপাদানে তৈরি হয়েছে Macbook Air। এর পাশাপাশি আরও বেশ কিছু পরিবেশ-বান্ধব প্রযুক্তির ব্যবহার করা হয়েছে ডিভাইসটিতে।

  • Mercury free Display,
  • Arsenic Free Display glass
  • PVC free
  • Beryllium free
  • 100% re-useable Aluminum

 

স্পেসিফিকেশন:

Model: Apple MacBook Air (2019)

Processor: Intel Core i5

Processor Clock Speed: 1.60-3.60GHz

CPU Cache: 4MB

Ram: 8GB

Ram Type: LPDDR3 2133MHz

Storage: 128GB SSD

Display Size: 13.3”

Display Type: Retina

Display Resolution: 2560 x 1600 Pixels

Display Port: DisplayPort via Thunderbolt port 3 USB Type-C

Graphics Chipset: Intel UHD Graphics 617

Graphics Memory: Shared

Networking: WiFi, Bluetooth, HD Webcam

USB Port: 2 x Thunderbolt 3 via USB Type-C

Audio Port: 3.5mm headphone jack, Three microphones, Stereo speakers

Keyboard Back-lit: Yes

Operating System: Mac-OS

Battery: Li-Polymer

Color: Gold

Weight: 1.25Kg

Specialty: Integrated Touch ID Sensor, LED-Backlit Keyboard, Force Touch Trackpad, Ambient light sensor, 720p FaceTime HD camera

Other Features: Display: LED-backlit display with IPS technology, 16:10 aspect ratio, True Tone technology, Battery and Power: Built-in 49.9-watt-hour lithium-polymer battery, 30W USB-C Power Adapter; USB-C power port, Wireless: 802.11ac Wi-Fi wireless networking; IEEE 802.11a/b/g/n compatible, Bluetooth: Bluetooth 4.2 wireless technology

Warranty: 1 year

About

Marketing & Communications Ryans Computers