Posted On December 6, 2020 By In Product Review, Sales Manual, Slider With 551 Views

Acer Nitro 7 AN715-51-71Y6

Acer Nitro 7 AN715-51-71Y6

33.02.002.857

নাইট্রো সিরিজের গেমিং নোটবুক Acer Nitro 7 AN715-51-71Y6 এর এক্সক্লুসিভ ফিচার এবং স্পেসিফিকেশন গুলো তুলে ধরা হল।

প্রসেসর

নোটবুকটি 9th generation এর 6 কোর এবং 12 থ্রেড বিশিষ্ট Intel Core i7 প্রসেসর 2.60-4.50GHz ক্লকস্পিড দেয়।

স্টোরেজ

এতে দেয়া আছে 8GB DDR4 র‍্যাম যা 32GB পর্যন্ত বাড়ানো যাবে। স্টোরেজ হিসেবে রয়েছে 7200 RPM গতির 1TB SATA HDD ড্রাইভ পাশাপাশি 256GB PCIe NVMe SSD রয়েছে।

গ্রাফিক্স

জিপিইউ হিসেবে এতে রয়েছে ডেডিকেটেড 6GB GDDR6 Nvidia GTX 1660 Ti Graphics।

ডিসপ্লে

15.6 ইঞ্চির IPS FHD LED ডিসপ্লে থেকে 1920×1080 রেজুলশন পাওয়া যাবে। Black কালার নোটবুকটির ওজন 2.50Kg.

কানেক্টিভিটি

এই নোটবুকের কানেক্টিভিটি অপশন হিসেবে তিনটি USB-C, একটি HDMI, একটি Audio Combo পোর্ট, এবং সিকিউরিটির জন্য একটি Kensington lock রয়েছে।

এছাড়াও ওয়ারলেস কানেক্টিভিটির জন্য রয়েছে LAN, Wi-Fi, এবং Bluetooth.

ওয়েবক্যাম, স্পিকার, মাইক্রোফোন, অন্যান্য 

নোটবুকটিতে দুইটি স্টেরিও স্পিকার, একটি মাইক্রোফোন এবং HD webcam থাকায় ভিডিও কনফারেন্সিং এর সুবিধা রয়েছে।

এছাড়া এতে রয়েছে Keyboard Back-lit, Num Key pad, এবং পয়েন্টিং ডিভাইস হিসেবে টাচ প্যাড।

ব্যাটারি

4 Cell Li-Ion ব্যাটারি 3580 mA পাওয়ার কনজিউম করতে পারে। এর সঙ্গে একটি 180 W AC Power Adapter রয়েছে।

অপারেটিং সিস্টেম

এটি উইন্ডোজ ১০ (হোম) অপারেটিং সিস্টেমে চলে।

Facebook
https://www.facebook.com/ryanscomputers/photos/a.331515686911678/3661915693871644/
Youtube/i5
Website link
https://ryans.id/acer-nitro-7-an715-51-71y6

 

About

Marketing & Communications Ryans Computers