Posted On January 26, 2021 By In Product Review, Sales Manual, Slider With 1015 Views

Dell G5 15-5590

জনপ্রিয় ডেল ব্র্যান্ডের গেমিং নোটবুক Dell G5 15-5590 এর স্পেসিফিকেশন নিচে তুলে ধরা হল।

Product Id: 33.02.013.1146

প্রসেসর

৮ম প্রজন্মের নোটবুকটিতে প্রসেসর হিসেবে আছে 4 Core এবং 8 Thread বিশিষ্ট Core i5 8300H যার ক্লকস্পিড 2.30 – 4.00 GHz.

স্টোরেজ

এতে দেয়া আছে 8GB DDR4 RAM যা 32GB পর্যন্ত বারিয়ে নেয়া যাবে। এতে স্টোরেজ হিসেবে দেয়া আছে 1TB SATA HDD পাশাপাশি রয়েছে 128GB M.2 PCIe SSD।

গ্রাফিক্স

এই নোটবুকে জিপিইউ হিসেবে আছে 4GB GDDR5 Dedicated GTX 1050Ti Graphics যার মাধ্যমে যে কোনও প্রফেশনাল কাজ করা যায়।

ডিসপ্লে

2.68Kg নোটবুকটির 15.6 ইঞ্চি IPS FHD LED Display থেকে 1920×1080 রেজুলোশন পাওয়া যাবে।

কানেক্টিভিটি

এতে ওয়্যারলেস কানেক্টিভিটি অপশন হিসেবে WiFi 802.11ac 2×2, Bluetooth 4.2 রয়েছে। এছাড়া রয়েছে একটি Wedge lock slot এবং Ethernet RJ-45।

স্পিকার, এবং মাইক্রোফোন

এতে রয়েছে Nahimic Sound কোয়ালিটির 2 tuned speakers এবংমাইক্রোফোন । এতে HD Webcam থাকায় যে কোনও জায়গা থেকে ভিডিও কল করা যাবে।

সিকিউরিটি

সিকিউরিটির জন্য এতে Finger Print Sensor রয়েছে।

ব্যাটারি

Deep Space Black কালারের 23.7 x 634.3 x 273.4 mm আকারের এই নোটবুকটিতে 4 Cell এর 60 Wh ব্যাটারি রয়েছে।

অপারেটিং সিস্টেম

এই নোটবুকটির অপারেটিং সিস্টেম  Windows 10 Home।

 

 

Product Id: 33.02.013.1264

প্রসেসর

৯ম প্রজন্মের নোটবুকটিতে প্রসেসর হিসেবে আছে Intel Core i5 9300H যার ক্লকস্পিড 2.40-4.10GHz.

স্টোরেজ

এতে দেয়া আছে 8GB 2666 MHz DDR4 RAM যা 32GB পর্যন্ত বারিয়ে নেয়া যাবে। এতে স্টোরেজ হিসেবে দেয়া আছে 1TB HDD পাশাপাশি রয়েছে 128GB M.2 PCIe SSD।

গ্রাফিক্স

এই নোটবুকে জিপিইউ হিসেবে আছে 4GB GDDR5 Dedicated Nvidia GTX 1650 Graphics।

ডিসপ্লে

2.68Kg নোটবুকটির 15.6 ইঞ্চি IPS FHD LED 300-nits Display থেকে 1920×1080 রেজুলোশন পাওয়া যাবে।

কানেক্টিভিটি

এতে ওয়্যারলেস কানেক্টিভিটি অপশন হিসেবে LAN, WiFi, Bluetooth, Card Reader রয়েছে। এছাড়া রয়েছে একটি USB Type-C, তিনটি USB3.1 Gen 1, একটি HDMI, একটি Mini Displayport এবং একটি অডিও কম্বো পোর্ট।

স্পিকার, এবং মাইক্রোফোন

এতে রয়েছে Nahimic Sound কোয়ালিটির 2 tuned speakers, মাইক্রোফোন এবং ওয়েবক্যাম।

সিকিউরিটি

সিকিউরিটির জন্য এতে Finger Print Sensor রয়েছে।

ব্যাটারি

Deep Space Black কালারের এই নোটবুকটিতে 4 Cell এর ব্যাটারি রয়েছে।

অপারেটিং সিস্টেম

এই নোটবুকটির অপারেটিং সিস্টেম  Windows 10 Home।

 

 

Product Id: 33.02.013.1268

প্রসেসর

৯ম প্রজন্মের নোটবুকটিতে প্রসেসর হিসেবে আছে 12MB CPU Cache এর Intel Core i7 9750H যার ক্লকস্পিড 2.60-4.50GHz.

স্টোরেজ

এতে দেয়া আছে 16GB 2666 MHz DDR4 RAM যা 32GB পর্যন্ত বারিয়ে নেয়া যাবে। এতে স্টোরেজ হিসেবে দেয়া আছে 512GB  M.2 PCIe SSD।

গ্রাফিক্স

এই নোটবুকে জিপিইউ হিসেবে আছে 6GB GDDR6 Dedicated Nvidia RTX 2060 Graphics।

ডিসপ্লে

2.68Kg নোটবুকটির 15.6 ইঞ্চি IPS FHD LED 300-nits Display থেকে 1920×1080 রেজুলোশন পাওয়া যাবে। এর ডিসপ্লে Refresh Rate 144 Hz।

কানেক্টিভিটি

এতে ওয়্যারলেস কানেক্টিভিটি অপশন হিসেবে LAN, WiFi, Bluetooth, Card Reader রয়েছে। এছাড়া রয়েছে তিনটি USB3.1 Gen 1, একটি MicroMedia Card slot, একটি Wedge lock slot, একটি HDMI, এবং একটি অডিও কম্বো পোর্ট।

স্পিকার, এবং মাইক্রোফোন

এতে রয়েছে Nahimic Sound কোয়ালিটির 2 tuned speakers এবং মাইক্রোফোন এবং ওয়েবক্যাম থাকায় যে কোনও জায়গা থেকে ভিডিও কল করা যাবে।

সিকিউরিটি

সিকিউরিটির জন্য এতে Finger Print Sensor রয়েছে।

ব্যাটারি

Deep Space Black কালারের এই নোটবুকটিতে 4 Cell ব্যাটারি রয়েছে।

অপারেটিং সিস্টেম

এই নোটবুকটির অপারেটিং সিস্টেম  Windows 10 Home।

 

 

 

 

About

Marketing & Communications Ryans Computers