Posted On January 21, 2021 By In Product Review, Sales Manual, Slider With 593 Views

Apple iPod Touch

মার্কিন টেক ব্র্যান্ড অ্যাপল এর iPod Touch এর স্পেসিফিকেশন এবং কনফিগারেশন নিচে তুলে ধরা হল।

Product Id: 101.06.005.120 (Space Gray)

Product Id: 101.06.005.121 (Blue)

Product Id: 101.06.005.122 (Red)

 

প্রসেসর

৭ম প্রজন্মের iPod Touch এ প্রসেসর হিসেবে আছে A10 Fusion chip যার ক্লকস্পিড 1.64-2.34 GHz.

স্টোরেজ

এতে দেয়া আছে 32GB স্টোরেজ।

ডিসপ্লে

88gm iPod টির 4 ইঞ্চি widescreen Multi-Touch IPS Retina display থেকে 1136 x 640 রেজুলোশন পাওয়া যাবে। এর ডিসপ্লে ব্রাইটনেস 500 cd/m2।

কানেক্টিভিটি

এতে ওয়্যারলেস কানেক্টিভিটি অপশন হিসেবে WiFi 802.11a, b, g, n, ac, Bluetooth 4.1 রয়েছে।

এছাড়া রয়েছে Lightning connector, 3.5 mm headphone jack।

ক্যামেরা

এই iPod এ 1.2MP Front Camera, এবং 8MP Rear Camera, রয়েছে, যা HEIF, JPEG ফরমেটএর ইমেজ ক্যাপচার করতে পারে এবং এতে 800:1 contrast ratio (typical), Autofocus, Five-element lens, Backside illumination, Auto image stabilization, Exposure control, Burst mode, Photo geotagging over Wi-Fi, Time-lapse video, Cinematic video stabilization, Video geotagging over Wi-Fi, Slo-Mo, Hybrid IR Filter, Panorama, HDR ইত্যাদি ফিচার আছে।

এর মাধ্যমে 1080p পর্যন্ত HEVC, H.264, MPEG-4 Part 2, Motion JPEG ফরমেটের ভিডিও রেকর্ড করতে পারে। এর ভিডিও প্লেব্যাক টাইম 8 ঘণ্টা পর্যন্ত।

স্পিকার, এবং মাইক্রোফোন

এতে রয়েছে বিলট-ইন স্পিকার এবং মাইক্রোফোন যা AAC-LC, HE-AAC, HE-AAC v2, Protected AAC, MP3, Linear PCM, Apple Lossless, FLAC, Dolby Digital (AC-3), Dolby Digital Plus (E-AC-3), and Audible (formats 2, 3, 4, Audible Enhanced Audio, AAX, and AAX+) ফরমেট এর অডিও সাপোর্ট করে। এতে অডিও প্লেব্যাক টাইম 40 ঘণ্টা পর্যন্ত।

ফিচার

Apple iPod Touch এ সেন্সর হিসেবে রয়েছে Three-axis gyro। এছাড়া এতে Location Maps, Fingerprint-Resistant Oleophobic Coating, Siri & Dictation, Assistive Touch, Switch Control, Speak Screen, Magnifier, Closed Caption ইত্যাদি ফিচার রয়েছে।

ব্যাটারি

123.4 x 58.6 x 6.1mm আকারের এই আইপডে বিলট-ইন লিথিয়াম আয়ন রিচার্জেবল ব্যাটারি রয়েছে।

অপারেটিং সিস্টেম

এটি iOS 14 অপারেটিং সিস্টেমে চলে।

 

About

Marketing & Communications Ryans Computers