মার্কিন টেক ব্র্যান্ড অ্যাপল এর iPod Touch এর স্পেসিফিকেশন এবং কনফিগারেশন নিচে তুলে ধরা হল।
Product Id: 101.06.005.120 (Space Gray)
Product Id: 101.06.005.121 (Blue)
Product Id: 101.06.005.122 (Red)
প্রসেসর
৭ম প্রজন্মের iPod Touch এ প্রসেসর হিসেবে আছে A10 Fusion chip যার ক্লকস্পিড 1.64-2.34 GHz.
স্টোরেজ
এতে দেয়া আছে 32GB স্টোরেজ।
ডিসপ্লে
88gm iPod টির 4 ইঞ্চি widescreen Multi-Touch IPS Retina display থেকে 1136 x 640 রেজুলোশন পাওয়া যাবে। এর ডিসপ্লে ব্রাইটনেস 500 cd/m2।
কানেক্টিভিটি
এতে ওয়্যারলেস কানেক্টিভিটি অপশন হিসেবে WiFi 802.11a, b, g, n, ac, Bluetooth 4.1 রয়েছে।
এছাড়া রয়েছে Lightning connector, 3.5 mm headphone jack।
ক্যামেরা
এই iPod এ 1.2MP Front Camera, এবং 8MP Rear Camera, রয়েছে, যা HEIF, JPEG ফরমেটএর ইমেজ ক্যাপচার করতে পারে এবং এতে 800:1 contrast ratio (typical), Autofocus, Five-element lens, Backside illumination, Auto image stabilization, Exposure control, Burst mode, Photo geotagging over Wi-Fi, Time-lapse video, Cinematic video stabilization, Video geotagging over Wi-Fi, Slo-Mo, Hybrid IR Filter, Panorama, HDR ইত্যাদি ফিচার আছে।
এর মাধ্যমে 1080p পর্যন্ত HEVC, H.264, MPEG-4 Part 2, Motion JPEG ফরমেটের ভিডিও রেকর্ড করতে পারে। এর ভিডিও প্লেব্যাক টাইম 8 ঘণ্টা পর্যন্ত।
স্পিকার, এবং মাইক্রোফোন
এতে রয়েছে বিলট-ইন স্পিকার এবং মাইক্রোফোন যা AAC-LC, HE-AAC, HE-AAC v2, Protected AAC, MP3, Linear PCM, Apple Lossless, FLAC, Dolby Digital (AC-3), Dolby Digital Plus (E-AC-3), and Audible (formats 2, 3, 4, Audible Enhanced Audio, AAX, and AAX+) ফরমেট এর অডিও সাপোর্ট করে। এতে অডিও প্লেব্যাক টাইম 40 ঘণ্টা পর্যন্ত।
ফিচার
Apple iPod Touch এ সেন্সর হিসেবে রয়েছে Three-axis gyro। এছাড়া এতে Location Maps, Fingerprint-Resistant Oleophobic Coating, Siri & Dictation, Assistive Touch, Switch Control, Speak Screen, Magnifier, Closed Caption ইত্যাদি ফিচার রয়েছে।
ব্যাটারি
123.4 x 58.6 x 6.1mm আকারের এই আইপডে বিলট-ইন লিথিয়াম আয়ন রিচার্জেবল ব্যাটারি রয়েছে।
অপারেটিং সিস্টেম
এটি iOS 14 অপারেটিং সিস্টেমে চলে।