Posted On January 6, 2020 By In Product Review, Slider With 1082 Views

Canon EOS 90D Digital SLR Camera Body

Canon EOS 90D Digital SLR Camera Body
Product Id: 91.01.010.81

বিশেষ মূহুর্তকে ফ্রেমবন্দী করে রাখতে কে না চায়? কিন্তু কেবল ছবি তুলে রাখাই শেষ কথা নয়। শখের ছবিটি যদি অর্থবহ কিছু না হয়, তবে সেই ছবিটি সময়ের ব্যবধানে শুধু আক্ষেপই বাড়ায়। সুতরাং যাঁরা সেরা মানের ছবি পেতে কোন আপোষ করতে চান না, সেই সব গ্রাহকদের জন্য সেরা পছন্দ Canon EOS 90D।

২৮ আগস্ট ২০১৯ বাজারে আসা ডিজিটাল এসএলআর ক্যামেরাটি প্রফেশনাল ফটোগ্রাফারদের জন্য খুবই চমৎকার একটি মিডরেঞ্জ ইমেজিং ডিভাইস। Digic 8 প্রসেসর বিশিষ্ট 32.5 মেগাপিক্সেল রেজুলেশনের ক্যামেরা থেকে 6960 x 4640p ইমেজ রেজুলেশন পাওয়া যায়। এর সর্বোচ্চ 3840 x 2160p ভিডিও রেজুলেশন থেকে MP4 (MPEG-4 AVC/H.264) ফরম্যাটের ভিডিও পাওয়া সম্ভব। তাই ট্রাভেল, ল্যান্ডস্কেপ, পোট্রেট, ইভেন্ট ফটোগ্রাফি কিংবা সোশ্যাল মিডিয়া শেয়ারিংয়ের জন্য প্রফেশনাল মানের ছবি তুলবে Canon EOS 90D।

ক্যামেরাটির কনফিগারেশন থেকে এর সক্ষমতা সম্পর্কে মোটামুটি একটি আন্দাজ পাওয়া যায়। বিশেষ ফিচারগুলো জেনে নেয়ার আগে এক নজরে দেখে নেয়া যাক, এর উল্লেখযোগ্য কিছু টেকনিক্যাল কনফিগারেশন।

স্পেসিফিকেশনস:
Model: Canon EOS 90D

Mega Pixels: 32.5 Mega Pixels

Lens Mount: EF/EF-S

Processor Model: Digic 8

Screen Size: 3.0 inch

Screen Type: TFT LCD Display

Screen Dots: 1,040,000

Image Resulation: 6960 x 4640

Video Format: MP4 (MPEG-4 AVC/H.264)

Video Resolution (Pixel): 3840 x 2160 (29.97, 25 fps), 1920 x 1080 (119.88, 100, 59.94, 50, 29.97, 25 fps), 1280 x 720 (59.94, 50 fps)

Playback zoom: 1.5x – 10x

Storage Type: SD, SDHC, SDXC (UHS-II compatible)

Wireless/WiFi: Built-In

Touch Screen: Yes

Viewfinder coverage: 100%

Shutter Speed: 30-1/8000sec

Remote Control: Yes

Red-Eye Reduction: Yes

Number of focus points: 45

Microphone: Stereo/ Mono

Live view: Yes

ISO Maximum: Auto, 100-25600

HDMI Port: Yes (HDMI mini)

Flash range: 12.00 m (at ISO 100)

Built-in flash: Yes

External flash: Yes (via hot shoe)

Image Ratio: w:h: 1:1, 4:3, 3:2, 16:9

ISO: 51200

USB Interface: USB Micro-B

Viewfinder type: Optical (pentaprism)

Battery: LP-E6N Rechargeable Lithium-Ion Battery

Body Dimensions: 140.7 x 104.8 x 76.8mm

Weight: 701gm

Warranty: 1 year

 

Fast DSLR performance that takes you closer…

স্পিড, ইমেজ কোয়ালিটি ও পোর্টাবিলিটির দিক থেকে দুর্দান্ত একটি ইমেজিং ডিভাইস Canon EOS 90D। ফলে ন্যাচার ও ফাস্ট-মুভিং অবজেক্টের ছবি বিশেষ করে ছুটন্ত পশু-পাখি কিংবা স্পোর্টস ইভেন্ট কাভার করার জন্য চমৎকার একটি ক্যামেরা।

 

Ideal for sports and wildlife photography

EOS 90D এ দেয়া হয়েছে APS-C sensor যুক্ত 32.5MP ক্যামেরা যা টেলিফটো লেন্সের ক্ষমতা 1.6x গুণ বাড়িয়ে ফুল-ফ্রেম ক্যামেরার অভিজ্ঞতা প্রদান করে। চমকপ্রদ এই ফিচারটি ওয়াইল্ড-লাইফ ফটোগ্রাফির ক্ষেত্রে দারুণ কার্যকর।

 

The freedom to crop and recompose

32.5MP ক্যামেরায় তোলা ফুল রেজুলেশন ছবি খুব সহজেই ক্রম, রোটেট ও রিসাইজ করার সুযোগ রয়েছে EOS 90D এ। বড় আকারে ছবি প্রিন্ট করার ক্ষেত্রেও যথেষ্ঠ পরিমাণ ডিটেইল পাওয়া সম্ভব। ফলে ছবির সাথে অন্য ছবির কম্পোজিশনের ক্ষেত্রে আসে বাড়তি সুবিধা।

 

Catch the most fleeting moments

সেকেন্ড প্রতি ১০ ফ্রেম রেটে 32.5MP রেজুলেশনে এমন সব ছবি তোলা সম্ভব যা খালি চোখে দেখা যায় না। 25,600 পর্যন্ত High ISO sensitivitie ও 1/8000sec ফাস্ট শাটার স্পিডে অকল্পনীয় সব মূহুর্ত ফ্রেমবন্দী করা যায়।

Fast as lightning, sharp as a pin

ক্যাননের advanced autofocusing system এর মাধ্যমে দ্রুতগামী কোন বস্তু বা প্রাণীর মুভমেন্ট ধারণ করা যায় EOS 90D ক্যামেরায়। এর 45 cross-type AF points এবং 220,000-pixel RGB+IR exposure sensor স্বল্প আলোতেও সাবজেক্ট সনাক্তকরণ ও ডিটেইল ইমেজ ক্যাপচার করতে সক্ষম।

A photographer’s camera

EOS 90D ক্যাননের সবচেয়ে বহুল প্রচলিত ডিএসএলআর সিরিজ। এর প্রতিটিই আগের চেয়ে নতুনভাবে রিফাইন করা যা ইমেজিংয়ের ক্ষেত্রে এনেছে বৈপ্লবিক অগ্রগতি। এর কাস্টমাইজেবল ডিজাইন খুব সহজে ওয়াইড অ্যাঙ্গেল, লং এবং শর্ট টেলিফটো ক্যামেরায় রূপান্তর করা যায়।

Connected to your digital life

EOS 90D ডিভাইসের বিল্ট-ইন ব্লু-টুথ এবং ওয়াই-ফাই ফটোগ্রাফির ক্ষেত্রে দেয় অনন্য মাত্রা। Canon Camera Connect app* এর মাধ্যমে পকেটের স্মার্ট ডিভাইসের সাথে খুব সহজেই কানেক্ট করা যায় EOS 90D। ফলে ক্যামেরা থেকেই সরাসরি সোশ্যালমিডিয়, মেসেজিংসহ বিভিন্ন মাধ্যমে ছবি শেয়ার করার সুযোগ রয়েছে। এছাড়া স্মার্টফোন দিয়ে ক্যামেরার নিয়ন্ত্রণ নিয়ে ইচ্ছেমত ছবির কাজ করাও সম্ভব এই ইমেজিং ডিভাইসে।

Unleash your inner film director

প্রতিটি মানুষই একেক জন নির্মাতা। রঙিন পর্দায় নিজের সৃষ্টিশীলতার স্বাক্ষর রাখতে EOS 90D একটি সহজতম মাধ্যম। ক্যামেরাটির অভিনব ফিল্ম মেকিং টুলসের মাধ্যমে 120p ফ্রেম রেটে 4K রেজুলেশনের Full HD ছবি তোলা যায়। এর Dual Pixel CMOS AF ফোকাসিং সিস্টেম সাবজেক্টকে শার্প ও সিনেম্যাটিক হিসেবে ধারণ করে। এর বিল্ট-ইন মাইক্রোফোন প্রত্যেক বিটের সাউন্ডট্র্যাক ধারণে সক্ষম, ফলে হাই-ডেফিনিশন ভিডিও’র পাশাপাশি নিঁখুত অডিও পাওয়া সম্ভব।

About

Marketing & Communications Ryans Computers