১৭ জুলাই উদযাপিত হল বনানী ডে ২০২৩। রায়ান্সের রুপটপে অবস্থিত অডিটোরিয়ারে দিনব্যাপি চলে অনুষ্ঠানটি। বনানী ব্রাঞ্চের সকল সদস্য অনুষ্ঠানে যোগদান করেন। ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজমেন্ট এবং অনান্য অপারেশন টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
২০১৭ সালে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে চালু হয় এই শাখাটি। প্রায় ৪০০০ স্কয়ার ফিট জুড়ে, তিনটি ফ্লোর নিয়ে রায়ান্সের এই শাখাটি ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয় উঠেছে। ক্রেতাদের সুবিধার্তে প্রতিদিন অর্থাৎ ৩৬৫ দিনই খোলা রাখা হয়, রয়েছে হোম ডেলিভারি সুবিধা। ৫০ এর বেশি কর্মি ব্রাঞ্চটিতে কাজ করছেন।
অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশনের মাধ্যমে এই শাখার বিজনেস এর সার্বিক তথ্য তুলে ধরা হয়। সেলস গ্রোথ, ল্যাপটপ এবং ডেস্কটপ বিজনেসে বনানীর অবস্থান, কর্পোরেট বিজনেস অপরচুনিটি এবং এক্টিভিটিস ইত্যাদি আরো নানা বিষয় তুলে ধরা হয়। সাত বছরের যাত্রায় ব্রাঞ্চটির অগ্রগতি তুলে ধরেন ম্যানেজার রাজিব হাসান সোহাগ। পিসি বিজনেস সম্পর্কে জানান মিঃ অনিক, সেকেন্ড ব্যাঞ্চ ম্যানেজার। কর্পোরেট বিজনেস সম্পর্কে মিঃ হাসিবসহ আরো অনেকেই প্রেজেন্টেশনের মাধ্যমে বিষয়ভিত্তিক আলোচনা করেন।
জনপ্রিয় সিনেমা হাওয়া সিনেমা প্রদর্শনের মাধ্যমে বনানী ডে ২০২৩ এর সমাপনী ঘোষণা করা হয়।