২০১৬ সাল! সাত বছর আগে রায়ান্সের সাতটি শাকার ছয়টিই ঢাকার বাইরে ছিল। পরে যোগ হয় চট্টগ্রামের আগ্রাবাদ এবং খুলনা। ঢাকার মধ্যে শুধুমাত্র আইডিবি ভবনে ছিল তিনটি আউটলেট। এর পরে যোগ হয় বনানী, মাল্টিপ্লান, উত্তরা১, শান্তিনগর, উত্তরা২ ইত্যাদি। ছবিতে স্যারের সাথে দাড়িয়ে আছে (বা দিক থেকে) বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর এবং বরিশালের শাখার ম্যানেজারগন। এমডি স্যারের বাঁপাশে দাড়ানো হামিদুল হক তুষার (বর্তমানে রংপুর) সেসময় চট্টগ্রামের ইউনুস্কো শাখায়, মেহেদী হাসান (বর্তমানে মাল্টিপ্লান২) বরিশাল ব্রাঞ্চের দায়িত্বে ছিলেন। জামিলুর রহমান প্রতিষ্ঠালগ্ন (২০১০) থেকে ময়মনসিংহ শাখার দায়িত্বে রয়েছেন।