Ahmed Hasan & Goutam Saha

Posted On February 4, 2023 By In Events, Slider, Uncategorized With 687 Views

ব্র্যাক-সিডিএম, রাজেন্দ্রপুরে এক্সেল এবং রায়ান্সের “LET’S EXCEL THE GROWTH TOGETHER”

অনুষ্ঠিত হয়ে গেল এক্সেল টেকনোলজি লিমিটেড এবং রায়ান্স কম্পিউটার্স লিমিটেডের  “LET’S EXCEL THE GROWTH TOGETHER”। ব্র্যাক-সিডিএম, রাজেন্দ্রপুরে দুইদিন ব্যাপি এই কনফারেন্সের আয়োজন করে এক্সেল টেকনোলজি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়ান্স কম্পিউটার্সের ম্যানেজিং ডিরেক্টর আহমেদ হাসান এং এক্সেল টেকনোলজি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর গৌতম সাহা।  কনফারেন্স শেষে রায়ান্সের উপস্থিত সদস্যদের শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়। জটিলতা কাটিয়ে দির্ঘদিনের পার্টনারশিপ আরো কিভাবে মজবুত করা সে বিষয়ে আলোচনা হয়। নতুন এবং সময়পোযোগী টেকনোলোজি সমৃদ্ধ পণ্য সরবরাহ এবং কাস্টমারের কাছে তা পৌঁছে দেয়ার প্রত্যায়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

About

Marketing & Communications Ryans Computers