Posted On May 26, 2019 By In Information, Notice, Product Review With 1945 Views

প্রকাশিত হল ছোট সাইজের বুকলেট “ACER POCKET BOOK”

ACER ব্রান্ডের সব ধরনের নোটবুক নিয়ে প্রকাশিত এই বইটি সাইজে ছোট হওয়ার খুব সহজের ওয়ালেটে বা পকেটে রাখা যাবে। সিরিজসহ প্রয়োজনীয় ফিচার, পাইস এবং রায়াসের প্রোডাক্ট আইডিসহ বইটি ক্রেতাদের জন্য ACER পণ্য বাছায়ের ক্ষেত্রে সহযোগিতা করবে। মাত্র সাড়ে ৩ ইঞ্চি লম্বা এবং ২ ইঞ্চি চওড়া ৬০ পেজের বইটি রায়াসের যে কোন শাখা থেকে সংগ্রহ করা যাবে। উল্লেখ্য ছবি এবং ফিচারসহ বাংলাদেশে আভেলেবল সব ধরনের ACER ল্যাপটপের বর্ণনা পাওয়া যাবে বইটিতে।

About

Marketing & Communications Ryans Computers