Posted On January 18, 2020 By In Product Review, Slider With 1203 Views

নতুন গেমিং ডেস্কটপ: TR297

রায়ান্সে নতুন কনফিগারেশনের পাওয়ারফুল গেমিং ডেস্কটপ: TR297

ID: 58.04.115.190

পাওয়ারফুল গেমিং ডেস্কটপ সাজানোর বিষয়ে অনেকেই কম্পোনেন্ট নিয়ে সন্দিহান থাকেন। অনেকেই আবার ঠিক কোন প্রসেসর বা গ্রাফিক্স ব্যবহার করবেন, তা নিয়ে দ্বিধায় ভোগেন। সেইসব গেমার বা গেম লাভারদের জন্য রায়ান্স কম্পিউটার্স একটি গেমিং ডেস্কটপ সাজেস্ট করছে।

TR297 কোড নেমের এই গেমিং ডেস্কটপ সম্পর্কে ধারণা নেয়া যাক এই আর্টিকেল থেকে।

Tech Specs

Model: Gaming PC-TR297

Processor: AMD Ryzen Threadripper 2970WX 3.0GHz-4.2GHz

Chipset: MSI MEG X399 CREATION DDR4

Graphics: Colorful GeForce RTX 2080Ti CH 11GB GDDR6 Graphics Card #212327108001

RAM: G.Skill Trident Z RGB 16GB Desktop RAM #F4-3200C16D-32GTZR

RAM Type: DDR4 3200MHz

Keyboard & Mouse: Thermaltake KB-CMC-PLBLUS-01 Commander Combo Lighting Black Gaming Keyboard and Mouse

HDD: Lexar NM610 NVMe 1TB M.2 2280 PCIe Gen3x4 SSD Drive #LNM610-1TRB

Monitor Type: ASUS VG245H FHD 1ms G2G Response 24 Inch FHD Gaming Monitor

Power Supply: Cooler Master Vanguard V850W 80 Plus Gold Full Modular (RS850-AFBAG1-UK) Power Supply

Cooler: Thermaltake Pacific W6 CPU Water Block For AMD Ryzen Threadripper TR4 #CL-W225-CU00SW-A

Optical Device: Liteon 22X Dual Layer Internal DVD Writer

Audio: Steelseries Arctis 1 Wired Black Gaming Headphone

Casing: Thermaltake Armor Revo Transperent Window Full Tower Black & White Desktop Case # VO200M6W2N

Others: Installation and Customization

 

Uncompromised Performance

TR297 ডেস্কটপ পিসিতে ব্যবহার করা হয়েছে 2nd Gen AMD Ryzen Threadripper 2970WX প্রসেসর। 24 কোর, 48 থ্রেড বিশিষ্ট দানবীয় শক্তির এই রাইজেন সিপিইউয়ে রয়েছে চারটি ডাইস। এর দুটি ডাইস দুটি মেমোরি চ্যানেল এবং 32 পিসিআই এক্সপ্রেস লেনে সংযুক্ত থাকে। এর ফলে সরাসরি গ্রাফিক্স কার্ড, ওয়াই-ফাই রেডিওর মত যন্ত্রাংশে পাওয়ার সাপ্লাই করে। এর ‘ইনফিনিটি ফেব্রিক’ 25GBps গতিতে মেমোরি স্থানান্তর করতে সক্ষম। যা গেমিং মোডে দারুণ কার্যকর। এতে থাকা lightning-quick storage এর জন্য USB 3.1 Gen 2 ও PCI Express NVMe সমর্থন করে প্রসেসরটি।

পাওয়ারফুল Threadripper 2970WX প্রসেসরের উপযোগী হিসেবে TR297 ডেস্কটপ পিসিতে দেয়া হয়েছে Quad Channel DDR4 3600+ MSI MEG X399 CREATION চিপসেট। Heat-pipe heatsink ডিজাইনের এই চিপসেটে রয়েছে 19 ফেজ ডিজিটাল পাওয়ার। কুলিং অপশন হিসেবে রয়েছে 10 PWM ফ্যান হেডার এবং তিনটি ডেডিকেটেড থার্মাল সেন্সর। M.2 XPANDER-AERO এবং AMD এর StoreMI টেকনোলজির সাথে রয়েছে 7টি Turbo M.2 স্টোরেজ অপশন।

মাল্টি-জিপিইউ অপশন হিসেবে রয়েছে 3-Way NVIDIA SLI™ ও 3-Way AMD Crossfire™ এবং STEEL ARMOR PCI-E স্লট।

জিপিইউ হিসেবে গেমিং পিসিতে রয়েছে 11GB মেমোরির Colorful GeForce RTX 2080Ti গ্রাফিক্স কার্ড। GDDR6 মেমোরি টাইপের এই গ্রাফিক্স থেকে সর্বোচ্চ 1545MHz ক্লকস্পিড পাওয়া সম্ভব। ডুয়াল ফ্যান, 8-pin + 8-pin পাওয়ার কনেক্টর, 3 ডিসপ্লে পোর্ট এবং 352-bit মেমোরি বাস-এর এই গ্রাফিক্স থেকে সর্বোচ্চ 7680x4320p রেজুলেশন পাওয়া সম্ভব।

 

The Desktop Reimagined

হার্ডকোর গেমারদের চাহিদার কথা মাথায় রেখে সাজানো হয়েছে TR297 পিসি। ফলে পাওয়ার, ডিজাইন, পারফরম্যান্স –এই তিনের দারুণ মিশেল ঘটানো হয়েছে এই ডেস্কটপে।

দ্বিতীয় প্রজন্মের রাইজেন সিরিজের Threadripper 2970WX প্রসেসর, MSI MEG X399 CREATION চিপসেট, Colorful GeForce RTX 2080Ti জিপিইউ-এর শক্তিশালী সমন্বয়ের পাশাপাশি রয়েছে 16GB মেমোরির G.Skill Trident Z RGB র‌্যাম এবং 1TB স্টোরেজ বিশিস্ট Lexar NM610 NVMe M.2 2280 PCIe Gen3x4 SSD Drive। ফলে পিসির ডেটা রিড ও রাইটের ক্ষেত্রে গ্রাহক পান দুর্দান্ত গতি।

কম্পিউটারের ইনপুট অপশন হিসেবে Thermaltake KB-CMC-PLBLUS-01 Commander Combo Lighting Black Gaming Keyboard ও Mouse ব্যবহার করায় ইউজার এন্ড থেকে গ্রাহক পান সুপার রেসপন্সিভ পারফরম্যান্স। এছাড়া অপ্টিক্যাল ডিভাইস হিসেবে রয়েছে Liteon 22X Dual Layer Internal DVD Writer। 5.25 ফর্ম-ফ্যাক্টরের SATA ইন্টারফেসের এই DVD Writer থেকে 2 MB এর বাফার এবং 16X রিড স্পিড ও 48X রাইট স্পিড পাওয়া যায়।

আউটপুট ডিসপ্লে হিসেবে প্যাকেজ এই গেমিং পিসিতে রয়েছে ASUS VG245H FHD 1ms G2G Response 24 Inch FHD Gaming Monitor। 24 ইঞ্চির FHD LED স্ক্রিনের এই ওয়াইড-স্ক্রিন মনিটরের কন্ট্রাস্ট রেশিও 100000000:1, রিফ্রেশ রেট 75Hz এবং রেসপন্স টাইম 1ms। 1920 x 1080p রেজুলেশন বিশিষ্ট মনিটরে 2W x 2 Stereo RMS বিল্ট-ইন স্পিকারের পাশাপাশি রয়েছে ফ্লিকার ও ট্রেস ফ্রি টেকনোলজি।

গেমিংয়ের পরিপূর্ণ মজা উপভোগের জন্য TR297 ডেস্কটপ পিসি’র সঙ্গে অফার করা হয়েছে Steelseries Arctis 1 Wired Black Gaming Headphone। গেমিং ব্র্যান্ড Steelseries এর অ্যাওয়ার্ড উইনিং Arctis 1 সিরিজের বিশেষ এই গেমিং হেডফোনটি PC, PS4, Xbox এবং Switch এর মত গেমিং প্ল্যাটফর্মেও সমর্থনযোগ্য।

গেমিং মেশিন হিসেবে TR297 পিসি’র অনন্য লুক আনতে ব্যবহার করা হয়েছে Thermaltake Armor Revo Transperent Window Full Tower Black & White Desktop Case। ATX ঘরানার Full Tower এই গেমিং কেসে রয়েছে 3টি কুলিং ফ্যান, 8টি এক্সপানশন স্লট, 2 x USB 3.0 ও 2 x USB 2.0 পোর্ট, Standard PS2 PSU পাওয়ার সাপ্লাই। পাশাপাশি কুলিং অপশনের জন্য 1/2″, 3/8″, 1/4″ ওয়াটার টিউব সমর্থন করে কেসটি।

 

Feel The Power

সর্বাধিক 24 কোর ও 48 থ্রেডের 2nd Gen AMD Ryzen Threadripper 2970WX প্রসেসরের 4.2 GHz টার্বো ফ্রিকোয়েন্সির সাথে 11GB GDDR6 ঘরানার GeForce RTX 2080Ti CH জিপিউ’র পাওয়ারফুল কম্বিনেশনে 16GB মেমোরির G.Skill Trident Z RGB র‌্যাম এবং 1TB স্টোরেজ বিশিস্ট Lexar NM610 NVMe M.2 2280 PCIe Gen3x4 SSD Drive যোগ করে বাড়তি স্মুথনেস। ফলে গেমিংয়ের জন্য যথেষ্ট পাওয়ার এই পিসি উৎপাদন করে থাকে। পাশাপাশি Thermaltake KB-CMC-PLBLUS-01 Commander Combo Lighting Black Gaming Keyboard ও Mouse থাকায় গেমিং মেশিন হিসেবে TR297 ডেস্কটপ থেকে গ্রাহক পাবেন হাই-পারফরম্যান্স গেমিংয়ের পরিপূর্ণ অভিজ্ঞতা।

 

Optimized Quiet Cooling

গেমিং মেশিনের ধারাবাহিক পারফরম্যান্স নির্ভর করে এর থার্মাল সিস্টেমের উপর। একটি গেমিং পিসি প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে। উৎপাদিত তাপ সরিয়ে পিসি’র অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে এর সরাসরি প্রভাব পড়ে পারফর‌ম্যান্সে। তাই পুরো ডেস্কটপের থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম পিসির পারফরম্যান্সের জন্য বড় ইস্যু।

গেমিং ডেস্কটপ TR297 পিসি’র পুরো সেটআপে সুষ্ঠু থার্মাল সিস্টেম বজায় রাখার জন্য উপযোগী কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে। Threadripper 2970WX প্রসেসরের জন্য মাদারবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে MSI MEG X399 CREATION, যার কুলিং অপশন ডিজাইন করা হয়েছে heat-pipe heatsink ও 10 PWM ফ্যান হেডার এবং তিনটি ডেডিকেটেড থার্মাল সেন্সর দ্বারা। Threadripper 2970WX প্রসেসরের থার্মাল ম্যানেজমেন্টের জন্য বিশেষভাবে তৈরি Thermaltake Pacific W6 CPU Water Block কুলার ব্যবহার করা হয়েছে, যেটি TT RGB PLUS Software&App এর জন্যও প্যাটেন্টকৃত। এর Anti-Corrosion ডিজাইনের এই কুলিং সিস্টেমে রয়েছে বিল্ট-ইন Water Temperature sensor এবং 0.2 mm Micro-Channel Structure। Copper + PMMA ম্যাটেরিয়ালে তৈরি হিটসিঙ্ক রাইজেন প্রসেসর বিশিষ্ট TR297 গেমিং পিসি’র জন্য যথেষ্ট শী

তল পরিবেশ সৃষ্টি করে।

এছাড়া Thermaltake Armor Revo Transperent Window Full Tower Black & White Full Tower ATX কেসিংয়ের পর্যাপ্ত স্পেস, ভেন্টিলেশন এবং 1/2″, 3/8″, 1/4″ ওয়াটার টিউব অপশন TR297 পিসি’র জন্য পর্যাপ্ত শীতলীকরণের সুবিধা দেয়।

 

Tech Specs

Model: Gaming PC-TR297

Processor: AMD Ryzen Threadripper 2970WX 3.0GHz-4.2GHz

Chipset: MSI MEG X399 CREATION DDR4

Graphics: Colorful GeForce RTX 2080Ti CH 11GB GDDR6 Graphics Card #212327108001

RAM: G.Skill Trident Z RGB 16GB Desktop RAM #F4-3200C16D-32GTZR

RAM Type: DDR4 3200MHz

Keyboard & Mouse: Thermaltake KB-CMC-PLBLUS-01 Commander Combo Lighting Black Gaming Keyboard and Mouse

HDD: Lexar NM610 NVMe 1TB M.2 2280 PCIe Gen3x4 SSD Drive #LNM610-1TRB

Monitor Type: ASUS VG245H FHD 1ms G2G Response 24 Inch FHD Gaming Monitor

Power Supply: Cooler Master Vanguard V850W 80 Plus Gold Full Modular (RS850-AFBAG1-UK) Power Supply

Cooler: Thermaltake Pacific W6 CPU Water Block For AMD Ryzen Threadripper TR4 #CL-W225-CU00SW-A

Optical Device: Liteon 22X Dual Layer Internal DVD Writer

Audio: Steelseries Arctis 1 Wired Black Gaming Headphone

Casing: Thermaltake Armor Revo Transperent Window Full Tower Black & White Desktop Case # VO200M6W2N

Others: Installation and Customization

Jkhan

MarCom

About

Marketing & Communications Ryans Computers