Posted On July 27, 2023 By In Events, Slider, Uncategorized With 456 Views

এইচপি ফেস্টিভ্যাল উইথ রায়ান্স

HP Festival with Ryans 2023 ইভেন্টটি শুরু হয় ১১ জুলাই চলবে ৩১ জুলাই পর্যন্ত।

ছবি১

এইচপি ব্রান্ডের ল্যাপটপকে হাইলাইট করা নানান ধরনের আয়োজন করা হয় এই ইভেন্টে। বেলুন, ফেস্টুন, ব্যানার দিয়ে রায়ান্সের ১৪ টি লোকেশনের ২১ টি আউটলেটকে ফেস্টিভ্যালের থিমে সাজিয়ে তোলা হয়।
ছবি৩
ছবি
ছবি৫

এ উপলক্ষে রায়ান্সের হেড অফিসের রুফটপে অবস্থিত অডিটোরিয়ারে সেলস এওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়ান্সের কর্নধার আহমেদ হাসান। এসময় তিনি জেনুইনিটি, অথেনটিসিটি নিয়ে আলোকপাত করেন। শুধু প্রোডাক্ট বাছায়ের ক্ষেত্রে না বরং চিন্তার দিক থেকেও জেনুইনিটি থাকাটা দরকার বলে মত প্রকাশ করেন তিনি।

ছবি৬

এইচপি ব্র্যান্ডের প্রোডাক্ট লাইন সম্পর্কে বিস্তারিত ধারণা দেন রায়ান্স কম্পিউটাসের ল্যাপটপ প্রোডাক্ট ম্যানেজার সাইদুর রহমান। জেনুইন উইন্ডোজ, অফিস, পার্টস এবং প্রতিটি পার্টসের আলাদা আলাদা ওয়ারেন্টির সুবিধা তুলে ধরেন।
ব্রাঞ্চ ম্যানেজার, সেলস প্রতিনিধি, ম্যানেজমেন্ট, প্রোডাক্ট এবং মার্কেটিং টিমের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ছবি৪


About

Marketing & Communications Ryans Computers